নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

২৮ হজ যাত্রীর ৭৫ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

প্রতারণার মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ২৮ হজযাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক জামায়াত নেতা ও তার সহযোগী দালালরা। ফলে এবারের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা প্রতারক জামায়াত নেতা ও ট্রাভেলস্ মালিককে খুঁজে পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার হুমাইয়ারা হজ ট্রাভেলস্’র নামে এলাকার চিহ্নিত ব্যক্তিরা (দালালরা) এবার বরিশালের অসংখ্য ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, টরকী বন্দর এলাকার বাসিন্দা দিদার হাওলাদার, কসবা গ্রামের মামুন খান গৌরনদীর বিভিন্ন এলাকার ২৮ হজযাত্রীর কাছ থেকে সর্বমোট ৭৫ লাখ টাকা উত্তোলন করেছেন। সূত্রমতে, এসব দালালের সঙ্গে ওই ট্রাভেলস্’র ম্যানেজার শহিদুল ইসলাম ও মোঃ রাসেদের গভীর সম্পর্ক ছিল।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গৌরনদীর কসবা গো-হাটের ইজারাদার ও প্রতারিত হজযাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তিনি ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবার হজে যাওয়ার জন্য স্থানীয় দিদার হাওলাদারের কাছে সর্বমোট ৬ লাখ ২ হাজার টাকা দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রাতে তাঁদের ফ্লাইট হওয়ার কথা ছিল। সেমতে তাঁরা সোমবার রাতে ঢাকায় পৌঁছেন। ২৪ সেপ্টেম্বর সকালে রামপুরার বনশ্রী এলাকায় ট্রাভেলস্’র ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখতে পান সেখানে এ নামের কোন অফিস নেই। এতে দিশেহারা হয়ে তাঁরা দালাল দিদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে দিদার জানান, তিনি ইমাম আবুল খায়েরের কাছে টাকা দিয়েছেন। এর বেশি কিছু বলতে পারবেন না। একথা বলেই লাইনটি কেটে তা বন্ধ করে দেন।

একইভাবে প্রতারণার শিকার হয়েছেন টরকী এলাকার মোসলেম হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, কটকস্থলের আজিজ আকন, সুন্দরদী গ্রামের ইয়াকুব আলী ঘরামি, সোনালী ব্যাংক গৌরনদী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮ হজ যাত্রী। সুত্র

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা জেনেশুনে জামাত নেতারে টাকা দিছে= তারা্ নিজেরাই বুঝুক।
জামাতের চরিত্র এমনই।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: মিথ্যা খবর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

তালপাতারসেপাই বলেছেন: তাই? সত্যটা কি?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আদরসারািদন বলেছেন: আম্লীগের দালাল,,,,,,,,,,,লিংক কই তর......... X(

আর ভবিষ্যতে যদি লিংক ছাড়া কুন পোষ্ট দেছ,,,,,তই কানের নিচ দিয় থাপড়ামো................বেকুব কোথাকার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

তালপাতারসেপাই বলেছেন: বাবার কি রাত কানা রোগ ছিল? তাই আপনে দিন কানা? X( আর আপনের আম্মা চানছে ুদাইছে? তাই কিছু দেখেন কিছু দেখেন না। আ োদা কোথাকার।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

শফীক রহমান বলেছেন: নিরীহ মানুষ মারতে যাদের এতটুকু মায়া হয় না, টাকা মারা তো এদের কাছে কিছুই না ... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.