নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল জালিয়াতিঃ ওয়েবসাইটে রায়ের কথিত কপি

০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৫



রায় ঘোষণার আগেই সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের কপি হিসেবে ওয়েবসাইটে প্রকাশ হওয়া কথিত কপিটি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একটি বড় ডিজিটাল জালিয়াতি। প্রযুক্তিগত অনুসন্ধানে এক্ষেত্রে সাকার পক্ষে জালিয়াতির চমকপ্রদ তথ্য উঠে এসেছে।



অনুসন্ধানে দেখা যায়, আপলোড করা ফাইলটি আইন মন্ত্রণালয়ের কম্পিউটারে নয়, 'অ্যারাবিয়ান হর্স' নামক একটি কোম্পানির নামে নিবন্ধিত (অভ্যন্তরীণ অপারেটিং সিস্টেমে) কম্পিউটার থেকে আপলোড করা হয়েছে। ফাইলটি লেখা শুরু হয় ২৩ মে থেকে। অথচ সাকা চৌধুরীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণই রাখা হয় চলতি বছরের ১৪ আগস্ট থেকে। এর আগে মে মাস থেকে শুনানি এবং জুলাই থেকে এ মামলার যুক্তিতর্ক শুরু হয়। দেখা যায়, আপলোড করা

কথিত রায়ের কপিতে শুধুমাত্র শুনানি এবং যুক্তিতর্কের বিবরণ দেওয়া হয়েছে, রায়ের বিচারিক বিবরণটি (জাজমেন্ট) নেই। এ থেকে বোঝা যায়, আগের রায়গুলোর অনুসরণে এক্ষেত্রে সুচতুরভাবে সাকা চৌধুরীর শুনানি ও যুক্তিতর্কের অংশটি বসানো হয়েছে। শুনানি ও যুক্তিতর্কের অংশ সব সময়ই প্রায় সঙ্গে সঙ্গে উভয় পক্ষের আইনজীবীদের দেওয়া হয়।

এই শুনানি ও যুক্তিতর্কের পূর্বপ্রকাশিত অংশ ব্যবহার করেই ফাইলটি তৈরি হয়েছে। যেহেতু আগের রায়গুলোর অভিজ্ঞতায় শুনানি ও যুক্তিতর্কের অংশটি রায়ের বিবরণীতে হুবহু লেখা থাকে, সে কারণে মনে হয়েছে, সাকার রায়ের বিবরণের সঙ্গে মিলেছে। প্রকৃতপক্ষে রায়ের মূল অংশটি বা মূল রায়টিই আপলোড করা ফাইলে নেই।

অনুসন্ধানে পুরো ঘটনাটি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হিসেবেই প্রমাণিত হয়।



অনুসন্ধানে দেখা যায়, যে কম্পিউটার থেকে ফাইলটি আপলোড করা হয় তার ধরন ম্যাকবুক প্রো। অ্যাপলের এ ধরনের কোনো কম্পিউটার আইন মন্ত্রণালয়ে ব্যবহার হয় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি জানান, আইন মন্ত্রণালয়ের সঙ্গে রায়ের কোনো সম্পর্ক নেই এবং মন্ত্রণালয়ের কম্পিউটারে রায়ের কপি আসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের কম্পিউটারে রায়ের ফাইল লেখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান আইনমন্ত্রী।



রায়ের কপি হিসেবে আপলোড করা ফাইলটি গত ২৩ মে প্রথম লেখা হয়েছে। চলতি বছরের ২২ সেপ্টেম্বর ফাইলটি সর্বশেষ প্রিন্ট করা হয়। ম্যাকবুক প্রো সিস্টেমের কম্পিউটারে ১৬৪ পৃষ্ঠার এ ফাইলটি সর্বশেষ সম্পাদনা হয়। সম্পাদনা করতে ব্যয় হওয়া মোট সময় দেখা যায় ২ হাজার ৫৮৮ মিনিট (অর্থাৎ ৪৩ ঘণ্টা ১৩ মিনিট)।

২৩ মে রাত ১২টা থেকে ফাইলটি প্রথম লেখা শুরু হয়। রাত ১২টায় দেশের কোনো সরকারি অফিস খোলা থাকে কি-না, তা নিয়েও গুঞ্জন উঠেছে বিভিন্ন সামাজিক সাইটে। এ ফাইল ডায়ানোসিসের তথ্যে ফাইল সম্পাদনাকারী বা ফাইলের প্রকাশক হিসেবে নাম লেখা রয়েছে 'আদি (ইংরেজি বানান ADI)।

কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কোম্পানির নাম হিসেবে লেখা রয়েছে 'অ্যারাবিয়ান হর্স'। পরে এ অ্যারাবিয়ান হর্স শব্দটি গুগল অনুসন্ধানে দিলে বাংলাদেশে পিএইচপি গ্রুপ নামে একটি কোম্পানির পণ্যের ব্র্যান্ড নাম 'অ্যারবিয়ান হর্স' দেখা যায় এবং কোম্পানির মূল ঠিকানা চট্টগ্রামে দেখানো হয়। নির্দিষ্ট করে 'অ্যারাবিয়ান হর্স' নামে নিবন্ধিত অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ফাইলটি তৈরি হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেলেও এ কম্পিউটার বাংলাদেশের ওই কোম্পানির কি-না তা প্রযুক্তিগত অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়নি।



অন্যদিকে দেখা যায়, ৩০ সেপ্টেম্বর 'জাস্টিস কনসার্ন.ওআরজি' নামে যে ওয়েবসাইটে 'মিনিস্ট্রি প্রিপিয়ার্ড জাজমেন্ট ফর দ্য ট্রাইবুনাল' নামে যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে আইন মন্ত্রণালয়ের একটি কম্পিউটারে আলম নামে এটি সম্পাদনার কথা বলা হয়েছে। অথচ ওই সাইটে কথিত রায়ের কপি হিসেবে যে ফাইলটি ডাউনলোডের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সে ফাইলটির প্রযুক্তিগত ব্যবচ্ছেদে 'অ্যারাবিয়ান হর্স' নামে নিবন্ধিত কম্পিউটারে আদি নামে একজন ফাইল সম্পাদনার তথ্য পাওয়া যায়।



দেখা যায়, গতকাল পহেলা অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে এ ওয়েবসাইটে সচল ফাইল হিসেবে পাওয়া যায়; কিন্তু দুপুর ২টার পর থেকে ফাইলটি 'করাপ্ট' বা অকেজো ফাইল হিসেবে পাওয়া যায়। জাস্টিস কনসার্ন ডট ওআরজি সাইটটির প্রযুক্তি অনুসন্ধানে দেখা যায়, চলতি বছর ১৩ মার্চ ওয়েবসাইটটি খোলা হয় যুক্তরাজ্য থেকে।

নিবন্ধিত রয়েছে অর্ণব সেনের নামে। নিবন্ধন ই-মেইল হচ্ছে [email protected]. যে ফোন নম্বর দেওয়া হয় সেটিও লন্ডনের। তবে ডোমেইন নেওয়া হয় ডেনমার্কের একটি প্রতিষ্ঠান থেকে। সাইটির হোস্ট সার্ভারও ডেনমার্কে। ওয়েবসাইটটি ১৩ মার্চ খোলা হলেও এটি আপডেট করে মূল কার্যক্রম চালু করা হয় ১৩ মে থেকে। এক বছরের জন্য ডোমেইন ভাড়া নেওয়া হয়েছে (মেয়াদ ১৩ মার্চ, ২০১৪ পর্যন্ত)।

সাইটটিতে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষে প্রতিবেদন রয়েছে, অন্য কোনো বিষয়ে প্রতিবেদন নেই।

এ ছাড়া এ ফাইলটির প্রথম আপলোডার ওয়েবসাইট হিসেবে দেখা যায় ট্রাইব্যুনাল লিকস.বিই নামে একটি ওয়েবসাইট। সাইটির প্রযুক্তিগত অনুসন্ধানে দেখা যায়, ২০১২ সালের ৮ ডিসেম্বর সেটি খোলা হয়েছে। এর সার্ভারের অবস্থান এবং হোস্টিং যুক্তরাষ্ট্রে। সাইটের ডোমেইন ঠিকানায় নিবন্ধন-সংক্রান্ত তথ্য গোপন রাখা হলেও সাইটটির শেষে 'বিই' শব্দ আছে, যা বেলজিয়ামের কান্ট্রি ডোমেইন।

এ সাইটে গতকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কথিত রায়ের কপি ডাউনলোডের জন্য উন্মুক্ত রাখা হলেও ৩টার পর ফাইলটি পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা হয়।

মজার ব্যাপার হচ্ছে, পিডিএফ ফাইলে অন্যসব তথ্য মুছে দেওয়া হলেও ফাইল সম্পাদকের নাম হিসেবে সেই 'আদি' নামটি দেখা যায়। অর্থাৎ প্রমাণিত হয়, ট্রাইব্যুনাল লিকস ডট বিই এবং জাস্টিস কনসার্ন ডট ওআরজি ওয়েসবসাইট দুটির ফাইল একই এবং এর পরিচালনার সঙ্গে যুক্তরাও একই গোষ্ঠীর।

পরে ওয়েবসাইট অনুসন্ধানে ট্রাইব্যুনাল লিকস নামে একটি ব্লগেরও সন্ধান পাওয়া যায় এবং এ ব্লগটিতেও যথারীতি যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নানা অপপ্রচার ছাড়া আর কোনো তথ্য বা ব্লগ পোস্ট নেই।সু্ত্র

একই বিষয়ে অমি পিয়ালের বেশ ভাল একটি লেখা।

আপডেট-১

‘রায়’ প্রকাশের ঘটনায় বিশাল বিনিয়োগ এবং ষড়যন্ত্র

আপডেট-২

‘রায়’ ফাঁসের সঙ্গে জড়িতরা গ্রেফতার যেকোনো সময়

যেভাবে রায় ফাঁসের রহস্য উদঘাটন

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৬

তুহিন সরকার বলেছেন: গুরত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন, শুভকামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

তালপাতারসেপাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা রইল।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২০

উড়নচন্ডী ডটকম বলেছেন: আপলোড করা কথিত রায়ের কপিতে শুধুমাত্র শুনানি এবং যুক্তিতর্কের বিবরণ দেওয়া হয়েছে, রায়ের বিচারিক বিবরণটি (জাজমেন্ট) নেই। এ থেকে বোঝা যায়, আগের রায়গুলোর অনুসরণে এক্ষেত্রে সুচতুরভাবে সাকা চৌধুরীর শুনানি ও যুক্তিতর্কের অংশটি বসানো হয়েছে =p~ =p~ =p~ =p~

ছাগল কোথাকার যুক্তিতর্কের অংশ বসালে হবুহু মিলে যায়?

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

তালপাতারসেপাই বলেছেন: ;) আপনাকে ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৭

তালপাতারসেপাই বলেছেন: দুইটি আপডেট যোগ হয়েছে।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

অবুঝ পাঠক বলেছেন: saka khudi ramer bap . Kawrei doray na.

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

তালপাতারসেপাই বলেছেন: :) তাই?

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

শিনজন বলেছেন: গুরত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন, শুভকামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

তালপাতারসেপাই বলেছেন: আপনাকও ধন্যবাদ।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

অগ্নি সারথি বলেছেন: শোনেন ভাই এইগুলা হচ্ছে সাইদীর চন্দ্রভিজানের আরেকটা সিকুয়্যাল। এইডা নিয়া ফালা ফালি করার কি আছে? চোদাইতে দেন ছাগুর বাচ্চাডিরে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

তালপাতারসেপাই বলেছেন: চো_ইতে দিলে ছাগুর বাচ্চাডি বি্য়াইবে কৈ?

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ছাগুদের মাথায় সবসময় ছাগলা বুদ্ধি । ছাগ ব্রেইন দিয়ে ছাগলামি করবেইই। ছাগল দিয়ে হাল চাষ হয়না।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

তালপাতারসেপাই বলেছেন: ফেবুতে 'অ্যারাবিয়ান হর্স' https://www.facebook.com/arbian.hors

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

তালপাতারসেপাই বলেছেন: দুজনকে জিজ্ঞাসাবাদ পেনড্রাইভ, ভিডিও ফুটেজ জব্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.