নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাজ্য বিএনপির সভাপতি’কে দিয়ে জুতা পরিস্কার করালেন তারেক রহমান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩



যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস কথা না শুনায় লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে দিয়ে জুতা পরিস্কার করিয়েছেন! বিডি প্যানোরোমার অনুসন্ধানে জানা গেছে, শনিবার তারেক রহমান বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে স্ত্রী জুবাইদা রহমানকে চমক দেয়ার জন্য স্ত্রীর প্রিয় ফ্রুট কেক আনতে বলেন শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে। শায়েস্তা চৌধুরী কুদ্দুস শনিবারে টেসকো থেকে ১৫ পাউন্ডের রেডিমেইড কেক কিনে নিয়ে যান। ইংরেজী পড়তে না পারা অশিক্ষিত কুদ্দুস ভুলে ওয়াইন মিক্স চকলেট কেক কিনে নিয়ে যায়! এটা দেখে তারেক রহমান যারপরনাই বিরক্ত হন। শাস্তি স্বরুপ তখন তারেক রহমানের ৪ জোড়া জুতা কালি করতে দেন শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে।



এসময় তারেক রহমান বিরক্ত হয়ে বলেন, অন্তত জুতাটা যদি ঠিকমতো কালি করতে পারেন তাহলে বুঝা যাবে আপনার বিএনপির সভাপতি হওয়ার যোগ্যতা আছে। এরপর কুদ্দুস তারেক রহমানের জুতা ঝকঝকে করে তুলেন। সেখানে উপস্থিত সাবেক এক ছাত্রদল নেতা এই ঘটনায় বিস্মিত হোন এবং সাথে সাথে তিনি গিয়ে একটি ৫ পাউন্ড ওজনের ফ্রুট কেক নিয়ে আসেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ইষ্ট লন্ডনে বিএনপির শিবিরে বইছে আলোচনার ঝড়।

সুত্র: বিডি প্যানোরোমা

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

এম এল গনি বলেছেন: দেখুন এবার বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

তালপাতারসেপাই বলেছেন: এম এল গনি বলেছেন: দেখুন এবার বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত !

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ সমস্ত সেচ্ছা চারী সন্ত্রাসি যদি পায় দেশের ক্ষমতা তবে দেশের কি হবে অবস্থা ???

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

তালপাতারসেপাই বলেছেন: এ কে এম রেজাউ করিম বলেছেন:
এ সমস্ত সেচ্ছা চারী সন্ত্রাসি যদি পায় দেশের ক্ষমতা তবে দেশের কি হবে অবস্থা ???

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

দূর আকাশের নীল তারা বলেছেন: ঠিকমত মুচির কাজ করাটাই যদি বিএনপির সভাপতি হওয়ার যোগ্যতার মাপকাঠি হয়, তাহলে স্বয়ং তারেক রহমান ও তার দলের সভাপতির কাছ থেকে দেশ কি আশা করতে পারে, তা বুঝতে দেরী হয় না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

তালপাতারসেপাই বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: ঠিকমত মুচির কাজ করাটাই যদি বিএনপির সভাপতি হওয়ার যোগ্যতার মাপকাঠি হয়, তাহলে স্বয়ং তারেক রহমান ও তার দলের সভাপতির কাছ থেকে দেশ কি আশা করতে পারে, তা বুঝতে দেরী হয় না।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: যেই সুত্র দিয়ে খবরটা আসছে তাতে সন্দেহ হয় আমার, এমন তথ্য নিচক গুজবও হতে পারে,বিডিপ্যানোরোমা একতরফা বিএনপি বিরুদ্ধে বলছে।বিশেষ করে ককোর মৃত্যু নিয়ে খবরটা।
যাইহোক তারেক রহমানের অক্ষর জ্ঞান থাকলেও বিচার বুদ্ধিহীনতায় তার মাকেও হার মানিয়েছে।সে এমনি একটা ছেলে যাকে নিয়ে কোন রকম আলোচনা হতে পারেনা।সেটা যত নিম্ন মানের খবর হোক।
আর বড় কথা হলো ওরা আরো বেশি মুর্খ যে বিদেশে রাজনীতি নিয়ে মেতে থাকে।এর চেয়ে ফালতু কাজ আর কিছুই হতে পারেনা,এই সব গাধা গুলোকে নেতারা নিজেদের জন্য ব্যবহার করে মাত্র।এবং তা সব দলেরই।
এমনি এক নেতা সমেত আমার দুবাই সফর করা হয়েছিলো একবার,সেটা কোন দলের নেতা তা বলছিনা।দুবাই বিভিন্না জায়গায় সকালে দুপুরে দুইচারটা মিটিং সেমিনার হয় দুইচারজন নিয়ে,এমন কাজে ওনাকে প্রশ্ন করলাম এসব করে কি হয়? কেন করেন আপনারা,এরা কাজ করতে আসছে কাজ করবে নিজেকে গঠন করবে আপনারা কেন এদের নিয়ে এমন কাজ গুলো করছেন,সেই নেতা একগাল হেসে বললো আজকে এখানে যতদিন আছি একটাকাও কি আমার খরচ হয়েছে খাওয়া দাওয়ায়,সবতো তারাই করছে এবং যাওয়ার সময় এটা সেটা গিফ্ট তো থাকবেই।এটাই লাভ আমাদের।আর ওরাও সন্তুষ্ট বিভিন্ন পদ পদবি পেয়ে।

একবার নিউইয়র্কে জ্যকসন হেইটসে যাওয়া হয়েছিলো,সেদিন দেখেছি হাতে গোনা ৮ জন মানুষ মিছিল করছে ফুড কোর্টের সামনে দাড়িয়ে হাসিনা সরকারের পতন চাই।সামনে দলীয় একটা টিভি ক্যামেরা ম্যান শুয়ে বসে কাত হয়ে তা কাভার করছে।মনে মনে ভাবলাম দেশ অচল করে মানুষ মেরে হাসিনাকে নামাতে পারছেনা আর তারা ৮ জনের চিৎকারের সরকার পতন হবে এর চেয়ে মজার কৌতুক আর কি হতে পারে।এসব গাধাদের দিয়ে তারেক জিয়া জুতা কালি করানো সময় উপযোগী সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই তারেকের এমন বুদ্ধি বিচারকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

তালপাতারসেপাই বলেছেন: ঘটনা মনে হয় সঠিক :) পোস্টের চেয়ে বড় কমেন্ট

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

নতুন বলেছেন: পরিক্ষাটা ঠিক ই আছে....

যারা এইটুকু কাজ করতে পারবেনা তারা পরে হয়তো মা বেটার বিরুদ্ধে যাবে.... তাই তিনি এই টেস্ট নিয়েছেন...

উনি দেখতে চেয়েছেন কতটুকু ঘিলু আছে... এবং তিনি ৪টা জুতার পরিক্ষা পাশ করেছেন বলে আশা করি...

দেশের বড় দুই দলেই এইরকমের পরিক্ষায় পাশ করে এমপি/মন্ত্রী হবার জন্য লাইন কিন্তু অনেক লম্বাই হবে বলে মনে হয়...

:(

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

নিজাম বলেছেন: হাঃ হাঃ হাঃ

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

বিদগ্ধ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

মাঘের নীল আকাশ বলেছেন: @ডাইরেক্ট টু দ্যা হার্টঃ চরম বলসেন দাদা... =p~ =p~ =p~

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

রক্ত পলাশী বলেছেন: দেশের বড় দুই দলেই এইরকমের পরিক্ষায় পাশ করে এমপি/মন্ত্রী হবার জন্য লাইন কিন্তু অনেক লম্বাই হবে বলে মনে হয়.. X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.