নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
লজ্জা নারির ভূষণ ম্যাডামের কি তাও চলে গেল? নিজের জিবনের কালঅধ্যায় লুকিয়ে অন্যের স্বম্পর্কে মিথা সন্দেহ প্রকাশ কেরতে লাজে লাগে না? কোন মুখে বলেন, ‘সেদিন হাসিনা কোথায় ছিল?'
হাসিনা কোথায় ছিলেন সকলের জানা কিন্তু, মুক্তি যুদ্ধ ও বি জি বি ঘটনার সময় আপনি কৈ ছিলেন?
২৫শে মার্চ ১৯৭১ থেকে ১৬ই ডিসেম্বর ১৯৭১, বাংগালি জাতির এই কালপরিসরে কোথায় ছিলেন খালেদা জিয়া? সেনানিবাসে, স্বেচ্ছায় বীরাঙ্গনা হয়ে, আপনি আনন্দে এতই বিভোর হয়ে ছিলেন যে, স্বামীর শত আহ্বানও আপনাকে দেশে ফেরাতে পারেনি।
আপনার স্বামী জেনারেল জিয়া যখন প্রহসন মূলক বিচারের মাধমে সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকদের বিদ্রোহ দমনের নামে পাইকারী হারে হত্যা করল। কোথায় ছিলেন আপনি খালেদা জিয়া? রাষ্ট্রীয় আরাম আয়েশে এতটাই মগ্ন ছিলেন যে এই উদ্বেগ ও মমতা প্রকাশের সময় বা আগ্রহ তখন আপনার ছিলনা।
আপনি বলেছেন "বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তা হত্যার পেছনে ছিল রহস্য। সেখানে ষড়যন্ত্র করে সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করা হয়েছে।" ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা হত্যা কান্ডের সময় আপনি কোথায় ছিলেন? তা আরো বড় রহস্য। শত খুজেও এই দুই দিন তো কোথাও আপনাকে পাওয়া যায়নি।
১ লা মার্চ, ২০০৯ রাত ৯:৩০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভাষনে আপনার সামনেই বললেন, ২৫ ফেব্রুয়ারি
বিরোধী দলীয় নেতা খেলেদা জিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও আপনাকে পাননি । “ঘটনা শুরুর পরপরই খালেদা জিয়া একটা কালো
কাচ ঘেরা গাড়ীতে করে সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে যান। দুই রাত
তিনি বাসায় ছিলেন না !
” সেদিন আপনি প্রতিবাদ করতে পারেননি। কেন এই আত্মগোপণ ? তবে কি, ষড়যন্ত্র করতে?
অন্তর্ধানের আগের রাতে লন্ডন থেকে ৮৮ মিনিটের ফোনালাপে ছেলে তাকে কিসের সলাপরামর্শ দিচ্ছিলেন?
বি জি বি এলাকায় বি এন পি নেতা পিনটু কার নির্দেশে ওই দুই দিন বি ডি আর বাহিনীকে খাবার, পানি যোগান দেন ও পরে পালিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে দেয়। এমনকি বেসামরিক কাপড় ও নৌকাও যোগাড় করে। এই বি এন পি নেতা কার নির্দেশে পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করেছে? কার নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর প্রচার পত্র বিলি করে বি ডি আর বাহিনীকে অশান্ত করে ছিল?
জাতি আপনার কাছে জবাব চায়! জবাব দিতে না পারলে স্পষ্ট প্রমান হয় যে আপনি ষড়যন্ত্র করে ছিলেন। আপনার কারণে সৃষ্ট দেশের এই ক্ষতি পূরন হবার নয়। আর আপনিই বলে বেড়ান "বিডিআর সদরদপ্তরে খুন হওয়া ৫৭ সেনা কর্মকর্তার বিচার তিন বছরেও সরকার করতে পারেনি।" নিয়মতান্ত্রিক ভাবে বিচার না করে, তাড়াহুড়ো করে নিজ অপকর্ম ধামাচাপা দিয়ে পার পেতে চাইছেন? সেনাবাহিনীর প্রতি ভালবাসা আপনার কুম্ভিরাশ্রু, খেয়াল করেননি বোধহয়। সেনাবাহিনীর প্রতি যদি ভালবাসা থাকত তবে দুস্থ সেনাবাহিনী পরিবারের হক জবরদখল করে থাকতেন না, হরতাল দিলেন, সাংবাদিক সমাবেশ করলেন। এত কিছু করলেন, শুধু শহীদ মইনুল রোডের বাড়িটি দখল লাভের আশায়। স্বামীদের কেড়ে নিলেন, বিধবাদের জন্য সামান্য এক টুকরো দান করা জমি, তাও বেদখল করার শেষ চেষ্টাও করে গেলেন।
সাবাস! সেনা বাহিনীর জন্য আপনার ভালবাসা অতুলনীয়। একটি পদক্ষেপ ও কি নিয়েছেন পিলখানা বিদ্রহো প্রসমনে? বরং উস্কে দিতে চেয়েছিলেন সেনাবাহিনীকে।
রাতের আধারে আপনার প্রেস সচিবের ছেলে কেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর পোস্টার লাগায়?
গত বছর ৯ই জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্যে বলেছেন, “সেনাবাহিনীর কর্মকর্তাদেরও গুম করা হচ্ছে” এই অভিযোগ তুলেছেন কিসের ভিত্তিতে? প্রমান দিন, জাতি আপনার কথার প্রমাণ চায়।
কার ইঙ্গিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর আগে ভাগে জনসভার দিন সকালে নগরীর সংবাদপত্র কার্যালয় গুলোতে খামে ভরে সেনাবাহিনী সম্পর্কে আপনার বলা প্রায় একই বক্তব্য সম্বলিত প্রচারপত্র বিলি করে? প্রশ্ন উঠে, আপনার ও দেশ বিরোধী সংগঠনের বক্তব্য এক হয় কী করে? আপনি কি যুদ্ধাপরাধীদের ও দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠনের হোতা ও মদত দাতা?
আপনার জানা নেই, সেনাবাহিনী সুনির্দিষ্ট সেনা আইন দ্বারা পরিচালিত হয়, আইন ভঙ্গের ঘটনা ঘটলে সেনা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়- এটাই সংবিধান সম্মত বিধান। এতে সেনাবাহিনী ধ্বংস হয় না বরং আরো সুশৃঙ্খল ও শক্তিশালী পেশাদারী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর মত একটি জাতীয় শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বিরোধী দলের নেতার মত দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।
আপনার ছত্রছায়ায় নিজ দলীয় সংসদ ও নেতারা যখন সেনাবাহিনী সম্পর্কে কটাক্ষ পূর্ণ অসন্মানজনক উক্তি করে তখন প্রতিবাদ না করে, নিজেও তা উপভোগ করেন! দেশ প্রেমিক সেনাবাহিনীর প্রতি এই কি ভালবাসার নমুনা? আপোষ হীন নেত্রী, কেন এই আবল তাবল বকছেন? আপনার প্রতি অনুরোধ, দেশের স্বার্থে সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও সকল দেশবিরোধী অপচেষ্টা ও অপপ্রচার থেকে দুরে থাকুন, নইলে আপনাকেও গর্ভে ধারণ করা দুর্নীতিবাজ, সন্ত্রাসের মদতদাতা সন্তানদের মত দেশ ছেড়ে পালাতে হবে। তখন পালাবেন কোথায়?
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
তালপাতারসেপাই বলেছেন: আজ উনি নিরপেক্ষ মানে উনার ভাষায় পাগল
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
মহানাম বলেছেন: এই জাতি আবারো চরম বিপদে পড়বে যদি কোনদিন এই অশিক্ষিতা বর্বর চরিত্রহীনা পতিতা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে। বিধবা এই নারী যেভাবে বাজারের পতিতাদের মতো সাজুগুজু করে, তাতে গলির পতিতারাও তাদের ব্যবসা হারানোর ভয়ে সদা শংকিতা। মুক্তিযুদ্ধের নয়টি মাস যে মহিলা পাকিস্তানী জেনারেল জানজুয়ার শয্যাসঙ্গিনী হয়ে মৌতাতে সময় কাটিয়েছে, এই পতিতা কি করে মুক্তিযুদ্ধকে মূল্যায়ণ করবে ? পিলখানা হত্যাযজ্ঞের সময় যে মহিলা পাকিস্তানী হাইকমিশনারের বিছানা গরম করে, তার কাছ থেকে জাতি কি ভালটা আশা করতে পারে ? ওদিকে লণ্ডনে বসে আন্তর্জাতিক চোর আই এস আই-র কমিশনভোগী তার গুণধর পুত্র তারেক্যা যে নির্দেশ দেয়, এখানে বসে তার অশিক্ষিতা মা সেটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে যাচ্ছে। সুতরাং দেশবাসী, একটিবারের মত কোমর সোজা করে উঠে দাঁড়ান, আসুন, এই বর্বর মহিলাকে তার স্যাঙাত সহ ঘাড় ধরে এই মাটি থেকে বহিষ্কার করে দেশমাতৃকাকে কলঙ্কমুক্ত করি।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
তালপাতারসেপাই বলেছেন: মহানাম বলেছেন: এই জাতি আবারো চরম বিপদে পড়বে যদি কোনদিন এই অশিক্ষিতা বর্বর চরিত্রহীনা পতিতা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে। বিধবা এই নারী যেভাবে বাজারের পতিতাদের মতো সাজুগুজু করে, তাতে গলির পতিতারাও তাদের ব্যবসা হারানোর ভয়ে সদা শংকিতা। মুক্তিযুদ্ধের নয়টি মাস যে মহিলা পাকিস্তানী জেনারেল জানজুয়ার শয্যাসঙ্গিনী হয়ে মৌতাতে সময় কাটিয়েছে, এই পতিতা কি করে মুক্তিযুদ্ধকে মূল্যায়ণ করবে ? পিলখানা হত্যাযজ্ঞের সময় যে মহিলা পাকিস্তানী হাইকমিশনারের বিছানা গরম করে, তার কাছ থেকে জাতি কি ভালটা আশা করতে পারে ? ওদিকে লণ্ডনে বসে আন্তর্জাতিক চোর আই এস আই-র কমিশনভোগী তার গুণধর পুত্র তারেক্যা যে নির্দেশ দেয়, এখানে বসে তার অশিক্ষিতা মা সেটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে যাচ্ছে। সুতরাং দেশবাসী, একটিবারের মত কোমর সোজা করে উঠে দাঁড়ান, আসুন, এই বর্বর মহিলাকে তার স্যাঙাত সহ ঘাড় ধরে এই মাটি থেকে বহিষ্কার করে দেশমাতৃকাকে কলঙ্কমুক্ত করি।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
দখিনা বাতাস বলেছেন: উনি কোথায় ছিলেন ঐটা পরিস্কার করে দিসে পাকি মেজর জামশেদের মৃত্যর পরে রা্স্ট্রিয় প্রোটকোল ভেন্গে শোক বার্তা দিয়ে
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
তালপাতারসেপাই বলেছেন:
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
বাংলার আকাশ বলেছেন: " কে পতিতা আর কে দালাল ?" সত্য প্রকাশ পাবে , ডোন্ট ওরি ...
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
তালপাতারসেপাই বলেছেন: বাংলার আকাশ বলেছেন..." সত্য প্রকাশ পাবে , ডোন্ট ওরি ... "
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
কলাবাগান১ বলেছেন: একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যখন প্রকারন্তরে বলার চেস্টা করেন যে ভারতীয়রা এখন পুলিশে কাজ করছে তখন (উনি বলেন যে অপরিচিত মুখে পুলিশ ভর্তি হয়ে গেছে) উনি কিভাবে দেশ শাসন করবেন যেখানে অনুমানের উপর নির্ভর করে এত বড় একটা অভিযোগ আনলেন একটা দেশের বিরুদ্ধে?
বিডিআর হত্যা মামলায় আসিমী পক্ষের প্রায় সব আইনজীবিরা ছিলেন বিনপি-জামাত ঘরানার