নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

১৭ কোটি ৯৬ লক্ষ টাকায় “ইতিহাস” লিখলেন এ কে খন্দকার?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩



গত মার্চ,এপ্রিল মাসে লন্ডনে বেশ কয়েকটি দলীয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমান; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ “জয় পাকিস্তান” বলে শেষ করেছেন বলে দাবি করেন।

জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর ক্ষমতাসীন আওয়ামীলীগের সিনিয়র রাজনীতিবিদরা সংসদে এবং সংসদের বাইরে জনাব তারেককে অকথ্য, অশালীন ভাষায় গালিগালাজ করেন।



গত ২সেপ্টেম্বর, ২০১৪ তারিখে, মহান মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি, আওয়ামীলীগের সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীর-উত্তমের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশিত হবার পর, বাংলাদেশ বিবরণের লন্ডন প্রতিনিধির গত এক সপ্তাহের অনুসন্ধানে জানা যায়, জনাব একে খন্দকারের লন্ডনের NWBKGB2102M সুয়িফট কোডের ন্যাটওয়েস্ট ব্যাংকের 43758b ক্রমিকের একাউন্টে, চারদলীয় জোট সরকারের হাওয়া ভবনের প্রভাবশালী নেতা এবং বর্তমানে লন্ডন অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একই ব্যাংকের একাউন্ট ব্যাল্যান্স থেকে সর্বমোট তেইশ লক্ষ বত্রিশ হাজার চারশত সাতষট্টি ডলার (১৭ কোটি ৯৬ লক্ষ টাকা) গত ১৯এপ্রিল, ২০১৪ তারিখে ট্রানজেকশন করা হয়েছে।



এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপি অফিসে একাধিকবার ফোন ও এসএমএসের মাধ্যম্যে যোগাযোগ করা হলে, সেখান থেকে আর্থিক লেনদেনের ব্যাপারে কোনও ধরণের বক্তব্য পাওয়া যায় নি।

পরবর্তীতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যোগাযোগ করা হলে, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ খবরকে ভিত্তিহীন, বানোয়াট এবং দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেন।

এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের বাসভবনে, তার নিকট একাধিকবার বই বিষয়ক আর্থিক লেনদেনসহ সমস্ত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে, জনাব আব্দুল করিম খন্দকার বীর-উত্তম অতিসত্বর সংবাদ সম্মেলন করে সাংবাদিক ও সুশীল সমাজের সমস্ত অভিযোগের উত্তর দেবেন বলে জানান।

সুত্রঃ বাংলাদেশ বিবরণ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘটনা সত্য হলে খুবই খারাপ। মিথ্যা হলে আরও বেশি খারাপ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

তালপাতারসেপাই বলেছেন: বড় ব্রিটেন সকল ক্যাচালের মূল ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

বিডি আইডল বলেছেন: এইজন্যই বাংলাদেশের সংবিধানে আছে, সকল আওয়ামীলীগ মাত্রই জারজের বাচ্চা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

তালপাতারসেপাই বলেছেন: বাংলাদেশের সংবিধান নামে আপনার মতামত প্রচারের কারনে আপনাকে রিপোর্ট করা হচ্ছে ও আপনাকে আবঞ্ছিত ঘশ্না করা হল।
তবে আপনার আসল নাম টি দারুণ "জারজের বাচ্চা"

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

নিজাম বলেছেন: অর্থই সব অনর্থের মূল।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৪

এ কে এম রেজাউল করিম বলেছেন: এ সমস্ত দঃষিত আবরযনা @বিডি আইডল।
এখান থেকে এদের সরানোই কাম্য।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৮

ম.র.নি বলেছেন: খন্দকারের পিছে লেগে যাবেন এটাতো জানা কথা।লীগের মনের মতো কিছু না হলেই সব শেষ।এমন একজন ব্যক্তিত্বের বইতে যা ক্লেইম করা হইছে তা লীগের এগেইনস্টে যওয়াতে এখন তাঁর হেনস্থা কর।উনি কিন্তু সেক্টরা শুরু।উনি সেক্টরস ফোরামের সভাপতি এবং রাজাকারদের বিচারের পক্ষের।এখন বই লিখে উনি অপরাধ করে ফেলেছেন। এনিওয়ে, ব্যান্কিং ইনফো সব সময়ই দারুনভাবে সিক্রেট।লেনদেন ইনফো সহজে পাওয়ার কথা না।র' বা কোন দালালের মাধ্যমে পেতে পারেন।একজন নন ইউকে রেসিডেন্টের কিভাবে ইউকের ব্যান্ক এ্যাকাউন্ট থাকা সম্ভব??

কর্মকর্তার একই ব্যাংকের একাউন্ট --- এখানে একই বলতে কি বোঝানো হয়েছে??

লেনদেন তো পাউন্ড স্টারলীং এ হওয়ার কথা? ডলারে কিভাবে আসে??

'বাংলাদেশ বিবরণ' নামে কোন পত্রিকা আমার চোখে পড়ে নাই। আপনার দেয়া লিন্কেও কিছু নাই।অয়ার্ড প্রেস দিয়ে নিউজ পেপার বানায়া লিন্ক দিছেন সোর্স হিসেবে??আবাল কি হুদাই ডাকে আপনাদের??

মুজিব স্যার 'জয় পাকিস্তান' কইছে এটা শুনে মাথা 'অটো' অয়া গেছে?

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

কাঙাল বলেছেন: আপনাকে তো ভাল ব্লগার বলেই জানতাম!

মোটামুটি লেখাপড়া জানাই মনে হইছে এতদিন।

বইটা কি না পড়েই অন্যদের মত উল্টাপাল্টা মতামত দিতে শুরু করেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.