নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকদের বাচার অধিকার নেই

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

আমি সেইদিন পাবো শান্তি
যেদিন ধর্ষক হবে নপুংসক,
আমি সেইদিনের অপেক্ষায়
যেদিন ধর্ষকের থাকবেনা যৌনকামনা।
আমি দেখতে চায় এমন দিন
যেখানে থাকবেনা ক্ষমতার প্রভাব।
আমি প্রতীক্ষারত,
যেদিন দেখবো ধর্ষক বিহীন,
সূর্যোদয়, সূর্যাস্ত।
আমি স্বপ্ন দেখি নিদ্রায়,
ধর্ষকের অন্ডোকোষ ছেঁদন,
বিশেষ অংগের বিচ্ছেদ।
আমি এমন প্রভাত চায়,
প্রকাশ্যে ধর্ষকের শির কতল।
আমি আশায় রইলাম
যেদিন মা বোন থাকবে নির্ভয়ে,
থাকবেনা আহাজারি,
বিলুপ্ত হবে বোনের ক্রদন,
রইবে অপুরন্ত
শান্তির সুবাতাসের ছড়াছড়ি।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিলুপ্ত হবে বোনের ক্রোধন,
রইবে অপুরন্ত,

ঠিক করেন!:(

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ ভাই পরামর্শের জন্য

২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

অর্ক বলেছেন: কিছুসময় আগেই তো লেখাটা নিচে দেখলাম! ডিলিট করে আবার পোস্ট করলেন কেন!

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

আবু তালেব শেখ বলেছেন: প্রবলেম ছিল। আপনি কি মনে করে জিগাইলেন কবি ভাই?

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬

সৈয়দ তাজুল বলেছেন:
যেই শকুনদের থেকে দেশ রক্ষার পর স্বাধীনতা এলো। যারা স্বাধীনতা এনেছিল নিজ মা-বোনকে রক্ষা করতে আজ সেই শহীদ ভাইয়ের কষ্টার্জিত স্বাধীনতাকে ধর্ষণ করে চলেছে স্বদেশীয় শকুনেরা।
তাই তো রুদ্র বলেছিলেন, 'স্বাধীনতার পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন'


আমার ব্লগে সকল সহব্লগারদের আমন্ত্রণ করা হল! ;)

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

আবু তালেব শেখ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তাজুল ভাই। আমাদের গোড়ায় গলদ। দেশে যে হারে খুন, ধর্ষন বেড়েছে তাতে আতংকিত না হয়ে উপায় নেই।

৪| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: সচেতনতা দরকার,শিক্ষা দরকার,চাই আইনের শাসন।আর মনের আর্তি তো রইল এখানে।
ধন্যবাদ,শুভেচ্ছা অনন্ত।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

আবু তালেব শেখ বলেছেন: সচেতনতা আমাদের কমতি নেই। শিক্ষার মান প্রশ্নফাসের কারনে বিতর্কিত। আইনের শাষন আমরা কেমন ভোগ করছি তা সবাই অবগত।
ধন্যবাদ মতামতের জন্য

৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এদের মৃত্যুদন্ড দেওয়াই একমাত্র পথ। এদের পাথর ছুড়ে মারতে হবে।






এইবুঝি চুলকানির দল হাজির হয়ে যায়। :(

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

আবু তালেব শেখ বলেছেন: এদের পাথর, শিরচ্ছেদ না করে মেডিকেল সিস্টেমে বিশেষ অংগটা কেটে নিতে হবে। ব্যস এতেই হবে। বাকী জীবন বুঝবে ধর্ষনের জ্বালা কি।

চুলকানি ওয়ালাদের প্রবেশের দরকার নেই।
ধন্যবাদ ভাই

৬| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কয়েকটি দৃষ্টান্তমূলক শাস্তি হলেই এসব কমে আসত। কিন্তু এদেশে ধর্ষণ আর খুন যেন ডালভাত। সর্বোপরি দুর্নীতি, অপরাধ আর সকলপ্রকার অনাচারই যেন ডালভাত। কেউ দেখার নেই।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন। আরবীয় পদ্ধতি সাময়িক চালু করলে মনে ভয় জন্মাবে জারজদের।

৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: আইনের মারপ্যাঁচে পশুর দলেরা বেঁচে যাচ্ছে...

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩০

আবু তালেব শেখ বলেছেন: বেশিরভাগ ক্ষমতার বলে। ক্ষমতা থাকলে পাঁচ দশটা খুন,দু চারটে ধর্ষন করেও বুক ফুলিয়ে চলা যায়।

ধন্যবাদ প্রিয়

৮| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

ক্স বলেছেন: অবশ্যই ধর্ষকের বাঁচার অধিকার আছে। যৌবনের তাড়নায় ছোটখাট ভুল কম বেশি সবাই করে, তাই ধর্ষণ করাটা পাপ নয়। সমকামিতার মত এটিও একটি প্রাকৃতিক ব্যাপার। জীব জন্তুর মধ্যে ধর্ষণ প্রতিনিয়তই ঘটে। তাছাড়া ধর্ষকের জীবন তার একার নয় যে তার পাপে সে জীবন শেষ হয়ে যাবে। একজন ধর্ষকের মা-বাবা থাকে, স্ত্রী-পুত্র থাকে, নেতা থাকে - এরা সবাই কোন না কোনভাবে তার উপর নির্ভরশীল থাকে। তাই একেবারে জানে না মেরে কিছু শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেয়া যায় যেমন,

১০০ বার কানে ধরে ওঠবস করানো

ধর্ষিতাকে মা ডাকানো, তার কাছে মাফ চাওয়া

অনধিক ৫০ হাজার টাকা জরিমানা, এর মধ্যে শালিসের ফি ৪০,০০০ এবং ধর্ষিতার ক্ষতিপূরণ ১০,০০০ টাকা।

ধর্ষিতা যদি রায়ে খুশি না হয়, তবে তার সাথে ধর্ষকের বিয়ে দেওয়া ইত্যাদি।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

আবু তালেব শেখ বলেছেন: লক্ষ্য করেছি আপনি কমেন্টে বাজে কথাগুলো বলেন, যে কথা গুলো মাথামুণ্ডু হীন। নিশ্চয় আপনার যুক্তিগুলো অবান্তর।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

ক্স বলেছেন: আমি কমেন্টে বাজে কথা বলি - অভিযোগ করেই খালাস। বলুন তো কোন কথাটি আপনার কাছে বাজে মনে হয়েছে?

আমার কোন যুক্তি অবান্তর? ধর্ষকের বেঁচে থাকার অধিকার আছে - এটা? আমি কি ভুল কিছু বলেছি? বললে যুক্তি দিয়ে প্রমাণ করুন আমার কথা ভুল। আমি যে যুক্তি দিয়েছি - এক এক করে তা খন্ডন করুন। উড়ো অভিযোগ করে গেলে তো আমি মেনে নেবনা।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

আবু তালেব শেখ বলেছেন: ১০০ বার কানে ধরে ওঠবস করান,,, এটা কিসের শাস্তি? এই শাস্তি বাচ্চাদের জন্য কোন কিছু যেমন,ডাব,সসা, তরমুজ চুরি করে খেলে।
বদমায়েশর শাস্তি ১০০ পাথর মারা।
,
ধর্ষিতাকে মা ডাকানো, তার কাছে মাফ চাওয়া।
বাহ কি চমৎকার শাস্তি। ধর্ষক নিজেই হেসে কুটি কুটি হবে। ধর্ষকদের কোন লাজ লজ্জা আছে?

,,,,,অনধিক ৫০ হাজার টাকা জরিমানা, এর মধ্যে শালিসের ফি ৪০,০০০ এবং ধর্ষিতার ক্ষতিপূরণ ১০,০০০ টাকা।,,,,,,,,,, এই শাস্তি রিক্সাওয়ালা কেও ধর্ষক বানাতে উৎসাহিত করবে। কারন এতো অল্প টাকা দিয়ে ধর্ষন করার সামর্থ সব শ্রেনীর মানুষ সক্ষম।

,,,,ধর্ষিতা যদি রায়ে খুশি না হয়, তবে তার সাথে ধর্ষকের বিয়ে দেওয়া ইত্যাদি।
,,,ব্যর্থ প্রেম বলে তাহলে কিছুই থাকবেনা। বুড়ো শিয়াল পাবে কচি বউ, অটোওয়ালা পাবে গ্রাজুয়েট বউ, ।

সবশেষ প্রশ্ন আপনি কোন দলে?

১০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

শামচুল হক বলেছেন: এদের কঠিন বিচার হওয়া দরকার।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

আবু তালেব শেখ বলেছেন: সম্রাট ভাই এবিষয়ে সুন্দর মন্তব্য করেছে।
ধন্যবাদ কবি

১১| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

ক্স বলেছেন: ধরে ধরে যুক্তি খন্ডনের জন্য ধন্যবাদ। আপনি যে আমার উত্তর না দিয়ে পালিয়ে যাননি, সেজন্য থ্যাঙ্কস।

আসলে ধর্ষণ আমাদের সমাজে এমন সহজ স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে আমাদের সমাজপতিরা এর চেয়ে বেশি শাস্তির কথা ভাবতে পারেনা। তাও ভাল সমাজপতিরা কমিশনের (!) বিনিময়ে ধর্ষককে কিছুটা হলেও শাস্তি দেয়। কিন্তু বিচারপতিরা? ধর্ষণের কেস আদালতে ওঠা মানে ধর্ষিতাকে দ্বিতীয়বার সবাই মিলে ধর্ষণ। আসামীর উকিলের প্রশ্নবান (জামা খুলেছে না ছিড়েছে, বাধা দেবার চেষ্টা ছিল কিনা, থাকলে জামা ছেড়েনি কেন) করে প্রমাণ করার চেষ্টা করে ধর্ষিতা জোর করে তার আবাল আসামীকে ধর্ষণ করতে প্রলুব্ধ করেছে। বিচারক বাকা বাকা কথা বলবে, পর্দার আরালে আসামীর পরিবার ভিক্টিমের পরিবারকে আপোষ মীমাংসার জন্য চাপ দেবে। শেষ পর্যন্ত ধর্ষিতাকে জান-মানের ভয়ে বিচারের আশা বাদ দিতে হয়।

সবাই যে এত শাস্তি শাস্তি করছে, আপনি বলুন তো এ পর্যন্ত কয়টি ধর্ষণের অপরাধে আসামীকে আদালত থেকে শাস্তি পেতে ও তা কার্যকর হতে দেখেছেন?

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০

আবু তালেব শেখ বলেছেন: প্রথম কমেন্ট বিচার বিভাগ,প্রশাসনের কর্মে হতাশ হয়ে করেছেন এবার বুঝতে পারছি। আপনার সাথে পুরোপুরি একমত। বিচার হয় লেবেল অনুসারে। যেটাকে কখনো বিচার বলা যায় না।
ধন্যবাদ

১২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: একেবারে বিদ্রোহী ভাব নিয়ে পড়েছি।
ভালো লেগেছে। শুভেচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩

আবু তালেব শেখ বলেছেন: এই বিদ্রোহী ভাবটা প্রশাষন, বিচার বিভাগ যদি নিতো তাহলে ধর্ষনের মত জগন্য অপরাধ অনেকাংশে হ্রাস পেত।
ধন্যবাদ কবি

১৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন। কবিতায় ঝাঁঝ রয়েছে। সামনে এগিয়ে যান।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: এই জগন্য অপরাধের শাস্তি গুরুতর হলে ধর্ষন করার আগে দশবার ভাবতো। প্রমানিত হলে হালের গরুর মত করতে হবে।
ধন্যবাদ ভাই

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের যে অবস্হা, এই ধরনের সমস্যা থামাতে হলে, সামজিক সংগঠনের দরকার।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

আবু তালেব শেখ বলেছেন: সামাজিক সংগঠন করে লাভ কি? কয়েকটা বেত্রাঘাত , কিছু জরিমানা বা বিবাহ করানো ছাড়া ওদের এখতিয়ারে আর কোন শাস্তি নেই।
আমরা চায় সাময়িক পর্যায়ে কিছু আরবীয় পদ্ধতি গ্রহন করা হোক

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এদেশে এব্যাপারে আশার আলো দেখছিনা

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

আবু তালেব শেখ বলেছেন: সামনের পরিস্হিতি আরো ভয়াবহ

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, এসব বাল ছাল বাচায় রেখে লাভ নাই।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

আবু তালেব শেখ বলেছেন: বলে কোন ফায়দা হবে না

১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন নতুন পোস্ট নেই।

০৩ রা মে, ২০১৮ রাত ১১:০১

আবু তালেব শেখ বলেছেন: কৃষক আমি তাই ধান আর মাছ নিয়ে আপাতত ব্যস্ত আছি। কিন্তু ধর্ষনকারি জানোয়ার দল তাদের অপকর্ম বিরতিহীন ভাবে চালিয়ে যাচ্ছে

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

আরািফন বলেছেন: সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামি পুলিশের গুলিতে নিহত,শিশু ধর্ষণের মত ঘৃর্ণ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ রকম বন্দুক যুদ্ধ বার বার চাই।গর্জে উঠুক বন্দুক মরে পড়ে থাক মানুষ রূপের জানোয়ারগুলো।এ ধরনের বন্দুক যুদ্ধে যারা মানবাধিকার খুঁজতে আসবে তাদেরও ফেলে দেয়া হোক।

০৩ রা মে, ২০১৮ রাত ১১:০৩

আবু তালেব শেখ বলেছেন: ভালো উদ্যোগ। তবে প্রমানিত করে ব্রাশফায়ারে দিলে উত্তম হয়।
ধন্যবাদ

১৯| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


পতেংগার ঘটনা দেখলেন? ১০ম শ্রেণীর মেয়ে যাচ্ছে বাহিরে একা!

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৪২

আবু তালেব শেখ বলেছেন: বিস্তারিত জানতে চাই ঘটনাটা কি? আপনি কেমন আছেন?

২০| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:০০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক দিন হল, কোথায় হারিয়ে গেলেন?

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:০৩

আবু তালেব শেখ বলেছেন: ভাই পেশায় কৃষক আমি। এখন তো সিজন হইতো জানেন। আপনার সহ সবার পোস্ট পড়া হয়, তবে লগইন করিনা। তাই মতামত প্রকাশ করা হয় না। আল্লাহ্ রহমতে আবার নিয়মিত হব।
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.