নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

'ভি' দেখিয়ছেন ভয়ে? মটি দিতে যাবার সাহস হয়নি পরিবারের!

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯



যুদ্ধাপরাধী কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন করতে দেয়া হবে না বলে শুরুতে ঘোষণা দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। তবে তারা শেরপুর জেলা প্রশাসনের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সুত্র

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে ময়মনসিংহের আল-বদর কমান্ডার কামারুজ্জামানকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানেও তার সর্বোচ্চ শাস্তি বহাল থাকে। সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য কামারুজ্জামানের আবেদন গত ৬ এপ্রিল খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

কামারুজ্জামানকে শেরপুরের বাজিতখিলা গ্রামে দাফন করা হয়। দাফনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফাঁসি কার্যকরের পর তার লাশ অ্যাম্বুলেন্সে করে শেরপুরে নেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে কামারুজ্জামানের স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের কেউই যা্যনি সেখানে।



"ভি" দেখানো কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, ‘বাবার ইচ্ছা অনুযায়ী তার লাশ শেরপুরের নিজ গ্রামে নেওয়া হবে। বাজিতখিলা মুদিপাড়া এলাকায় এতিমখানার পশ্চিম পাশে দাফন করা হবে। এ জন্য চাচা-জ্যাঠারাসহ অন্যান্যরা চলে গেছেন। সেখানে অন্যান্য আত্মীয়স্বজন যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। নিরাপত্তার কারণে আমরা দুই ভাই, আম্মা-বোনসহ কয়েকজন সেখানে যাচ্ছি না। আব্বাও এ ব্যাপারে মানা করেছেন। এ ছাড়া সংগঠনও (জামায়াত) বলেছে, আমরা যেন না যাই। কারণ আমরা গেলে আওয়ামী লীগ বা সরকারের লোকজন গণ্ডগোল করতে পারে।



সুত্র

বাপের জানাযা পড়তে যায় নাই কামারুর ৫ ছেলের কেউই।



কুত্তা পালায় ব্যস্ত..

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪

শেখ সাজ্জাদুর রহমান বলেছেন: Click This Link

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮

তালপাতারসেপাই বলেছেন:

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৫

তালপাতারসেপাই বলেছেন: পটলতোলা কাম রোজ জাম আন সু সন্তান রেখে যেতে পারেন নি ! তারা মদ খায় ... বাপের কবরে না গিয়ে তারা কুকুর নিয়ে খেলে। ইসলামী মত্তে জামায়াত থেকে কুকুর পবিত্র?

২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজাকারের বাচ্চাদের নিরাপত্তা এই দেশ কোনদিনও দিবেনা। সময় থাকতে দেশ ছেড়ে চলে যাও!

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সাবু ছেেল বলেছেন: Pure Son Of A Bitch It Is!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.