নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন বয়কট করার বিএনপির পুর্ব পরিকল্পনা ছিল!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪



নির্বাচন বয়কট করার বিএনপির পুর্ব পরিকল্পনা নিয়ে দলের একজন জৈষ্ঠ্য নেতা নজরুল ইসলাম খানের কথোপকথন ফাঁস । https://soundcloud.com/anmy367/o1qanxjddkl3



মেয়র নির্বাচন বয়কটের জন্য খালেদা জিয়ার নির্দেশনা ঃ দেশ ধ্বংসের নতুন ষড়যন্ত্র

Click This Link



উল্লেখ্য এর আগে তাবিথ আউয়ালের ভোট কারচুপির অডিও ফাঁস হয়ে ছিল।



আর একদিনের জন্যও ভোটারদের কাছে যাননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস। দুই যুগ আগে মেয়র হয়ে ‘মিস্টার ২০ পার্সেন্ট’খ্যাত হয়ে ওঠা সেই মির্জা আব্বাস আবারও মেয়র হতে চান ভোটারদের কাছে না গিয়েই। কেবল দুই মামলায় শুনানির জন্য হাইকোর্টে উপস্থিত হয়ে এক ফাঁকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভোট প্রার্থনা করলেন। আর তফসিল ঘোষণার পর থেকে তার পক্ষে ভোট চেয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। একবার মেয়র হয়ে ‘মিস্টার ২০ পার্সেন্ট’ হয়ে উঠলেও ভোটাররা আবারও তাকে ভোট দেবেন এই আশাই করছেন লোকচক্ষুর আড়ালে বসে। [সূত্র] নাকি নির্বাচন বয়কট করার বিএনপির পুর্ব পরিকল্পনা জেনেই গা করেন নি?

ভোটের অনেক কারচুপির ভিডিও দেখলাম। দেখে কিছু প্রশ্ন জাগলো।

১। সবাই এমন খুসি মনে ভিডিও গুল করছে কেন? মিডিয়ার সামনেও? চুরিতো সবাই লুকিয়ে করে, শুধু সাজানো বিষয় সবার সামনে খুশিতে করে।

২। কোন ভিডিও তে কিন্তু কোন মার্কায় সিল মারা তা দেখাচ্ছে না কেন?

৩। যেগুলোতে মার্কা দেখা যায় সেগুল বাক্সতে না ফেলে টেবিলের উপর ফেলে রাখা কেন?

৪। মিডিয়া ডেকে সবার সামনে চুরি কেন?

ছাগুবান্ধব দলের সবাই আবার খেলাশেষ হবার আগেই ওয়াক আউট দিয়ে দিল।

বুদ্ধিটা খারাপ ছিলনা। কিন্তু আগে ওয়াক আউট দিয়া ধরাটা খেয়ে গেলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

কানাই স্যার বলেছেন: ঠিক বলেছেন, বুদ্ধিটা খারাপ ছিলনা। কিন্তু আগে ওয়াক আউট দিয়া ধরাটা খেয়ে গেলো। খেলতে নাইম্যা হাম্বু বলে খেলা বাদ দিলাম, আবার পেট্রোল বোমা মারবো! জনগণকে কি পেয়েছে বিম্পি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.