![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
সুত্রঃ দৈনিক বাংলা জানুয়ারি ৮, ১৯৭২
ফ. কা. চৌধুরী নামে পরিচিত চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান মুসলিম লীগের (কনভেনশন) সভাপতি। ষাটের দশকে পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন তিনি। ১৯৬৩ সালে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারও হন ফ.কা.। সারা পাকিস্তানেই তিনি ছিলেন প্রচণ্ড প্রতাপশালী। ফকা চৌধুরী এতটাই প্রভাবশালী ও দাম্ভিক ছিলেন যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করার পর মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, পিডিপিসহ দালাল দলগুলোর অন্য নেতারা দল বেঁধে গভর্নর টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করলেও ফকা চৌধুরী তাঁর সঙ্গে দেখা করেছেন শুধু নিজ দলের জেনারেল সেক্রেটারি মালিক মোহাম্মদ কাসিমকে নিয়ে। মুক্তিযুদ্ধকালে শান্তি কমিটিরও আলাদা একটি ধারাও ছিল ফকার নেতৃত্বে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তান সেনাবাহিনীর ওপর তাঁর প্রভাব ছিল যেমন অসীম, তেমনি চট্টগ্রামে মুক্তিকামী মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর তাঁর নির্যাতনও ছিল অসহনীয়। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে আত্মসমর্পণের কয়েক দিন আগ পর্যন্ত তাঁর বাসায় সব সময় মোতায়েন থাকত পাকিস্তান বাহিনীর এক প্লাটুন সৈন্য। ফকার অনুচরেরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ধরে আনত নিরপরাধ লোকজন আর ছাত্রদের। এরপর এদের হাত-পা বেঁধে গিরায় গিরায় লোহার ডাণ্ডা দিয়ে পেটানো হতো। তাঁর বাসায় নির্মম অত্যাচারের এতসব কায়দা ও ব্যবস্থা ছিল যে নীরোর যুগে জন্মালে তিনি নিশ্চয়ই প্রভোস্ট মার্শালের পদ পেতেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘ফজলুল কাদের চৌধুরী ২৫ শে মার্চের পর থেকে চাটগাঁয় অত্যাচারের যে স্টিমরোলার চালিয়েছিলেন, আইকম্যান বেঁচে থাকলে এই অত্যাচার দেখে তাঁকে নিশ্চয়ই স্যালুট দিতেন।’ সংগত কারণেই হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন স্বাধীনতাবিরোধী এই জুলুমবাজ।
১৯৭১ সালের ১৮ ডিসেম্বর সপরিবারে প্রায় দেড় মণ সোনাসহ পালানোর সময় মুক্তিবাহিনীর কাছে ধরা পড়েছিলেন ফজলুল কাদের চৌধুরী। যুদ্ধকালীন নানা অপরাধের অভিযোগে বন্দি করে পরে তাঁকে পাঠানো হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে কারারুদ্ধ থাকা অবস্থায়ই বার্ধক্যসহ নানা রোগে ১৯৭৩ সালের ১৭ জুলাই মারা যান তিনি। গণহত্যা, হত্যা, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ৪২ বছর পর সেই একই কারাগারে গত শনিবার গভীর রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফকা চৌধুরীর ছেলে সালাহউদ্দিন কাদের চৌধুরীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে প্রসিকিউটর তুরিন আফরোজ যাকে ‘একাত্তরের রাসপুটিন’ আখ্যা দিয়েছিলেন। রাশিয়ার রাসপুটিন (রাসপুতিন) ছিলেন ইতিহাসের এক নৃশংস খুনি ও নির্যাতনকারী। সাকা চৌধুরী নামে পরিচিত ফকাপুত্রকে রাসপুটিন আখ্যা দিয়ে কিছুই অতিরঞ্জন করেননি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন। একাত্তরে একক পরিবার হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ফকা পরিবার। স্বাধীনতাকামী বাঙালির ওপর তারা যে নৃশংসতা চালিয়েছিল, এমন অত্যাচারীর ভূমিকায় দেশের আর কোথাও কাউকে দেখা যায়নি। পিতা-পুত্রের এই নির্যাতন ও দম্ভের চিত্র ফুটে উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের দেওয়া রায়েও।
রায়ের চূড়ান্ত অংশে ট্রাইব্যুনাল তাঁর পর্যবেক্ষণে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলার সময় আসামির কাঠগড়ায় থেকেও সাকা চৌধুরী পদে পদে অবজ্ঞা করতেন আদালতকে। চিৎকার করে করে বিচারকাজে বাধা দিয়েছেন। বিচারক থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের সাক্ষী কাউকেই তিনি কটূক্তি করতে ছাড়েননি। বিচারকরা এজলাস ছাড়ার সময়ও উঠে দাঁড়াতেন না সাকা।
ট্রাইব্যুনাল যেদিন রায় ঘোষণা করেন সেদিনও দেখা যায়, একদিকে বিচারকরা রায় পড়ছেন, আরেক দিকে সাকা চৌধুরী হাসতে হাসতে বিচারকদের উদ্দেশে অবজ্ঞাসূচক কথা বলছেন। ২০১০ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে প্রথম হাজিরার দিন থেকেই বিচারকদের সঙ্গে তর্ক শুরু করেন সাকা চৌধুরী। তিনি বলেন, ‘আমি সিটিং মেম্বার অব পার্লামেন্ট। আমাকে কথা বলতে দিতে হবে। বর্তমান সরকার কারজাই সরকার। এই কারজাই সরকারকে মানি না।’ ট্রাইব্যুনালে বিএনপির সমর্থক ও আইনজীবীদের ঢোকা নিয়ে হইচই হলে সাকা চৌধুরী বলেন, ‘প্রয়োজনে ৫০০ কেন, ৫০০০ আইনজীবী আসবে। প্রয়োজনে কারওয়ান বাজার, পল্টন ময়দানে বিচার হবে। আমি সংসদ ভবনেও ক্যাঙ্গারু কোর্ট দেখেছি।’ ২০১১ সালের ১৭ জানুয়ারি শুনানির দ্বিতীয় দিনে এজলাসে ঢুকেই সাকা চিৎকার করে বলেন, নিজেই নিজের পক্ষে লড়বেন। তিনি বলেন, ‘আমি থাকতে আমার আইনজীবী লাগবে কেন?’ সে বছরের ২০ এপ্রিল কারা ভ্যান থেকে সাকা চৌধুরীকে ছয়-সাতজন পুলিশ সদস্য কোলে করে এজলাসে নেন। তিনি কাঠগড়ায় রাখা চেয়ারের সারির ওপর শুয়ে পড়েন। পরে তাঁকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান প্রসিকিউশন। ওই সময় তিনি বলেন, ‘গণ-আদালতে একবার এ অপরাধে বিচার হয়েছে। এক খাসি কতবার কোরবানি দেবেন?’
একাত্তরের ২৫ মার্চের পর থেকে ফজলুল কাদের চৌধুরীর অনুচররা বলে বেড়াত যে ইয়াহিয়া খান চৌধুরীকে পাকিস্তান রক্ষার জন্য লে. জেনারেলের পদে ভূষিত করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাত দিয়ে ফকা চৌধুরী সম্পর্কে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় সাকা চৌধুরী ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী (ফকা চৌধুরী) স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’ নামের অভিযানে ঢাকায় যখন পাকিস্তানি বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞে মেতে ওঠে, তখন চট্টগ্রামে ফকা চৌধুরী ও তাঁর ছেলে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে প্যারা মিলিশিয়া বাহিনী গড়ে তোলেন। স্বাধীনতাকামী মানুষকে প্রতিহত করার জন্যই এই বাহিনী গড়ে তোলা হয়। তখন তাঁরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন।
বাবার দোর্দণ্ড প্রতাপের সুবাদেই সাকা চৌধুরী মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী আলশামস বাহিনী গঠন করেছিলেন বলে অভিযোগ আছে। সেই সময় তিনি নিজেকে ব্রিগেডিয়ার হিসেবেও পরিচয় দিতেন। চট্টগ্রামে কারো কারো কাছে তখন তাঁর পরিচয় ছিল পাকিস্তান সেনাবাহিনীর মেজর হিসেবে।
১৯৭১ সালের সেপ্টেম্বরে সাকা চৌধুরী মুক্তিযোদ্ধাদের গুলিতে আহত হওয়ার পর দেশ ছেড়ে চলে যান। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মোশতাক সরকারের আমলে সাকা দেশে ফিরে আসার সুযোগ পান। ১৯৭৮ সালে তিনি তাঁর বাবার পুরনো দল মুসলিম লীগে যোগ দেন। ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে তিনি রাউজান ও রাঙ্গুনিয়ার আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালে সাকা চৌধুরী মুসলিম লীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়ে নির্বাচন করেন এবং জয়ী হন। নির্বাচিত হওয়ার পর হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে মন্ত্রিত্ব দেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন সাকা। গঠন করেন এনডিপি নামের একটি দল। ১৯৯১ সালে আবার নির্বাচনে প্রার্থী হয়ে রাউজান থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি এনডিপি বিলুপ্ত করেন। তিনি ও তাঁর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যোগ দেন বিএনপিতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর রাজনৈতিক ও সংসদবিষয়ক উপদেষ্টা বানান সাকাকে। ২০০১ সালের ১০ মে চট্টগ্রামের ছাত্রদল নেতা নিটোলকে হত্যার অভিযোগ মাথায় নিয়ে এবং খালেদা জিয়া সম্পর্কে অশোভন মন্তব্য করে তিনি দলের মধ্যে সমালোচিত হন। তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে আবার তাঁকে বিএনপিতে ফিরিয়ে নেওয়া হয়। ওই বছরই রাঙ্গুনিয়া থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য হন। ২০০৮ সালে তিনি আবার দুটি আসন থেকে নির্বাচন করেন। রাঙ্গুনিয়া থেকে পরাজিত হন। ফটিকছড়ি থেকে নির্বাচিত হন।
এসব কারণেই শেষ মুহূর্তেও জনমনে সংশয় ছিল এই ‘রাসপুটিনের’ সাজা আদৌ কার্যকর হবে কি না তা নিয়ে। কেননা তাঁর প্রভাব-প্রতিপত্তির কথা কারো অজানা নেই। তিনি নিজেও ট্রাইব্যুনালে দাঁড়িয়েই বুক চিতিয়ে বলেছেন, তাঁর টিকিটিও ছুঁতে পারবে না কেউ। তবে অপরাধের ভারেই তাঁর সেই দম্ভ চূর্ণ হয়েছে ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়ে। দেশের মানুষ একাত্তরের ১৬ ডিসেম্বরের পর আবার নতুন করে এক ধরনের বিজয়ের স্বাদ পেল এই অত্যাচারীর পতন দেখে। সুত্র
খুনি রাজাকার পরিবারে জন্মানো সাকার ছেলে হুকা (হুম্মাম কাদের) কয়দিন থেকে বেশ বাপের পক্ষে সাফাই গেয়ে চলছে...
সাকা বাঘ (দাশ), সাকা নিরপরাধ...
আর সীমাহীন ধৃষ্টতায় খবরজীবী মিডিয়া রাজাকারের বাচ্চা আর মুক্তিসংগ্রামীর বাচ্চাকে একপাল্লায় মাপছে। যদিও রাজাকারের বাচ্চার প্রতি দরদটা বেশী।
হুকারে যদি জিগ্যাস করি, দাদা ফকা কেমন লোক ছিল?
কি বলবে জানি! বলবে "সত ও সাহসী লোক ছিল।"
সুত্রঃ দৈনিক বাংলা জানুয়ারি ৮, ১৯৭২
তাহলে লুটের টাকা সোনা ১৯৭২ এর ৭ই জানুয়ারি লঞ্চে করে গুষ্টি শুদ্ধা ইঁদুরের মত পালাইতাছিল কেন?
ইঁদুরের ঘড়ে বাঘ হয় কোনদিন শুনছস?
বাপ-দাদা ছিল ধারী ইদূর আর বেটা একটা নেংটি ইদুর!
তোর বাপ কইছিল ... সোনা লাল হইয়া গেছে...
মিথ্যা বলার জন্য জুতাইয়া লাল করা দরকার।
তোর বাপ জান ভিক্ষা চাইয়া কান্দাকাটি করছে... এটাই সত্য।
ইন্দুরের ঘরে বাঘ জন্মায় কোনদিন?
মুজাহিদের ছেলে ইতিমধ্যে বাপের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। সাকার ছেলেরা মিডিয়ার কল্যাণে তিন বেলা টিভিতে দাঁত কেলাচ্ছে। ফাঁসি হয়ে যাওয়া বা ফাঁসির জন্য অপেক্ষা করা জামাত নেতাদের প্রত্যেকের কমপক্ষে এক জোড়া করে ছেলে আছে। জামাত নিষিদ্ধ না হলে সবগুলোই এক দিন ফণা তুলবেই।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
আহমেদ রশীদ বলেছেন: ভাই জটিল একটা তথ্যবহুল পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা ওই দেড়মণ সোনা বর্তমান বাজার মূল্য পেতে চাই তার ছেলের কাছ থেকে।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
রাফা বলেছেন: কুলাঙ্গারের ঘরে সব গুলোই কুলাঙ্গার জন্ম নিছে।সাকার মত মেন্টাল কুৎসিত রাজনিতিবিদ পৃথিবীতে ২য়টি নেই।তার ঘরে আর কি জন্ম নিবে।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি সবসময়ই শুধু নোংরা একপেশে দালালী করে যাচ্ছেন। ব্লগ ছেড়ে মালকোচা মেরে চাপাতি নেয়ে রাস্তায় নেমে পড়ুন। আপনার সব লেখাই একই রকম দালালীতে ভরা।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
সাফি আব্দুল্লাহ বলেছেন: চমৎকার তথ্যপূর্ণ লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলেই বিড়ালের ঘরে কখনোই বাঘ জন্মায় না। তবে মাঝে মাঝে বিড়ালের বংশধররা নিজেদেরকে বাঘ মনে করে। তবে আসল বাঘ দেখলে বিড়াল আবার বিড়াল হয়ে যায়।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২
বাংলার জামিনদার বলেছেন: সাকা ছিলো ইতর বিনোদনের উৎস, আশা করি তার পোলাগুলাও সেইরকই হবে।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
পরিশেষের অপেক্ষায় বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ। পোস্টে +++
৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
সাঈদ ফারুক বলেছেন:
৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: সাকা চৌধুরীদের মুরিদদের ঈমান এতই শক্ত যে, এসব তথ্যপ্রমাণ দিলেও বিশ্বাস করবে না!
১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধরা পড়ার আগ পর্যন্ত ফকা,সাকা বাঘই ছিল। তবে দুজনেরই কারাগারে মৃত্যু হলো। বাঘ না হলে এত কিছু করে ৪৪ বছর টিকে ছিল কীভাবে? বাঘেরও তো মৃত্যু হয় শিকারির হাতে!
১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
ইসু বলেছেন: ধরা পড়ার আগ পর্যন্ত ফকা,সাকা বাঘই ছিল। তবে দুজনেরই কারাগারে মৃত্যু হলো। বাঘ না হলে এত কিছু করে ৪৪ বছর টিকে ছিল কীভাবে? বাঘেরও তো মৃত্যু হয় শিকারির হাতে!
১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
বাংলার ফেসবুক বলেছেন: ভাল অনেক ভাললাগলো।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
কাজী! বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট।আম জনতাকে আজীবন তেনারা আমের বিচিখানা চুষিয়ে নিল।জনতা এখনো অন্ধ বিশ্বাস নিয়ে হুংকার ছাড়ে
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
BIBORNO বলেছেন: মুক্তিযুদ্ধাদের দৌড়ানি খেয়ে বন্দি হয়ে কারাগারেই মৃত্যুবরণ করেছে পিতা । সেই একই কারাগারে ছেলে সাকার ফাঁসি । কি অদ্ভুত মিল । আল্লাহর মাইর ।
১৫| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫
মুজাহিদ অনিক বলেছেন: আরে ভাইসব, সাকা জনপ্রতিনিধি.।.।।তাই চুপ।পাকিস্থানের খাদেম।ইসলাম রক্ষা বলে কথা
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
কেএসরথি বলেছেন: আহ কি দেশ ছিল, কি হয়ে গেছে। তখনকার খবরে শুধুই স্বাধীনতার কথা।
গরীব দেশ, পাকিস্তানের অত্যাচার - এরপরও দেশের স্পিরিট কিন্তু ভাংগে নাই।
আর এখন - ক্ষমতা দখল কইরা, বড় বড় কথা শুনি সারাদিন।
দেশের পলিটিশিয়ানরা টাকা বানাইছে ঠিকই কিন্তু গোলাম হয়ে গেছে সারা জীবনের জন্য।