নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখেনিঃ রাজশাহী ও সিলেটের দুই মেয়রই প্রথম দিনে বিড়াল মেরেছেন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। রাজশাহী নগর সংস্থার মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বিকেলে ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সকালে দায়িত্বভার গ্রহণ করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে। নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর তাঁরা দায়িত্ব বুঝে পেলেন।

রাজশাহী নগর ভবন চত্বরে সকালে সংবর্ধনা এবং বিকেলে নগর ভবনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের ভিড়। সেটা দেখে নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং অনুষ্ঠানে আসা কেউ কেউ মন্তব্য করেন, 'প্রথম দিনেই মেয়র নগর সংস্থাকে দলীয় মঞ্চ বানিয়ে ফেলেছেন।'

উল্লেখ্য, গত ১৫ জুন একসঙ্গে চার নগর সংস্থার নির্বাচনে বিএনপির ও এর সহযোগী সংগঠন যুবদলের চার নেতা মেয়র নির্বাচিত হন।

রাজশাহী : গতকাল সকাল ১১টার দিকে নগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের দেওয়া সংবর্ধনা ও দোয়া মাহফিলে যোগ দিতে আসেন নতুন মেয়র মোসাদ্দেক হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগর ভবনের গ্রিনপ্লাজা চত্বরে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর সহযোগী যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী। অনুষ্ঠানের শুরুতেই ফুল দেওয়া নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হুড়াহুড়ি লেগে যায়।

এরপর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেয়র মোসাদ্দেক হোসেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, বিএনপি নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলতাফ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর সংস্থার এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'যাঁরাই মেয়র হয়েছেন, নির্বাচনের আগে নগর সংস্থাকে দলীয় প্রভাব মুক্ত এবং নগর ভবনে দলীয় নেতা-কর্মীদের ভিড় কমানোর ঘোষণা দেন। কিন্তু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই নগরভবনে দলের নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। বর্তমান মেয়রের ক্ষেত্রেও এমনটাই লক্ষ্য করা যাচ্ছে।'

প্রসঙ্গত, মোসাদ্দেক হোসেনের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল নগর ভবনে দলের নেতা-কর্মীদের যাতায়াত বন্ধ করবেন। অন্য মেয়ররা যেখানে নগরভবনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন, সেখানে তিনি সাধারণ জনগণের জাতায়াত সুনিশ্চিত করবেন।


এ বিষয়ে কথা বলার জন্য মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

সিলেট : গতকাল সকাল ১১টা ৫৩ মিনিটে সিলেট নগর সংস্থার মেয়রের দায়িত্ব গ্রহণ করে আরিফুল হক চৌধুরী বলেছেন, 'যে প্রত্যাশা নিয়ে নগরবাসী আমাকে তাদের সেবক নির্বাচিত করেছেন এবং আমি নগরবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তার পূরণে আপ্রাণ চেষ্টা করব।' এ জন্য তিনি সরকারের সহযোগিতা চেয়ে বলেন, 'মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি নগরের উন্নয়নে ১০ দফা পরিকল্পনা পেশ করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সহযোগিতা করবেন। আমার বিশ্বাস অর্থমন্ত্রী তাঁর ওয়াদা রক্ষা করবেন।'

সিলেট নগর ভবনে অনুষ্ঠিত 'দায়িত্ব গ্রহণ' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পরিচালনা করেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সুত্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.