| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজুল ইসলাম মুন্না
একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul
অনেক গান-ই আছে যা আমাদের মন ছুঁয়ে যায়। আপনার এই মন ছুঁয়ে যাওয়া গানকেই শেয়ার করুন সবার সাথে। এটা আমার অতি ছোট্ট একটা উদ্যোগ। পোস্টের মন্তব্যে আপনার প্রিয় গানগুলিকে দিয়ে দিন। আমি পোস্টের ভিতরেই সেগুলোকে স্থান দেব। আপনাদের প্রিয় গান হিসেবে।
১. দিন গেল তোমার পথ চাহিয়া -হাবিব ওয়াহিদ
২. তোরে পুতুলের মত করে সাজিয়ে -কুমার বিশ্বজিত
৩. একবার যদি কেউ-সৈয়দ আব্দুল হাদি
৪. নির্বাসন-ওয়ারফেজ
৫. আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা....
তোমারেই করিয়াছি...
আমি কান পেতে রই...
আমি হৃদয়ের কথা বলিতে...
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী...
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী...
তুমি রবে নীরবে/হৃদয়ে মম...
জেনে শুনে বিষ করেছি পান...
রোদনভরা এ বসন্ত....
একটুকু ছোঁয়া লাগে .....
৬. বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে ....,
কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে .....,
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো ...।
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই ...।
যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে ....
নয়নও সরসী কেন ভরেছে জলে ,কত কি লেখা আছে কাজলে কাজলে ,
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী...,
যায় কি ছেড়া বুকের পাঁজর ,স্বপ্নে ....
বঁধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারনে ....
চরনও ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে ...।
৭. কালারে - বাংলা
৮. আমি অপার হয়ে - বাংলা
৯. এমন মানব জনম আর কি হবে
১০. ভ্রমর কইয়ো গিয়া
১১. কৃষ্ণকলি আমি তারেই বলি
১২. সখি ভাবনা কাহারে বলে
সখি ভাবনা কাহারে বলে?
সখি যাতনা কাহারে বলে?
আমরা জীবনে দিবস রজনি
ভালবাসা ভালবাসা
সখি ভালবাসা কারে কয়?
সেকি কেবলি যাতনাময়!
সেকি কেবলি চোখের জল!
সেকি কেবলি দুঃখের শাস!
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুঃখের আশ।।
আমার চোখেত সকলি শোভন
সকলি নবীন, সকল বিমল
সুনিল আকাশ, শ্যামল কানন
বিশাদ জোছনা কুসুম কোমল
সকলি আমার মত
তারা কেবলি হাসে, কেবলি গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যতন।।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে
জোছনা হাসিয়া মিলায় যায়
হাসিতে হাসিতে
আলোক সকল আকশের তারাতে আটে ঠায়।
আমার মত সুখি কে আছে
আয় সখি আয় আমার কাছে
সুখি হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রান
প্রতিদিন যদি কাদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিশাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা
সখি ভাবনা কাহারে বলে
সখি যাতনা কাহারে বলে
আমরা জীবনে দিবস রজনি
ভালবাসা ভালবাসা
সখি ভালবাসা কারে কয়?
১৩. ভালোবেসে সখি নিভৃতে যতনে
ভালবেসে সখি নিপিতে যতনে
আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে।।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে।।
ধরিয়া রাখিয় সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে।।
মনে করি সখি বাধিয়া রাখিয়
আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখ তোমার অলক মন্ধনে।।
আমার শরন শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো
তোমার ললাট ছন্দনে।।
আমার মনের মহির মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো
তোমার অঙ্গ সৌরভে।।
আমার আকুল জীবন মরন টুটিয়া লুটিয়া নিও
তোমার অতুল গৌরবে।।
১৪. মনে রবে কিনা রবে আমারে]
১৫. নুপুর ২ - তপু
১৬. হারিয়ে গিয়েছি - অর্নব
১৭. আমি তোমাকেই বলে দেব - দলছুট
১৮. বৃষ্টি - কোল্ড যে
১৯. বৃষ্টি - দলছুট
২০. আমার পথচলা - আর্টসেল
২১. তোমাকে - আর্টসেল
২২. ঘুম পাড়িয়ে দিও আমায় - সুমন ও আনিলা
২৩. গাইবোনা আর কোন গান - সুমন ও আনিলা
২৪. বেদের মেয়ে জোছনা (এইডা আমগো রাশু ভাইয়ের পছন্দ। সে জুক্সাইছে নাকি সত্য সত্যই বুঝবার পারি নাই।
)
২৫. আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
২৬. কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে।
২৭. নহে নহে প্রিয় এ নয় আঁখিজল।
২৬. সাঁঝের পাখীরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে।
২৭. মনে করো আমি নেই বসন্ত এসে গেছে(সুমন কল্যান)
২৮. আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি।
২৯. একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে।
৩০. ছোট্ট একটি গ্রাম মধুমতী তার নাম।
৩১. আমার এক দিকে শুধু তুমি,পৃথিবী অন্যদিকে।
৩২. এত বড় আকাশটাকে ভরলে জ্যোছনায়।(অরুন্ধুতি)
৩৩. দিন গেলো তোমার পথ চাইয়া।
৩৪. আগে যদি জানতাম।
৩৫. বন্ধু ভাবো কি....
৩৬. বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে।
৩৭. ফুল ফোঁটে ফুল ঝরে।
৩৮. ভালবেসে সখি - রবীন্দ্র নাথ ঠাকুর
৩৯. পাখি আমার নীড়ের পাখি
৪০. তুমি বৃষ্টি হয়ে এলে-রূপঙ্কর
৪১. আমারও পরান ও যাহা চায় ....
৪২. আমায় প্রশ্ন করে নীল ধ্রব তারা আর কত কাল....
৪৩. বধুয়া আমার চোখে জল এনেছে..
৪৫. আমি তো বুঝিনা ঠিক কবে বরশা কবে বসন্ত দিন চোখে চোখ...
৪৬. আমি আর ভাববো না ,মিছে আর ভাববো না তোমাকে ...পার্থ
৪৭. সে তো এল না ,এল না ,কেন এল না জানিনা ,,,কিশোর
৪৮. বাশীঁ শুনে আর কাজ নাই ...সচীনদেব বর্মন
৪৯. দুটি পাখী দুটি তীরে মাঝে নদী বহে ধীরে ....
৫০. আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় ....মান্না দে
৫১. বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে ......হেমন্ত
৫২. যায় কি ছেড়া বুকের পাজঁর ,স্বপ্নে কাট মনে আচঁড় ...ফাহমিদা
৫৩. দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল....দিলরুবা
৫৪. আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না
৫৫. ভুলিতে...নজরুলগীতি
৫৬. তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা ...
ক্যাটাগরীতে গান (সকল গান এখানে আনা হবে।)
রবীন্দ্র সংগীত:
১. তুমি সন্ধ্যার মেঘমালা
২. আনন্দ ধারা
৩. আমার হৃদয়
৪.
নজরুল গীতি:
১.
আধুনিক বাংলা :
১. মন ছুয়ে ছুয়ে যায় যার হাসিতে
২. এই রূপালী চাদে - তপন + শাকিলা (সম্ভবত)
৩. নীল চাদোয়া - তপন + শম্পারেজা
৪. তুমি আমার প্রথম সকাল - তপন+শাকিলা
ভেন্ডের গান
:
১. মন শুধু মন ছুয়েছে - সোলস
২. পরি -
৩. একটা গোপন কথা বলি বার বার - যাত্রি
৪. স্বপ্ন রানী - নোভা
৫. সেই তুমি - এলআরবি
৬. রুপলী গিটার - এলআরবি
৭. মনে পরে - ওয়ারফেজ
৮. রূপালী স্রোতে - ওয়ারফেজ
মিক্সড :
১. হাওয়ায় হাওয়ায় দোলনা দোলো - হাবিব
২. ভাল বাসবো বাসরে - হাবিব
৩. বন্ধু আমার - কৃষ্ণকলি
৪. কি করেছে তোমার বাবা - সায়ান
৫. আমি আগের ঠিকানায় আছি - মুরাদ
৬. দিন গেল তোমার পথ চাহিয়া - হাবিব
৭. নিটোল পায়ে (তিন প্রকার
)
৮. সে-যে বসে আছে একা এক - তাহসান
৯. কে আকো অন্য ছবি - তাহসান
১০. বৃষ্টি - তৌসিফ
১১. তুমি আমার ঘুম - টি.ডব্লিউ.সৈনিক
১২. দিন বাড়ি যায় - বাপ্পা
১৩. এক মুঠো রোদ্দুর - বালাম
১৪. লুকোচুড়ি - বালাম
১৫. তোমার জন্য - বালাম
১৬. গাইবোনা - অনিলা+সুমন
১৭. মন পবনের ঘুড়ি - বাপ্পা+সামিনা
১৮. মাতাল অনুভবে - বাপ্পা+সামিনা
১৯. মায়াবী চোখে
২০. এক মুহুর্তে চলে যাওয়া - বাপ্পা
২১.
স্যাড রোমান্টিক:
১. ফুল ফোটে ফুল ঝড়ে - সামিনা চৌধুরী
২. যেতে যেতে কেন পরে বাধা - তপন
৩. আকাশে মেঘের নদী - তপন
৪. আরোগ্য নিকেতন - তপন
(লিংক আসছে খুব শীঘ্রই।)
{পোস্টটিকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আপাতত সকল ডাউনলোড লিংক কেটে দেয়া হল। সবগুলো একসাথেই দেব। আপনারা আপনাদের পছন্দের গান দিতে থাকুন।।।}
(সামহোয়ারের গানের গ্রুপগুলোতেও পোস্টটি দেওয়া হল। সেখানের মন্তব্যও পোস্টে আপডেট করা হবে।)
গানের কলি গ্রুপে পোস্টটির লিংক
সঙ্গীত গ্রুপে পোস্টটির লিংক
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপডেট করবো।।।
পরবর্তী গানগুলোর সাথে ডাউনলোড লিংক দিলে ভাল হয়। আমার কাছে এই গানটা আছে। আপলোড করে দেব।।। ![]()
গানটা আমার-ও পছন্দ হয়।।। ![]()
২|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
রুবেল শাহ বলেছেন: .... তোরে পুতুলের মত করে সাজিয়ে ( কুমার বিশ্বজিত )
৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
রুবেল শাহ বলেছেন:
.... তোরে পুতুলের মত করে সাজিয়ে ( কুমার বিশ্বজিত )
http://gaanwala.net/index.php?iref=1255118
১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: গানটা আমারও ভাল লাগে। তবে ডাউনলোড লিংকটা কাজ করছে না।।।
অন্য একটা সাইটে পেয়েছি। -ধন্যবাদ আপনার গানের জন্য।।।
৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
অ্যালন বলেছেন:
একবার যদি কেউ..সৈয়দ আব্দুল হাদি..
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ডাউনলোড লিংকটা দেন পারলে। না পারলে সমস্যা নাই। আমি দিয়ে দেব।।। ![]()
৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
নামহীনা বলেছেন: নির্বাসন-ওয়ারফেজ
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনার পোস্ট থেকে ইনফরমেশন নিলে কিছু মনে করবেন? অবশ্যই লিংক দিয়ে দেব।।।
৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
রুবেল শাহ বলেছেন: Click This Link
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ মন্তব্য এবং লিংকের জন্য।।। ![]()
৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬
রুবেল শাহ বলেছেন: আমার সোনার বাংলা....
তোমারেই করিয়াছি...
আমি কান পেতে রই...
আমি হৃদয়ের কথা বলিতে...
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী...
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী...
তুমি রবে নীরবে/হৃদয়ে মম...
জেনে শুনে বিষ করেছি পান...
রোদনভরা এ বসন্ত....
একটুকু ছোঁয়া লাগে .....
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: লিংক দেন.... ![]()
৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮
আকাশনীল বলেছেন: ভাল পোস্ট
পর্যবেক্ষন করিতে হইবে![]()
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: করেন।।। ![]()
৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
সুরভিছায়া বলেছেন: বঁধু কোন আলো লাগলো লাগলো চোখে ....,
কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে .....,
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো ...।
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই ...।
যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে ....
নয়নও সরসী কেন ভরেছে জলে ,কত কি লেখা আছে কাজলে কাজলে ,
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী...,
যায় কি ছেড়া বুকের পাঁজর ,স্বপ্নে ....
বঁধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারনে ....
চরনও ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে ...।
আরো অনেক অনেক গান ।
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সবগুলাই দেন।।। ![]()
১০|
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
সিটিজি৪বিডি বলেছেন:
http://uk.youtube.com/watch?v=XxtyvhJvjyI
১১|
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
সিটিজি৪বিডি বলেছেন: din gelo habib wahid
Click This Link
amar kub priyo gaan.
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পছন্দ জানানোর জন্য ধন্যবাদ। আপডেট করেছি।
১২|
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
আলী বলেছেন: তোরে পুতুলের মত করে সাজিয়ে-কুমার বিশ্বজিত
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ। আপডেট করেছি।।।
১৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কালারে - বাংলা
আমি অপার হয়ে - বাংলা
এমন মানব জনম আর কি হবে
ভ্রমর কইয়ো গিয়া
কৃষ্ণকলি আমি তারেই বলি
সখি ভাবনা কাহারে বলে
ভালোবেসে সখি নিভৃতে যতনে
মনে রবে কিনা রবে আমারে
নুপুর ২ - তপু
হারিয়ে গিয়েছি - অর্নব
আমি তোমাকেই বলে দেব - দলছুট
বৃষ্টি - কোল্ড যে
বৃষ্টি - দলছুট
আমার পথচলা - আর্টসেল
তোমাকে - আর্টসেল
ঘুম পাড়িয়ে দিও আমায় - সুমন ও আনিলা
গাইবোনা আর কোন গান - সুমন ও আনিলা
এর মাঝে কিছু গান আমার কাছে নাই...তাই লিঙ্ক পেলে আমিও লাফাবো...ভালো উদ্যোগ...
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: লিংক দেব। অনলাইনে যেকোন একটা ফাইল শেয়ারিং সাইটে একটা গানের কালেকশন বানানোর ইচ্ছা আছে। সব হবে আপনাদের প্রিয় গান।।। ![]()
১৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
রাশেদ বলেছেন: বেদের মেয়ে জোছনা
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপডেট করছি।।। ![]()
১৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ১।আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
২।কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে।
৩।নহে নহে প্রিয় এ নয় আঁখিজল।
৪।সাঁঝের পাখীরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে।
৫।মনে করো আমি নেই বসন্ত এসে গেছে(সুমন কল্যান)
৬।আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি।
৭।একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে।
৮।ছোট্ট একটি গ্রাম মধুমতী তার নাম।
৯।আমার এক দিকে শুধু তুমি,পৃথিবী অন্যদিকে।
১০।এত বড় আকাশটাকে ভরলে জ্যোছনায়।(অরুন্ধুতি)
১১।দিন গেলো তোমার পথ চাইয়া।
১২।আগে যদি জানতাম।
১৩।বন্ধু ভাবো কি....
১৪।বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে।
১৫।ফুল ফোঁটে ফুল ঝরে।
এর মাঝে কিছু গান আছে....।কিছু নাই।
আর প্রিয় গানের তালিকা শেষ হবার না........
এখনকার অনুভূতিতে মনে এলো এই গুলো।
শুভেচ্ছা।
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপডেট করছি। যত গান পছন্দ করেন দেন। কুন লিমিটেশন নাইক্কা।।। ![]()
১৬|
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬
অক্ষর বলেছেন: মনোয়ার হোসেন ডিপজলের একটা গান খুবই ভালো লাগেঃ
পাইছে নেশায় পাইছে রে
মদের নেশায় পাইছে রে
সানডে মানডে ক্লোজ কইরা দে
আরেকটা আছে এইটাও বাংলা ছিনেমার গান, কে গাইছে জানি নাঃ
আমি চাইলাম তুই দিলি না................. (আর কওয়া যাইবো না)
মমতাজেরঃ
ফাইট্টা যায়, ওরে বুকটা ফাইট্টা যায়
বাকিগুলা পরে দেওয়া হৈবো (এইগুলি আপডেট করো জলদি)
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: খুক খুক....
আমি চাইলাম তুই দিলি না................. ![]()
![]()
![]()
আপডেট করতাছি।।। ![]()
১৭|
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
নামহীনা বলেছেন: আর একটা বড় ঝামেলার কাজ করতে হবে রে ভাইয়া, কষ্ট যখন করছেনই তখন গান গুলিকে ব্যান্ড, আধুনিক, ফোক, ইত্যাদি ক্যাটেগরি তে ভাগ করে লিষ্ট তৈরী করলে যারা ভিজিট করবেন তাদের জন্য অনেক সুবিধা হবে। কারন সবার সব টাইপের গান ভালো লাগে না, তো কেউ একটা গান খুজতে চাইলে তাকে ম্যাগনিফাইং গ্লাস নিয়া খুজে বেড়াতে হবে। এটা জাষ্ট আমার সাজেশন, পালন করা বা না করা আপনার ব্যাপার।
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমার গান সম্পর্কে জ্ঞান একদম জিরো। এ ব্যাপারে আপনাদের সহায়তা লাগবে।।। ![]()
১৮|
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
অক্ষর বলেছেন: বুকে আমার আগুন জ্বলে
যৌবন ভরা অঙ্গে
(এই গান্টাও আমার প্রিয়, আমার মন ছুয়ে যায়)
১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপলোড কইরা দেন মিয়া.... ![]()
যে যে গান পামু না এবং অশ্লীল হইবেন সেইগুলান কাইটা দেওয়া হইবেক।।। ![]()
১৯|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
রাশেদ বলেছেন: আরেকটা আছেঃ
১. সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টা লা
২. ডাক্তারের ছেলে রাত বারোটার পরে আইসো আম গাছের তলে।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: উল্টাপাল্টা গান এইখানে চলবো না।
এখানে শুধুমাত্র শ্লীল গান নিয়ে কালেকশন করা হবে। আপনি দ্রুত বেদের মেয়ে জোছনা গান যোগাড় করেন। নাহইলে ওইটাকে সরিয়ে ফেলা হবে পরবর্তী আপডেটের সময়।।।
২০|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
নাজমুল হুদা সুমন বলেছেন: পাখি আমার নীড়ের পাখি, অধীর হলে কেন জানি...
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ। আপডেট করলাম।।।
২১|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
নাফিস ইফতেখার বলেছেন:
গান: "তুমি বৃষ্টি হয়ে এলে.......আজ শিউলি ফোটা দিনে......."
শিল্পী: রূপঙ্কর
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?zx9zwjmrmn4
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মিডিয়াফায়ার দিয়াই ডাউনলোড করে আবার আপলোড করা লাগবো কালেকশনে।।। ![]()
২২|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: আমার গানটা যদি না শুনছো তো তোমার একদিন কি আমার একদিন......অসাধারণ গান এটা......![]()
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: শুনিনাই মুন অয়।।। ![]()
২৩|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
অক্ষর বলেছেন: মমতাজের গানঃ এই গান্টা আমার মন ছুঁয়ে যায়
তোমার জন্য সাজায় রাখছি ফুলেরও বিছানা
তুই রাইত আইসো পরানের বন্ধু
দিনে করি মানা...
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: গানের নামে জুক্সানোর অপরাধে অক্ষরকে এই পোস্ট থিকা কিছুই করা হইলো না.... ![]()
২৪|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৪
মামু বলেছেন: "প্রেমের দরজা খুলো না, কাল কি হবে জানি না...."
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সিরিয়াস নাকি জুক্স???
২৫|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
অনন্ত দিগন্ত বলেছেন: মিলার সেই কঠিন গানটার কথা তো কেউ কইলো না ক্যান ?
আমি ঐটা চাই ........ সাথে নাফিসের প্যারোডি টাও
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মিলা কুনটা চায়।।। ![]()
এইডাই কি আপনার প্রিয় গান??? ![]()
২৬|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯
অক্ষর বলেছেন: ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: অক্ষর বলেছেন: মমতাজের গানঃ এই গান্টা আমার মন ছুঁয়ে যায়
তোমার জন্য সাজায় রাখছি ফুলেরও বিছানা
তুই রাইত আইসো পরানের বন্ধু
দিনে করি মানা...
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
লেখক বলেছেন: গানের নামে জুক্সানোর অপরাধে অক্ষরকে এই পোস্ট দিকা লাথথি মারা হইলো।।।
মুন্না এইডা তুমি কি কইলা???????
মন্তব্য করার আগে আগে একটু ভাইবা-চিন্তা কৈরা কৈও
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: জুক্সানোর বিপরীতে একটা জুক্সাইলাম। মিয়া আফনে দেখি টুটুল ভাই। আপনারেতো চিনাই যায়না। আমার কি দুষ। আইচ্চা, ফিরায়া লইলাম মন্তব্য।।। ![]()
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আর আফনে খালি অচলীল গান দেন কেন??? ![]()
২৭|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আয্দা, মিয়া কি সব উল্টাপাল্টা লিংক দেন।।। মন্তব্য কাইটা দিছি।।।
২৮|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
অক্ষর বলেছেন: ঐ মিয়া এইসব কি গান্না?
এইগুলা কি কেউ শুনেনা?
এই গুলা আমার মন ছুইয়া গেলে আমি কি করমু????
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: নাম যখন দিছেন তখন আপলোড কইরাও দেন। এইসব অচলীল গান দেওয়া হইবো না না থাকলে।।।
২৯|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮
এলোমেলো বলেছেন: ১.ভালবেসে সখি নিভুতে যতনে আমার নাম টি লিখ .....
২.আমারও পরান ও যাহা চায় ....
৩ আমায় প্রশ্ন করে নীল ধ্রব তারা আর কত কাল....
৪.বধুয়া আমার চোখে জল এনেছে..
৫.আমি তো বুঝিনা ঠিক কবে বরশা কবে বসন্ত দিন চোখে চোখ...
আরো অনেক........
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১ নং আগেই ছিল।।। ![]()
২, ৩, ৪ ও ৫ পোস্টে দিলাম।।। ![]()
৩০|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯
চাঙ্কু বলেছেন: আমারতো মুনই নাই, তাইলে কেমতে !!!!!! ![]()
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহে
তাইলে মাথাধরানো গান কুনডা??? ![]()
৩১|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
অক্ষর বলেছেন: চাঙ্কুর খালি হাত আর মুখ আছে
মুখে লজ্জ্বা পায় আর হাত দিয়া ঢাকে
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহে ![]()
৩২|
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: রবীন্দ্র সংগীত:
১. তুমি সন্ধ্যার মেঘমালা
২. আনন্দ ধারা
৩. আমার হৃদয়
৪.
নজরুল গীতি:
১.
আধুনিক বাংলা :
১. মন ছুয়ে ছুয়ে যায় যার হাসিতে
২. এই রূপালী চাদে - তপন + শাকিলা (সম্ভবত)
৩. নীল চাদোয়া - তপন + শম্পারেজা
৪. তুমি আমার প্রথম সকাল - তপন+শাকিলা
ভেন্ডের গান
:
১. মন শুধু মন ছুয়েছে - সোলস
২. পরি -
৩. একটা গোপন কথা বলি বার বার - যাত্রি
৪. স্বপ্ন রানী - নোভা
৫. সেই তুমি - এলআরবি
৬. রুপলী গিটার - এলআরবি
৭. মনে পরে - ওয়ারফেজ
৮. রূপালী স্রোতে - ওয়ারফেজ
মিক্সড :
১. হাওয়ায় হাওয়ায় দোলনা দোলো - হাবিব
২. ভাল বাসবো বাসরে - হাবিব
৩. বন্ধু আমার - কৃষ্ণকলি
৪. কি করেছে তোমার বাবা - সায়ান
৫. আমি আগের ঠিকানায় আছি - মুরাদ
৬. দিন গেল তোমার পথ চাহিয়া - হাবিব
৭. নিটোল পায়ে (তিন প্রকার
)
৮. সে-যে বসে আছে একা এক - তাহসান
৯. কে আকো অন্য ছবি - তাহসান
১০. বৃষ্টি - তৌসিফ
১১. তুমি আমার ঘুম - টি.ডব্লিউ.সৈনিক
১২. দিন বাড়ি যায় - বাপ্পা
১৩. এক মুঠো রোদ্দুর - বালাম
১৪. লুকোচুড়ি - বালাম
১৫. তোমার জন্য - বালাম
১৬. গাইবোনা - অনিলা+সুমন
১৭. মন পবনের ঘুড়ি - বাপ্পা+সামিনা
১৮. মাতাল অনুভবে - বাপ্পা+সামিনা
১৯. মায়াবী চোখে
২০. এক মুহুর্তে চলে যাওয়া - বাপ্পা
২১.
স্যাড রোমান্টিক (ছেকামাইছিন):
১. ফুল ফোটে ফুল ঝড়ে - সামিনা চৌধুরী
২. যেতে যেতে কেন পরে বাধা - তপন
৩. আকাশে মেঘের নদী - তপন
৪. আরোগ্য নিকেতন - তপন
ফোক:
বাকিটা বাসায় যাইয়া দিয়ামনে ![]()
১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাইরে, ক্যাটাগরীমতো দেবার জন্য ধন্যবাদ। আপনার গানগুলো ক্যাটাগরীতেই দিলাম।।।
৩৩|
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: আরি ...... মিলার একটা গান আছে না ...... "হাজার দর্শক মন মজাইয়া .... " ... আমার এক বড় ভাই ঐটা শুনার জন্য পুরা আউলা হয়ে গেছে .... ইউটিউব থেকেও দেখি সরায়া দিছে গানটা, আর ঐটা খোঁজার মতো অতো টাইম কৈ .... এখন মুন্না ই (শর্টকার্ট) ভরসা
.... প্রিয়তে রাখার দরকার নেই .. শুধু একটা লিংক পেলেই হবে....
১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হহহ
শুনছিলাম। তয় নাই। কেউ কি দিতে পারবেএএএএএনননননননন।।।।।।।।
৩৪|
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
সুরভিছায়া বলেছেন: আমি আর ভাববো না ,মিছে আর ভাববো না তোমাকে ...পার্থ
সে তো এল না ,এল না ,কেন এল না জানিনা ,,,কিশোর
বাশীঁ শুনে আর কাজ নাই ...সচীনদেব বর্মন
দুটি পাখী দুটি তীরে মাঝে নদী বহে ধীরে ....
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় ....মান্না দে
বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে ......হেমন্ত
যায় কি ছেড়া বুকের পাজঁর ,স্বপ্নে কাট মনে আচঁড় ...ফাহমিদা
দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল....দিলরুবা
আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে...নজরুলগীতি
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা ...
অসংখ্য গান....( হিন্দী ,উর্দু, আর ইংলিশ কি অনুমোদন যোগ্য )।
১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সকল গান অনুমোদনযোগ্য। সকল গান। আপনি চাইনিজ গান দিলে তাও।।।
৩৫|
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
রাহুল বলেছেন: জব্বর একটা প্রোযেক্ট হাতে নিসো মুন্না।ফাডাফাডি !!!!
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহে ![]()
৩৬|
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
হুমায়ূন সাধু বলেছেন: ১। মৈমনসিংহগীতিকা
২। তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও -সন্জীব
৩।এই নষ্ট শহরে -সন্জীব
৪। আকাশ-কালো -অর্ণব
৫।সোনাদিয়া বান্দাইয়াসি -বাংলা
৬।কি করি -বাংলা
৭।শহরের কথা -শিরোনামহীন
৮।ইচ্ছেঘুড়ি -শিরোনামহীন
৯।আদ্ভুত ছেলেটি -অর্থহীন
১০।তুমি প্রিয় কবিতা -আইয়ুব বাচ্চু
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পরে আপডেট করবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।।।
৩৭|
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩
মেহবুবা বলেছেন: সোনারও পালঙ্কের ঘরে ... কৃষ্ণকলি
আমার হিযার মাঝে লুকিয়ে ছিলে ,,
তুমি বেশ বদলে গেছ পুরোন সৈকতে আর পানসি ভেড়াও না ...
আমি জেনে শুনে বিষ করেছি পান ...
পিঞ্জর খুলে দিয়েছি ...
ভালবাসবো বাসবোরে বন্ধু তোমায় ...
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ। আপডেট করা হবে। আমার পরীক্ষা চলছেতো। তাই আপাতত কিছুই করতে পারছি না।।।
৩৮|
২৬ শে মে, ২০০৯ সকাল ১১:১৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: গানগুলোকে নিচের ফোল্ডারে আপলোড করা হবে।।।।
http://bloggerschoice.4shared.com/
৩৯|
২৬ শে মে, ২০০৯ সকাল ১১:২৪
বুজতেশিখুন বলেছেন:
মুন্না ভাই আমার এই গান টা খুব দরকার
গানটা আমার ঘর আমার বেহেস্ত, ছবির গানটা হল আমার ভালবাসা সত্যি যদি হয় একদিন তোমাকে ফিরে আসতে হবে....................................................................
২৭ শে মে, ২০০৯ সকাল ৯:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেক খুজলাম। আমার কাছে নাই।।।।।।।।
৪০|
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৯
শাল্লা, ভািটর আই িপ. বলেছেন:
১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ???
৪১|
২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
লিংক কি আদৌ আসবে?
২৬ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: একেবারেই সময় না পাওয়ায় এবং পোস্টটা দেবার কয়েকদিন পরেই আপলোড স্পিড ৫০কেবি/সেকেন্ড থেকে ৮কেবি/সেকেন্ড হয়ে যাওয়ায় কিছুই করা সম্ভব হয়নি। তবে এখন চেষ্টা করবো ইন্টারনেটে যেসকল ডাউনলোড লিংক আছে সেগুলোকে যোগাড় করে সরাসরি এই পোস্টে দিয়ে দিতে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পোস্টটা অনেকদিন পরে চোখে পড়লো ...
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
অ্যালন বলেছেন:
১নাম্বার..দিন গেল তোমার পথ চাহিয়া..হাবিব
আরে আইতাছে..