![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাস্তববাদী মানুষ। খুব সহজে মানুষর বন্ধু হতে পারি।আর পারি প্রান খুলে হাঁসতে। বর্তমানে জীবনের সবচেয়ে সুখের দিন গুলো পার করছি।তাই দুনিয়ার সব সুখি মানুষের তালিকার মধ্যে আমিও একজন দাবী করতেই পারি। আকাশ প্রিয় তাই বড় হওয়ার ইচ্ছা তাড়া করে নিয়ে বেড়ায় প্রতিনিয়ত । অার এই সব কিছুর জন্য মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ।।
সময়ের এই কাঁটা যুক্ত পথ ধরে
অবিরামভাবে
হেঁটে এসেছি বহুদূর... জীবন নামক
রহস্যের ফেরে বাঁধা পড়েছি
বহুবার... এক অদ্ভুত লেনদেনের
পাকচক্রে বাঁধা পড়ে যায় জীবনের
অর্থ... মানুষ এই আদিম লেনদেনের নাম
দিয়েছে ভালোবাসা... মানুষ
ভালোবাসে অর্থাৎ সে
ভালোবাসা চায়... সে চায়
ভালোবাসার ছায়া পেতে...
আবার যখন স্বার্থের সূর্য যখন মাথার
ওপরে, ভালোবাসার ছায়া তখন ক্ষুদ্র
থেকে ক্ষুদ্রতর... ভালোবাসায় কারও
মন যুগিয়ে চলতে চলতে হঠাৎ যদি
সামান্য বিচ্যুতিও ঘটে যায়, তবেই
বোঝা যায় এর সত্যতা... দু'পক্ষের
কেউই ছাড় দিতে চায় না একে
অপরকে... ক্ষণিকের জন্য হলেও প্রেম
বলে কিছুই অবশিষ্ট থাকে না...
ক্ষোভ তখন রাজত্ব করতে থাকে
বহুদিনের শক্তিশালী সৈনিক
নামের ভালোবাসার ওপর... হতদরিদ্র
হয়ে পড়ে প্রেম আর যুদ্ধক্ষেত্রে
অভিমানের জয়ধ্বনি... এতোকিছু
জেনে বুঝেও মানুষ আবার
ভালোবাসায় জড়ায়... ভুল করে...
ভুলতে ভুলতে ঝুলে থাকে
ভালোবাসা... মরুভূমিতে মরীচিকা
কিংবা আলেয়া ভেবে হাবুডুবু
খেতে যায় অথচ ডুবন্ত মানুষেরা
লিখে যেতে পারে না এর স্বাদ...
তৃষ্ণা মেটেনা তাতে...
সায়ানাইডের মত... যার আবিষ্কারক
কিংবা গবেষকেরা মুখে দেবার পর
সুযোগ পান না বিষটির স্বাদ অন্যের
জন্য লিখে রেখে যেতে... ! !
©somewhere in net ltd.