নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা করেছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেপ্টেম্বর ১০, ২০১২, সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বেগম জিয়ার প্রাণনাশের এ শঙ্কার কথা জানান তিনি।
কানাডিয়ান অনলাইন পত্রিকার সাংবাদিক গোমেজ-এর উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, “গোমেজ লিখেছেন- বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা হচ্ছে। বিষয়টিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই।”
সত্রঃ
জনকন্ঠ (১১ সেপ্টেম্বর ২০১২ » শেষের পাতা)
৭১ টিভি (সেপ্টেম্বর ১০, ২০১২, সোমবার)
ফখরুলের কথা মত সরকারও বিষয়টি গুরুত্বের সাথে নেয় ও তদন্ত শুরু করে। তাতেই বেরিয়ে আসে নানা পরিকল্পনার কথা।
খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য-ব্যারিস্টার মওদুদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
একই কারণে, খালেদা জিয়ার বাসার কম্পিউটার অপারেটরকেও আটক করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে শুধু জিজ্ঞাসাবাদ বা তথ্য যাচাই-বাছাই করার জন্যই তাদের আটক করা হয়েছিল। এই বিষয়ে আইনী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট হয়ে ওঠেনি।
কয়েকটি সূত্র বলছে, গত সাত নভেম্বরই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়াকে হত্যাপরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে কিছু তথ্য-প্রমাণ আছে। খালেদা জিয়াও আগে থেকেই এই আশঙ্কা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বলেই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় সেদিন সশরীরে হাজির হননি। একারণেই পূর্বনির্ধারিত সমাবেশে সশরীরে হাজির না হয়ে তিনি ভিডিও-কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেন।
পর্যবেক্ষণে দেখা যায়, গত ৮ নভেম্বর প্রথম দফায় বিএনপির তিন নেতাকে গ্রেফতারের পর বেগম জিয়াকে হত্যা-পরিকল্পনার আশঙ্কা ফেসবুকেও চাউর হয়ে যায়। অনেককেই বলতে দেখা গেছে যে, খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনাটি আগে থেকে টের পেয়ে যাওয়ায় দেশ বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল।
সুত্র -
নতুন দিন
ডিনিউজ
তবে, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে বিএনপি।
"ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খহাই না।"
ফখরুলও কি তাহলে ষড়যন্ত্রে জড়িত? তা নাহলে কেনই বা ৩ নেতা ধরা খাওয়ায় সথে সাথে সুর পাল্টে বিষয়টিকে ধামা চাপা দিবেন?
মির্জা ফখরুলই কি বিএনপির মির্জাফর?
সময়ই তা বলে দিবে।
সুষ্ঠ তদন্তের দাবী জানাই।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
তালপাতারসেপাই বলেছেন: ঘোষেটি বেগম!!
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
খেয়া ঘাট বলেছেন: বিএনপি যদি ক্ষমতায় যায়, আর জয় যদি বলে -শেখ হাসিনা জীবনের নিরাপত্তায় ভুগছেন? তবে কি এর জন্য জয়কে গ্রেফতার করা হবে?
বিষয়টা খেয়াল করে দেখবেন।
সেই জন্যই বলেছিলাম-
রঙে ভরা বঙগ দেশ,
বিনোদনের নাই শেষ।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
তালপাতারসেপাই বলেছেন: একবার একেক কথা বলা কিছু আরাল করার চেষ্টারই নামান্তর। পোস্ট টি আবার পরার অনুরোধ রইল। আপনি বিষয়টি বুঝেন নি।
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
হকেরআলো বলেছেন: দিলেন তো প্যাচ লাগাইয়া !!!!
আসল কাহানী কি ?
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯
তালপাতারসেপাই বলেছেন: মনে হয় আরো কয়জন জড়িত!
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
মোঃ উরমান বলেছেন: প্রধানমন্ত্রীকে বিষ খাওয়ানো কথা কে যেন বলেছিল। কিন্তু সেটা নিয়ে সবাই চুপ। তাহলে যে মন্ত্রী এটা বলেছিল সেই কি প্রধানমন্ত্রীকে বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল? এটার জন্য কেউ কিন্তু এ্যরেষ্ট হয়নি?
কি বিচিত্র দেশ, আর এরাই বলে স্বাধীনতার চেতনার কথা।
ছি
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৩
তালপাতারসেপাই বলেছেন: এ্যরেষ্ট হয়নি?
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: মওদুদকে বিশ্বাস করা যায় না।
এম কে আনোয়ার আমলা, আরো বিশ্বাস অযোগ্য।
রফিকুল ইসলাম- মনে হয় ট্রাপটড্।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪
তালপাতারসেপাই বলেছেন: হুমমম!
৬| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এত কিছু বুঝেন, এইটা বুঝেন না , কিছু একটা না হইলে বিএনএফ টা হইবো কেমনে? রাজনৈতিক দল কি আকাশে জন্মায়?
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯
ড. জেকিল বলেছেন: খেয়া ঘাট বলেছেন: রঙে ভরা বঙগ দেশে,
বিনোদনের নাই শেষ
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
মোমেরমানুষ৭১ বলেছেন: যতসব গাজাখুরী কিচ্ছা....................
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
rafiq buet বলেছেন: সুষ্ঠ তদন্তের দাবী জানাই।
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
তালপাতারসেপাই বলেছেন: rafiq buet বলেছেন: সুষ্ঠ তদন্তের দাবী জানাই।
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
নিজাম বলেছেন: ক্যামনে কী ! কিছুই বুঝতাছি না।
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
বোধহীন স্বপ্ন বলেছেন: হাসিনা আপা তো দেখি ভালাই, যেচে পরে খালেদাকে বাচাতে যায়
খেয়া ঘাট বলেছেন: রঙে ভরা বঙগ দেশে,
বিনোদনের নাই শেষ
১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
আিম এক যাযাবর বলেছেন: খেয়া ঘাট বলেছেন: রঙে ভরা বঙগ দেশে,
বিনোদনের নাই শেষ।
হা...হা.......হা....
বিনোদন আর বিনোদন! পাবলিক তো ঘাস খায়!
১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: উঁহু, কোনটাই হাল্কা ভাবে নিচ্ছিনা । শীর্ষ রাজনিতিকদের কারো জীবন নিরাপদ নয় । ঘরের ভেতরের শত্রু বড় ভয়ঙ্কর ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
খেয়া ঘাট বলেছেন: রঙে ভরা বঙগ দেশে,
বিনোদনের নাই শেষ