নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বাংলাদেশ জামায়াতে ইসলামি ১৮ দলীয় জোটের শরিক হিসেবে তাদের অংশগ্রহন পুনঃ বিবেচনা করছে বলে জানা গেছে। দেশের রাজনীতিতে সরকারী দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিগত প্রায় পৌনে ৫ বছরের শাসনামলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং গণস্বার্থে কোনরূপ প্রতিরোধে ব্যর্থতাসহ মানবতা বিরোধী ট্রাইব্যুনালের নামে জামায়াত ও অন্যান্যদের নিশ্চিহ্ন করার অব্যাহত প্রচেষ্টা সত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ক্রমাগত নিঃস্পৃহ অবস্থানের কারনেই জামায়াতে ইসলামীর এই পুনঃ বিবেচনা বলে জানা গেছে।
ঢাকা থেকে প্রাপ্ত একটি সুত্র নিশ্চিত করেছে, জামায়াতের তরুন নেতৃত্ব মনে করছে জামায়াতকে ধংস করতেই বিএনপির ভারতপন্থি গ্রুপটি তত্বাবধায়ক সরকার প্রশ্নেও আন্দোলন করছে না এবং নিজেরা মাঠেও নামছে না। জামায়াতের যে নেতৃত্ব জামায়াতকে বিএনপির সাথে ঐক্য গড়তে জামায়াতের ভেতরে প্রভাব রেখেছিল, তারাই এখন বিএনপির নিঃস্পৃহ মনভাবের কারনে মৃত্যুদণ্ডের প্রায় কাছাকাছি।
নতুন প্রজন্মের জামায়াত নেতৃবৃন্দ পুরো ৫ বছরের সফলতা ও ব্যর্থতাগুলোকে বিশ্লেষণ করে জামায়াতকে নতুন আঙ্গিকে দাড় করাতে কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই রাজনীতির মাঠে শক্তি পরীক্ষায় এবং নেতাকর্মীদের আত্বত্যাগের যে মহড়াগুলো হয়েছে তাতে জামায়াতের নতুন প্রজন্মের নেতৃত্ব জামায়াতের একক অবস্থানকে আশাব্যঞ্জক হিসেবেই বিবেচনা করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে সম্ভাব্য ঐক্য বা জোটের বিষয়টি নতুন নেতৃত্ব বাতিল করে দিয়েছে। তবে একটি মহল থেকে বলা হয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে বিএনপির ভুমিকা তাদের মনঃপীড়ার সবচেয়ে বড় কারন। অবশ্য জামায়াতের তরুন একটি বড় অংশ যারা রাজনীতির মাঠে অবস্থান নিয়ে একক ভাবে আওয়ামী লীগ ও সরকারী বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল, তারা বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়েই সন্দিহান। তাছাড়া শিবিরের একটি অংশের মতে বিএনপিতে রাজনৈতিক আদর্শের চর্চা না থাকায় দলের যুব ও ছাত্র নেতা কর্মীদের ন্যায়তঃ কোন মনোবলই নেই যাতে তারা দলের জন্য বা আদর্শের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে। তাছাড়া প্রতিবারই ক্ষমতায় গিয়ে বিএনপি নিজেদের আত্বত্যাগি নেতা কর্মীদের স্মরণে রেখেছে এমন ইতিহাস বিরল বলেও তারা মনে করছেন।
এছাড়া ১৯৭৫ এর আগস্ট নায়কদের প্রহসনমূলক বিচার ও ফাঁসী দেয়ার বিষয়ে বিএনপির অবস্থানও এখন জামায়াত স্মরণ করছে। তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘ দিনের মিত্র হিসেবে বিএনপির অবস্থান কি হবে তা তারা আঁচ করতে পেরেছে। যদিও জামায়াতে ইসলামীও দলীয় ভাবে ৭৫ এর আগস্টের বেনিফিসিয়ারি হলেও আগস্ট নায়কদের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার কোন ভুমিকা পালন করে নাই।
তবে সব অভিজ্ঞতার আলোকে জামায়তে ইসলামী বিএনপির সাথে তাঁর জোটবদ্ধতার বিষয়টি পুনঃবিবেচনা করলেও এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে কোনরূপ জোটবদ্ধ হওয়ার বিষয়টির কোন সত্যতা জামায়াতের কোন নেতৃত্বই স্বীকার করেন নাই।
তবে বিএনপির একটি মহল মনে করছে ১৮ দলীয় জোট বা বিএনপির সঙ্গ পরিত্যাগ করলে জামায়াতে ইসলামীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১
কলাবাগান১ বলেছেন: আজই তো খালেদা জিয়া কাদের মোল্লার ওয়াইফকে স্বান্তনা দিলেন। জামাত-বিনপি একে অপরকে ছাড়া অচল
http://www.bd-pratidin.com/2013/09/21/17497
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
বিভ্রান্তকারি বলেছেন:
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
নিজাম বলেছেন: বিএনপি জোট ছেড়ে জামাত যদি বেরিয়ে যায় তবে অবাক হবার কিছু থাকবে না। কারণ স্বীয় স্বার্থ উদ্ধার করার জন্য জামাত সেই ব্রিটিশ আমল থেকে এমন কোন দল নেই যাদের সাথে সখ্যতা করেনি এবং স্বার্থ উদ্ধারের জন্য এমন কোন দল নেই যাদের সাথে বিরোধিতা করেনি। স্বার্থ উদ্ধারের জন্য এরা ব্রিটিশ-দের আনুগত্য করেছে এবং তৎকালীন স্বাধীনতাকামী মুসলিম লীগকে কাফির আখ্যা দিয়েছে। আবার ভারত স্বাধীনতা লাভ করার সাথে সাথে সেই কথিত কাফির মুসলিম লীগের ঘনিষ্ট সহচর হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এরা আওয়ামী লীগকে একই ফর্মূলায় কাফির-ভারতীয় দালাল আখ্যা দিয়েছে। এবং স্বাধীনতার আশির দশকে পর যথারীতি আওয়ামীলীগের সাথে জোটবদ্ধ হয়েছে। এরা নারী নেতৃত্বকে হারাম ঘোষণা করেছে আবার হালুয়া-রুটির ভাগ পেয়ে নারী নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে। সবেচেয়ে অবাক বিষয় এসবই এরা করেছে ইসলামের নাম ভাঙ্গিয়ে। সুতরাং জামাত সব কিছুই করতে পারে তাদের স্বার্থ সিদ্ধির জন্য।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪
দীপ্তপন বলেছেন: আলু ,কলা, মুলা যাই বোঝান সরকার পরিবর্তন এবং বিএনপি ক্ষমতায় আসবেই।