নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

মাহি তাবিথঃ আমরা কি এমন লম্পট মেয়র চেয়েছিলাম!

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৫


২০০৪ এর সেই থার্টি ফাস্ট নাইট। গুলশানের একটি ভিআইপি ‘টপকাপি’ নামের রেস্টুরেন্ট, অনুমোদনহীন (রাজনৈতিক ক্ষমতাধরদের আবার অনুমতি লাগে নাকি?) ভাবে চলছিল 31st নাইটের ‘হাইক্লাস পার্টি’। ধনীদের দুলাল, মদ, নারী – কী নেই সেখানে! কাছেই হাওয়া ভবন।

গোপন খবর পেয়ে উপস্থিত হন পত্রিকা সাংবাদিকরা। তখন টিভি মিডিয়া সেভাবে ছিলনা, (ইটিভি বন্ধ, ফালুর NTV, আর ছোট পরিসরে ATN, Ch I)
পত্রিকা সাংবাদিকদের ক্যামেরা দেখে ভড়কে যায় আয়োজকরা, পার্টিতে উপস্থিত হাই ক্লাস জানোয়ারদের পোষা গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে সাংবাদিকদের উপর।

ভেতরের পাতা
সাংবাদিকেরা র‍্যাব-পুলিশ ডেকে নিয়ে আসে। তখন বিএনপি ক্ষমতায় থাকলেও আর্মি প্রাধান্যে নবগঠিত র‌্যাবের দোর্দণ্ড প্রতাপ। ‘আয়োজকরা’ মাফ চান হাত জোড় করে। মুখ ঢেকে সেখান থেকে পালাতে চায় ‘হাইক্লাস ধনীর দুলাল আর VIP নারীরা’ গ্রেফতার করা হতে থাকে সবাইকে, কিন্তু উচ্চক্ষমতাধর অভিভাবিকরা ছুটে আসতে থাকে সেখানে …।

সেই মাতাল পার্টির আয়োজক ছিল আজকের বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ’তাবিথ আউয়াল’। সেখানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তারুন্যের হার্টথ্রব আরেক মেয়র প্রার্থী ’মাহি বি চৌধুরী’।

ছবিতে-
১/ মিন্টু পুত্র তাবিথ আউয়াল
২/ বদ পুত্র মাহি বি চৌধুরী
৩/ সাকা পুত্র ইসলামী ঝাণ্ডাধারি জুম্মন কাদের চৌ
আরো অনেকে …
সূত্র

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

সরদার হারুন বলেছেন: আপনি তাল পাতার সেপাই । আপনি এ সব খবর কেমন করে জানলেন ? সে খানে যেতে ভয় করেনি ? যদি কেই ধাক্কা দিতো ! যা হোক সাহসিকতার জন্য ধন্যবাদ ।

+++++++++++

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: হা হা হা

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই লেখাটি আমারই লেখা, বিডিনিউজ২৪ব্লগে প্রকাশিত হয়েছিল।
সুত্র দেয়ার জন্য লেখককে ধন্যবাদ।
লেখাটি দেয়ার মাত্র কয়েক ঘন্টার ভেতর পঠিত ৪২,৬৯৭ জন

লেখাটি সামুতেও দিয়েছিলাম দেখুন -
আমরা কি এই মাতাল তারুণ্যর মেয়র চেয়েছিলাম

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৫

তালপাতারসেপাই বলেছেন: হাসান কালবৈশাখী আপনাকে ধন্যবাদ। এমন সুন্দর লেখার জন্য।
আমি আপনার লেখা ছরিয়ে দিয়েছি মাত্র। আমিতো বলেই রেখেছি
"লিন্ক সহ পোষ্টের বাহবা / দায়, মূল লেখকের।" তাই বাহবা আমার প্রাপ্য? B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.