![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন সংসার, দুজনেই চাকরি করেন। কিন্তু উভয়ের মধ্যে চলছে সর্ম্পকের কিছুটা টানাপোড়েন। এখন এই সর্ম্পক উন্নয়নে কী করা যায়? এ নিয়ে সাতটি টিপস লিখেছেন তালহা বিন জসিম-
১. মনোযোগ দিন : সম্পর্কের উন্নয়নের বড় একটা উপাদান হলো মনোযোগ দেয়া, খুব সাধারণ একটা প্রশ্ন হলেও তার উত্তর দেবেন, যেমন আমায় দেখতে কেমন লাগছে? ঐ যে পাখিটা দেখেছো? আমার চশমা বা কলমটা কোথায়? একেবারে মনোযোগহীন না হয়ে মন্তব্য করুন। কখনই বাজেভাবে রিএক্ট করবেন না। প্রশ্নটা পছন্দ না হলেও জবাব দিন, এমন একটা পরিবেশ তৈরি করে রাখুন আপনি তার প্রতি খুব মনোযোগী।
২. সমস্যা সমাধানে সহযোগিতা : যেকোন সমস্যায় একে অপরকে সহযোগিতা করুন তা যত ছোট সমস্যা হোক না কেনো, কোনোভাবেই কেন সমস্যা তৈরি করলো এ নিয়ে বিতর্ক জড়িয়ে পড়বেন না।
৩. সাধারণ অনুরোধেও সাড়া দিন : সকালে নাস্তার আগে ওষুধটা খেয়ে নিবে। এ ধরনের সাধারণ অনুরোধেও সাড়া দিন একেবারে নিশ্চুপ না থেকে বলুন আচ্ছা খেয়ে নিবো। মোট কথা সব কথার জবাব দিয়ে জানিয়ে দিন আপনি তার একজন মনযোগী শ্রোতা।
৪. শুনুন এবং বলুন : কোনো কিছু আলোচনার সময় সব কথা নিজেই বলার চেষ্টা করবেন না, এমনকি কথা কাটাকাটি বা মনোমালিন্য চলার সময়ও তার কথা শুনুন এবং বলুন আপনি কেনো রাগ করেছেন বা আপনি এটা পছন্দ করেন নাই। অপরকে কথা বলতে সুযোগ দিন এবং আপনার যুক্তি উপস্থাপন করুন।
৫. বাড়তি চাপজনক পরিস্থিতির সময় সহযোগিতা : বাড়তি কাজের সময় একে অপরকে সহযোগিতা করুন। যেমন আপনার সঙ্গীর অফিসে কাল প্রেজেন্টেশন আছে, সারাদিন অফিসে কাজ করেও রাতে বাসায় খুব ব্যস্ত। এ সময়ে এক কাপ চা নিয়ে দিতে পারেন, কীভাবে প্রেজেন্টশন করলে ভালো হবে পরামর্শ দিন। মোট কথা তার কাজটা কীভাবে সহজ হয় সেজন্য সাহায্য করুন।
৬. টিম ওয়ার্ক করুন : বাসার কাজ দু’জনের মাঝে ভাগ করে নিয়ে একটি টিম আকারে কাজ করুন। কোন দিন সকালে কে নাস্তা তৈরি করবে, কে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে। বাসার সব কাজ একতরফাভাবে কারো ওপর চাপিয়ে দিবেন না, কাজ ভাগাভাগি করে নিন, সাথে সাথে সময় থাকলে অপরের কাজটা করে দিন বা সহযোগিতা করুন।
৭. বেড়িয়ে পড়ুন ঘুরতে : বেড়িয়ে পড়ুন ঘুরতে সেটা কাছাকাছি হোক বা দূরে কোথাও হোক। হঠাৎ করেই সারপ্রাইজ দেবার জন্য কোথাও ঘুরতে চলে যান। এই সময়ে খুব গল্প করবেন, নিজের ভালো লাগার কথা শেয়ার করুন। কখনোই ভ্রমনে ঝগড়া করবেন না। এ সময়ে সংসারের আগামী পরিকল্পনার কথাও আলোচনা করতে পারেন, খুব কাছাকাছি থেকে সময় কাটান।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
মারুফ মুনজির বলেছেন: পয়েন্ট টা কি
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @ইয়াশফিশামসইকবাল বলেছেন: আসল পয়েন্ট ই ত কইলেন না!!
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মারুফ মুনজির বলেছেন: পয়েন্ট টা কি
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
লজিক মানুষ বলেছেন: আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @ইয়াশফিশামসইকবাল বলেছেন: আসল পয়েন্ট ই ত কইলেন না!!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
মারুফ মুনজির বলেছেন: হা হা হা হা
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮
বাংলাদেশী দালাল বলেছেন:
লজিক মানুষ বলেছেন: আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @ইয়াশফিশামসইকবাল বলেছেন: আসল পয়েন্ট ই ত কইলেন না!!
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
ইয়াশফিশামসইকবাল বলেছেন: আসল পয়েন্ট ই ত কইলেন না!!