নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
নির্বাচন এলেই পাল্টয় সমর্থনের হিসাব নিকাস। ১৯৯১ সালের নির্বাচনের আগে মনে হয়েছিল সংখাগরিষ্ঠ ভোটারদের সমর্থন আওয়ামী লীগের দিকে। কিন্তু ভোট গননায় তা ভুল প্রমান হয়েছিল। আর আওয়ামী লীগের ভরাডুবির কারন পর্যালচনা করে দেখা যায় ভাসমান ভোটের কারনে এ হার হয়ে ছিল।
MRC-মোড লিঃ, দ্বারা পরিচালিত অক্টোবরের মাঝামাঝি সময়ে ২৫২০ জন ভোটারের উপর পরিচালিত একটি জরিপ দেখায়.
ভোটারদের সমর্থনঃ
আওয়ামী লীগ ৩৯.৬ শতাংশ
বিএনপি ৩৪.২ শতাংশ
জাতীয় পার্টি ২.৪ শতাংশ এবং
জামায়াতে ইসলামী ১.৪ শতাংশ
আর ভোটারদের ২২.৪ শতাংশের পছন্দ এখনও অমীমাংসিত।
তাদের সিদ্ধান্তই নির্বাচনে নির্ণয় ফ্যাক্টর হবে বলে পোলের ফলাফলে দেখা যায়। তবে কি নির্বাচনে ১৯৯১ এর মত এবারও অমীমাংসিত ভোটাররাই নির্বাচনের মিমাংসা করবেন?
সবটা না জানলে চলছে না? তাহলে ইংরেজীতে পড়ে নেন:
AL takes lead over BNP - MRC-Mode survey finds 22 per cent still undecided
Dhaka, Nov 16: With the support of 39.6 per cent of the electorate, the ruling Awami League has a clear edge in the election race over opposition BNP, which is favoured by 34.2 per cent voters, shows a mid-October poll.
According to the poll conducted by MRC-Mode Ltd., Jatiya Party and Jamaat e Islami have nominal grip over voters with 2.4 per cent and 1.4 per cent support respectively.
As 22.4 per cent of the voters are still undecided about their choice, they would be the determining factor in the election race, the poll results show.
The survey covered 2,520 people selected randomly from the age group of 18 years and above. Sampling procedures were done carefully following modern methods and techniques. The error rate is plus or minus 2.4 per cent. This means that for Awami League, there is a 95 per cent chance that the true support for the party is between 37.2 per cent and 42.0 per cent. Similarly, there is a 95 per cent chance that the true support for the BNP is between 31.8 per cent and 36.8 per cent. With the error rates for the survey, the Awami League is definitely in the lead.
In the survey, the BNP polled stronger among the youth and the AL among the elderly people. The same differences were reflected by gender and by urban or rural location. With the election about eight weeks away the AL has established a clear lead. There remain a substantial number of undecided voters. Most voters reported that they had decided and would not change their votes, but 11 per cent claimed that they were prepared to make a change.
“One should keep in mind that a significant number of people will not vote, and that the poll reports a ‘beauty contest’ between the two main parties that is different from the results in individual constituencies that determine the parliamentary outcome. Finally, this is a straight party vote; it does not deal with alliances that might be formed among the parties,” an analysis of the survey said.
The findings of the survey lead to some interesting conclusions. Firstly, both the AL and the BNP governments are perceived as having failed to contain corruption and political instability. Secondly, the AL government has been successful with the electricity sector in contrast to the failure of the BNP government. Thirdly, the BNP government was more successful than the current AL government in controlling the inflation. Both the governments are perceived as successful in improving the education sector.
The survey asked about the accomplishments and shortcomings of the current AL-led government and of the BNP government of 2001-2006.
The survey results also show that, for the present government, the three key achievements are improvements in the education sector, increased generation of electricity and holding the war crimes trial. On the other hand, the three failures of the present government are the prevalence of corruption, political instability and high prices of essentials. The three most reported successes of the immediate past BNP-led alliance government were controlling prices, progress in agriculture and improvements in the education sector, the survey results show. On the other hand, the most reported failures of the past BNP-led government were prevalence of corruption, political instability and shortage of electricity.
The survey addressed the issue of the overall condition of Bangladesh and whether it was moving in the right direction. The adults of the nation are split 50-50 on this issue. The three most important reasons expressed for the nation moving in the right direction are improvements in the education system, the good performance of the economy, and improvements in the health sector.
The three most important reasons expressed for the nation moving in the wrong direction are political conflicts, increasing prices and too many hartals. People were asked about the three main problems Bangladesh is currently facing. The leading responses were corruption, political instability and high prices of essentials. তথ্য সুত্র
এবার বাংলায় পড়ে নেন:
ঢাকা-ভিত্তিক এমআরসি-মুড লিমি-টেডের এক জরিপে বলা হয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। গত মধ্য অক্টোবরে চালানো এই জরিপে দেখা যায়, আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটার। যেখানে বিরোধী দল বিএনপিকে সমর্থন দিয়েছে ৩৪ দশমিক ২ শতাংশ ভোটার। জাতীয় পার্টির প্রতি জনসমর্থন রয়েছে ২ দশমিক ৪ শতাংশ ও জামায়াতে ইসলামীর পক্ষে রয়েছে ১ দশমিক ৪ শতাংশ ভোটারের। তবে ২২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো দোদুল্যমান অবস্থায় রয়েছেন। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এ বিষয়টি এখনো মনস্থির করতে পারেননি তারা। পত্রিকান্তরে প্রকাশিত জরিপের তথ্যানুযায়ী, আগামী নির্বাচনে এই বিশাল ভোটারই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
জরিপের ফল বিশ্লেষণে দেখা যায়, তরুণদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি। আর অপেক্ষাকৃত বয়স্কদের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি। জরিপ অনুযায়ী নির্বাচনের আট সপ্তাহ আগে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। বেশির ভাগ ভোটার বলেছে, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এক্ষেত্রে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
জরিপে কিছু চমকপ্রদ তথ্যও বেরিয়ে এসেছে। যেমন জরিপের বেশিরভাগ উত্তরদাতা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ও সাবেক চার দলীয় জোট সরকার উভয়ই দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বিদ্যুত্ পরিস্থিতির উন্নয়নে বিএনপির চেয়ে বর্তমান সরকার ভালো করেছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগের চেয়ে ভালো করেছিল বিএনপি। শিক্ষা খাতে দুই সরকারেরই সফলতা ছিল।
জরিপ অনুযায়ী বর্তমান সরকারের তিনটি গুরুত্বপূর্ণ সফলতা রয়েছে। এগুলো হলো- শিক্ষা, বিদ্যুত্ ও যুদ্ধাপরাধের বিচার। অন্যদিকে ব্যর্থতা হলো- দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। আবার বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সফলতা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি খাত ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আর ব্যর্থতা ছিলো দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ করতে না পারা, বিদ্যুতের ঘাটতি। তথ্য সুত্র
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মনে নাই বলেছেন: স্বপ্ন দেখা দোষের কিছুনা। মানুষ স্বপ্ন নিয়েই বাচে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
তালপাতারসেপাই বলেছেন: থুতুম কালো, মুতুম ভালোর জরীপের চেয়ে ভাল
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
নূর আফতাব রুপম বলেছেন: একদম ভুয়া জরিপ
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
তালপাতারসেপাই বলেছেন: আপনে কি থুতুম কালো, মুতুম ভালোর পাঠক?
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আউটকাস্ট বলেছেন: জি ভাই, সঠিক জরিপ। এখন নিরদলীয় সরকারের অধিনে নির্বাচন টা দেন? আওয়ামি লিগের ই জয় হবে,,,,
ভয় কিসের???
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
তালপাতারসেপাই বলেছেন: হচ্ছেতো! ম্যাডাম যাচ্ছেন কাল মন্ত্রি সভায় যোগ দিতে।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
রোদের ক্রোধ বলেছেন: জরিপ কারীরা নাকি প্রকাশক রা কারা বেশি গাঁজা খাইছেন , প্রশ্ন আমার সেইটাই ।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
তালপাতারসেপাই বলেছেন: জরিপ গাঁজা খেয়ে করে বুঝি?
৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০
দার্শনিক ফিনিক্স বলেছেন: তাহলেতো আর চিন্তা নাই.নেত্রীকে বলেন নিশ্চিন্তে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ভিশন ২০২০ পূরনের স্বপ্ন দেখতে
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
তালপাতারসেপাই বলেছেন: চিন্তা নাই! চিন্তা নাই! সর্বদলীয় সরকার চাই।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ক্রশিয়াল মোমেন্টে জনতা অতি সর্তক থাকে। ছদ্ম মতামত দেয়।
জটিল পরিস্থিতিতে জরিপ কোনো দেশেই সঠিক ফল দেয় না।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
এম আর ইকবাল বলেছেন:
অমীমাংসিত ভোটাররাই নির্বাচনের একটা বড় ফ্যাক্টর ।
লাগাতার সন্ত্রাস অনেক অনুমান পাল্টে দেবে ।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
তালপাতারসেপাই বলেছেন: সহমত!
এম আর ইকবাল বলেছেন:
অমীমাংসিত ভোটাররাই নির্বাচনের একটা বড় ফ্যাক্টর ।
লাগাতার সন্ত্রাস অনেক অনুমান পাল্টে দেবে ।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ছোট একটা তথ্য আপনি খেয়াল করেন নাই। যেই সংস্থা জরিপ করছে তারা হইল এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং এর গবেষণা বিভাগ যার কর্ণধার আবার আসাদুজ্জামান নুর এমপি।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
তালপাতারসেপাই বলেছেন: কি আশা করছিলেন? যেই সংস্থা জরিপ করছে তারা হইল ইবনেসিনা ?
১০| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: বি এন পি জামাত ত্যাগ করলে তাদের সমর্থন যে কোন সময়ের চেয়ে বেড়ে যাবে।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
তালপাতারসেপাই বলেছেন: সহমত!
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: বি এন পি জামাত ত্যাগ করলে তাদের সমর্থন যে কোন সময়ের চেয়ে বেড়ে যাবে।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
কাকতড়ুয়া007 বলেছেন: MRC-মোড লিঃ, Er survey report dekhte hobe Na Apnar post Er comments gulo dekhlei , live Public opinion bojha jay !!!
Ekta kotha mone gelo -" Daday koiche chudir Vai , Anonder R Shima nai "
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
বাংলার তৌহিদ বলেছেন: দিন বদলাইছে ভাই রাস্তা ঘাটে নামলে পারলে রাস্তা ঘাট ও বলে আমি বিএনপি।চায়ের দোকানে বসলে মনে হয় ৯০%!!! বিএনপি আবার ১০% মধ্য ২% আমতা আমতা মধ্যম পন্থি।সর্বশেষ আমাদের ফ্রেন্ড সারকেলের উপর আমার জরিপ মোতাবেক ১০ জনের মধ্য ৮ জন এখন বিএনপি কে ভোট দিবে তার মধ্য আবার ৫ জনকে বলতে পারেন তারা এখন প্রচন্ড বিএনপির সমর্থক যেখানে এই বছরের শুরুর দিকে আমাদের মধ্য আওয়ামীলীগের সমর্থক ছিলো ৬ জন।আর আমাদের মধ্য একজন ফ্রেন্ড অলরেডি বলেই ফেলছে যে আমাদের ফ্রেন্ড সারকেলের জরিফ দেখেই আওয়ামীলীগের জনপ্রিয়তা বুঝা যায়।