নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

২০১৮ সালে জাতীয় গ্রিডে যোগ হবে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০


আগামী ২০১৮ সাল নাগাদ জাতীয় গ্রিডে যোগ হবে আরো ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এ সময়ের মধ্যে সরকারি উদ্যোগে ১২টি এবং বেসরকারি উদ্যোগে স্থাপিত হবে ৪টি বিদ্যুৎকেন্দ্র।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের মধ্যে দেশে সরকারি উদ্যোগে স্থাপিত ১২টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ৪ হাজার ২৩ মেগাওয়াট এবং বেসরকারি উদ্যোগে স্থাপিত ৪টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ১ হাজার ৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ। এ ছাড়া এ সময়ের মধ্যে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র অনুযায়ী, সরকারি উদ্যোগে স্থাপিত ১২টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (দক্ষিণ) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বিবিয়ানা ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (৩য় ইউনিট), শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ডুয়েল ফুয়েল) আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (উত্তর) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ভেড়ামারা ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (৩য় ইউনিট) এবং বিবিয়ানা দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। এ ছাড়া বেসরকারি উদ্যোগে নির্মিতব্য ৪টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে- বিবিয়ানা ২ হাজার ৩৪১ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, মুন্সীগঞ্জ ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এবং আশুগঞ্জ ১৯৫ মেগাওয়াট মড্যুলার বিদ্যুৎকেন্দ্র।
মন্ত্রণালয় সূত্র আরো জানায়, বর্তমানে ভারত থেকে বাংলাদেশ প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। দ্রুত সময়ে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী আমরা ২০২১ সালের মধ্যে দেশে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করছি। আশা করছি কাঙ্খিত সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারব।
প্রসঙ্গত, গত গত ১৯৯৫-৯৬ অর্থবছরে দেশে বিদ্যুৎ উৎপাদিত হতো ২ হাজার ৮৭ মেগাওয়াট। গত ৫ জুলাই দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় সর্বোচ্চ ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমানে দেশে বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট।
সুত্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আশাপ্রদ খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.