নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর প্রিয় আলোকচিত্রী লুত্ফর রহমান

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

আজকের নবীন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত হলেও ষাট সত্তর কিংবা আশির দশকের শিল্প সংস্কৃতি কিংবা রাজনৈতিক মহলে এক বিশিষ্ট নাম লুত্ফর রহমান। কী বেতার কী চলচ্চিত্র, বিভিন্ন মন্ত্রণালয়, শিল্প মাধ্যম, এমনকি সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনের সাথে তার ঘনিষ্ঠতা ছিল অত্যন্ত নিবিড়। প্রায় চার দশকের অধিককাল সময় ফটোগ্রাফি বা আলোকচিত্র মাধ্যমে লুত্ফর রহমান দাপটের সাথে জড়িয়ে ছিলেন। ষাট ও সত্তর দশকেই জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময় কাটান বিভিন্ন অঙ্গনের বিখ্যাত কিংবদন্তী সব ব্যক্তিত্বের সাহচর্যে। জীবনে অজস্র ছবি তুলেছেন বিখ্যাত সব ব্যক্তিত্বের। তার অনেক ছবি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রকৃতি, রাজনীতি ও চলচ্চিত্র মাধ্যমে তোলা তার বেশকিছু ছবি অত্যন্ত দুর্লভ বলে চিহ্নিত হয়েছে। লুত্ফর রহমান শুধু একজন বিখ্যাত ফটোগ্রাফারই নন, আধুনিক ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ঘটনা এবং ইতিহাসেরও সাক্ষী। জীবদ্দশায় মহাখালীস্থ বাসায় বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় জানতে পেরেছি তার জীবনের স্বর্ণালী সময়ের অকথিত বিচিত্র সব ঘটনা।



বিশিষ্ট আলোকচিত্রী লুত্ফর রহমান জন্মগ্রহণ করেন তত্কালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ১৯২৬ সালে। কিছুকালের মধ্যেই তার পিতা সপরিবারে রাজশাহীতে চলে আসেন। তার শৈশব, কৈশোর ও তারুণ্যের সোনালি দিনগুলো কেটেছে রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থল বড়কুঠি এলাকায়। যৌবনেই ছবি তোলা তার একটা শখের বিষয়ে দাঁড়িয়ে গিয়েছিল। পরে শখ থেকে এক পর্যায়ে পেশাদারিত্বে পৌঁছায় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ইতিহাসের সাক্ষী করে রাখার প্রয়োজনে। জীবনের শুরুতে তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সৈনিক। ১৯৫০-৫২-এর দিকেই রাজশাহী নগর কেন্দ্রের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রেসক্লাব এবং সামাজিক রাজনৈতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বের ছবি তুলতে থাকেন তরুণ লুত্ফর রহমান। এ সময় প্রভাস চন্দ্র লাহিড়ী, বীরেন সরকার, প্রথম নাথ বিশী, মাদ্দার, বক্স, কামরুজ্জামান প্রমুখ ব্যক্তিত্বের সাথে তার পরিচয় ঘটে। রাজশাহীর জমিদার ব্রজেন মিত্রের পারিবারিক বহু অনুষ্ঠানে তিনি ছিলেন নিয়মিত আর সেই সময় ছিল তার ক্যামেরা। ষাটের উত্তাল সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যক্তিগত জীবনের ঘটনা লুত্ফর রহমানের ক্যামেরায় মূর্ত হয়ে উঠেছিল। ছাত্রনেতা তোফায়েল আহমেদ, নূরে আলম জিকু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, ইলিয়াস থেকে শুরু করে প্রবাদ প্রতীম শেরে বাংলা এ কে ফজলুল হক, আতাউর রহমান, আবুল হাশিম, আবুল মনসুর আহমদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তাল ভাষণের ঐতিহাসিক মুহূর্তগুলো এখনও প্রাণবন্ত ও সজীব হয়ে আছে তার ছবির অ্যালবামে।



১৯৬৬ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বেতারে প্রথম চাকরি নেন তিনি। এরপর বিভিন্ন সময়ে শিল্পকলা একাডেমি, এফডিসি, বিটিভি, ডিআইটি, শিশু একাডেমি, জাতীয় জাদুঘর প্রভৃতি প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করেন। স্বাধীনতা পূর্বকালে ৬৬'র আইয়ুব বিরোধী প্রবল গণআন্দোলনের সময় প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন, তিনি তখন রাজশাহীতে বঙ্গবন্ধুর আইয়ুব বিরোধী রাজনৈতিক প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এখানে প্রথম বঙ্গবন্ধুর ছবি তোলেন নিজ ক্যামেরায়। এ ঘটনার পর থেকে বঙ্গবন্ধু প্রয়াণের আগ পর্যন্ত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সাথে ফটোসাংবাদিক লুত্ফর রহমানের ঘনিষ্ঠতা অক্ষুণ্ন ছিল। প্রখ্যাত এই আলোকচিত্রী ২০০৫ সালে মারা যান। সুত্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: হুম ।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.