![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মন ভালো নেই, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি, বিশ্বাসটা ভেঙ্গে গেছে তাই বিশ্বাস করতে পারছি না, কিন্তু এরকম জীবনও ভালো লাগছে না, ধরুন যার জন্য অপেক্ষা করে আমি কষ্ট করলাম, ক্যারিয়ার গড়লাম, তাকে যদি মন থেকে না পেলাম, তাকে যদি বিশ্বাস করতে না পারি, তাকে আর নিজের মনে না হয়, তা হলে এই অপেক্ষার কোন অর্থ নেই, এই পরিশ্রমের কোন মূল্য নেই, আমারও এখন এরকম লাগছে এই অনুভূতিতে আমার জীবনের চলার পথ গতিহীন হয়ে পড়েছে, আমি আমার গোল হারিয়ে ফেলছি, আমার ভালো লাগছে না, আমি কাউকে বিশ্বাস করতে চাই, কাউকে আপন করে পেতে চাই, আমার আবেগ কারো কাছে শেয়ার করতে চাই, কাউকে ভালোবাসতে চাই, কেউ আমাকে বুঝুক, আমার ভালোলাগাটুকু নিক, আমাকে ভালোবাসুক, আমায় স্বপ্ন দেখাক, পৃথিবীটা সুখের এটুকু বুঝিয়ে দিক, এই পৃথিবীতে কেউ কি নেই আমাকে একটু আশ্রয় দিবে, আমাকে বলবে তুমি একা নও আমি আছি, আমি একজন কথা বলার মানুষ চাই, আমি যার উপর নির্ভর করতে পারি, যে আমাকে বুঝবে, আমায় ভালোবেসে আদর করবে, শত ব্যস্ততার মাঝে আমাকে মনে রাখবে, সব থেকে আমাকেই প্রাধান্য দিবে, আমি চাই কেউ পূর্নভাবে আমাকে আকাঙ্ক্ষা করুক, আমাকে নিয়ে হাসুক কাদুক, আমাকে নিয়ে ঘুরবে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখবে, সারাক্ষন আমার সাথে গল্প করবে, আমি তুমি এ দুটি জীবনে খুশি এরকম অনুভূতি ঘিরে থাকবে আমাদের। আমি চাই একজনকে যার হাসিতে আমার মন ভালো হয়ে যাবে, যাকে দেখলেই মন থেকে উচ্ছলতা আসবে, ভালোবেসে নির্ভয়ে সময় কেটে যাবে, যাকে দেখলেই আস্থা আত্মবিশ্বাস ফিরে পাবো, যার সাথে থাকলে দু:খ ভুলে যাবো, আমি চাই একজন আমায় নিয়ে স্বপ্ন দেখুক, দেখা হলেই মিস্টি হেসে বলবে আমি তোমায় ভালবাসি, আমি কোথায় থাকি কেমন থাকি, আমার বাসায় ফিরতে দেরি কেনো জেনে নিক, আমি একজন কে চাই যার সাথে স্বতস্ফূর্ত ঘুমুতে যাবো, যার সাথে স্বপ্ন বাস্তবায়নে যুগল লড়াই করবো, যার সাথে জড়তাহীন প্রাণখুলে কখা বলবো, মন খারাপ হলো তার কাছে ছুটে যাবো, আমায় ভালোবেসে অন্ত:দুখ দূর করে দিবে । জীবন সঙ্গী হবে বিপদে দু:সময়ে, আমার কষ্ট বুঝবে, আমার ইচ্ছে পূরণে নিজের সিদ্ধান্তে অটল থাকবে না। চোখের আড়াল হলে আমায় খুজে নিবে। আমি শুধু একজনকেই ভালোবাসতে চাই, আমি একজন সারা জীবনের বন্ধু চাই, আমার আবেগ, ভালোলাগা- মন্দলাগাকে মূল্য দেবে, আমাকে প্রতিকূলতার মাঝেও সুখে রাখার চেষ্টা করবে।
©somewhere in net ltd.