নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
আপনি কোন এলাকার ভোটার, আপনার ভোটকেন্দ্র কোনটি- এ সকল তথ্য খুব সহজেই দেখে নিন আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নং দিয়ে এই লিংক থেকে-
https://services.nidw.gov.bd/votercenter/
এসএমএসে জানা যাবে কেন্দ্র ও ভোটার নম্বর।
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন ভোটাররা। ইসি সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ১৭ অংকের হলে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
এন আইডি নম্বর ১৩অংকের হলে PC লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্ম সাল লিখে তারপর এন আইডি নম্বরটি টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।ভোট দেয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেখানো ‘বাধ্যতামূলক নয়’ জানিয়ে আসাদুজ্জামান বলেন, যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু পরিচয়পত্র পাননি, তারাও ভোট দিতে পারবেন। তারা PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ (dd-mm-yyyy) লিখে ১৬১০৩ নম্বরে পাঠালে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট http://www.ec.org.bd অথবা http://www.nidw.gov.bd থেকেও কেন্দ্র ও ভোটার নম্বর পাবেন ভোটাররা।
©somewhere in net ltd.