নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে জীবনের ভাবনা ৭

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

সবসময় একটা বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, একটা মানুষ আর কত পারে, আদর্শ একটা বড় হাতিয়ার জীবনকে উপভোগ্য করার জন্য, আদর্শচ্যুত হয়ে বাচার মধ্যে কোন সার্থকতা যেমন নেই তেমনি আনন্দও নেই, মানুষকে স্বপ্ন দেখায় আদর্শ সকল খারাপ সময়টাও আনন্দের সাথে কাটানো যায় যদি আদর্শের মধ্যে থাকে মানুষ, সকল দু:খ কষ্ট ভুলে থাকা যায় তেমনি কষ্টও গায়ে লাগে না, বরং আনন্দের সাথে অপেক্ষা করা যায় আমি কিছু করলাম, আজ হোক বা আরও পরে হোক এর একটা উত্তম ফলাফল আসবে, আজ এসে মনে হয় আমি আদর্শচ্যুত মানুষ, তাই আমি এত অস্থির, কোন কাজেই মনযোগ দিতে পারছি না, যদি আমার আদর্শ থাকতো তাহলে অকপটে সবকিছু স্বাভাবিক মনে করে ভবিষ্যতের জণ্য লেগে থাকতাম, আমারতো এখন আর গোল নেই, আদর্শ থাকলে একটা কনক্রিট লক্ষ্য থাকে, যার জন্য সকল দু:খ কে বরন করা যায়ম আমার নেই তাই হতাশায় থাকি, লক্ষ্য খুজে পাই না, খুব ঠুনকো বিষয়গুলো বড় করে দেখে তা না পেয়ে হতাশ হয়ে পড়ি, বিচ্ছিন্নতায় আটকে পড়ে জীবন, না আছে সততা না আছে স্থিরতা, আদর্শ না থাকলে কিসের জন্য সততাকে লালন করবো, লালন করলেও বেশিদিন ভালো থাকা যায় না, আজ আমার অর্জন বলে কিছু নেই বলে মনে হয়, না পেরেছি নিজেকে দিতে না পেরেছি আদর্শিক সংগঠনকে দিতে, এভাবে বেচে থাকতে ইচ্ছে করেনা, ভিতরটা বিদ্রোহ করে উঠে নিজেকে ভেংগে ফেলতে, কিন্তু কি যে করছি নিজেও জানি না, কিসের পিছে ছুটছি তাও জানি না, জানলেও বুঝতে পারি না, ভালো হবে নাকি মন্দ হবে, আমার কিছু ভালো লাগে না এইরকম বেচে থাকতে ইচ্ছে হয় না, একটু মুক্তির পথ পেতাম,



September 23, 2013 at 9:43pm

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.