![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাস্তববাদী মানুষ। খুব সহজে মানুষর বন্ধু হতে পারি।আর পারি প্রান খুলে হাঁসতে। বর্তমানে জীবনের সবচেয়ে সুখের দিন গুলো পার করছি।তাই দুনিয়ার সব সুখি মানুষের তালিকার মধ্যে আমিও একজন দাবী করতেই পারি। আকাশ প্রিয় তাই বড় হওয়ার ইচ্ছা তাড়া করে নিয়ে বেড়ায় প্রতিনিয়ত । অার এই সব কিছুর জন্য মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ।।
তোমাকে দোহাই দিই,
একটি সাধারণ মেয়ের গল্প লেখো
তুমি।
বড়ো দুঃখ তার।
তারও স্বভাবের গভীরে
অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে
কোথাও
কেমন করে প্রমাণ করবে সে,
এমন কজন মেলে যারা তা ধরতে
পারে।
কাঁচা বয়সের জাদু লাগে ওদের
চোখে,
মন যায় না সত্যের খোঁজে,
আমরা বিকিয়ে যাই মরীচিকার
দামে।
~~~~~ রবীন্দ্রনাথ ঠাকুর
©somewhere in net ltd.