নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধাসিধে চিন্তাগুলি...

তামীম বলছি

সাধারন স্বপ্ন নিয়ে বেচে থাকা অতি সাধারন মানুষ। আজীবন সুখী থাকতে চাই।

তামীম বলছি › বিস্তারিত পোস্টঃ

সকল ইসলামি দলই কি জামাতে ইসলামি???

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

খবরে পড়লাম, স্পিকারের কাছে শাহবাগের ছয় দফা দাবি নিয়ে গিয়েছে কতিপয় ব্যক্তি, তার মাঝে একটা হলঃ



জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ এবং গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে; সূত্র - এখানে



জামাতকে নিষিদ্ধ করা হোক সেটা আমিও চাই। কিন্তু এইখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে সকল ধর্মীয় দলকে নিষিদ্ধ করার পায়তারা চলছে।



আমার প্রশ্ন একটাইঃ সকল ইসলামি দলই কি জামাতে ইসলামি নাকি? ইসলাম মানেই কি জামাত শিবির? তবে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা কেন বলা হল? শাহবাগের আসল দাবী ছিল একটাই - "রাজাকারের ফাসী চাই" সাথে ছিল - "জামাত শিবিরকে নিষিদ্ধ করা"। এই দাবীর প্রতি সহমত জানিয়ে আমিও ফেসবুক/ব্লগে অনেক সময়/শ্রম দিয়েছি।



কিন্তু এই ফাক গলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে সব ইসলামিক দলকেই নিষিদ্ধ করার পায়তারাটাকে ঠিক মেনে নিতে পারছি না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী জুতারে কয় আলমারি

জামাত শিবিরের জন্ম ১৯৪৩ সালে ভারতের মেওয়াত দেওবন্ধে
আর ইসলামের প্রতিষ্ঠাতা হল স্বয়ং আল্লাহ ।

আমার হক কথা বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ জনসংখ্যা মুসলমান
তাদের ধর্ম ইসলাম । আর ইসলামী চেতনায় আঘাত আসলে
আওমি তন্ত্র ছাগু তন্ত্র সব ধংশ হয়ে যাবে আল্লাহর গজবে ।
বরং যারা অপরাধী তাদের ফাসি হোক জামাত শিবির নিষিদ্ধ হোক
এরা ইসলাম কে তথা আল্লাহর মনোনীত ধর্মকেই পাঁঠার মত
ইসলামী ব্যালট লাগিয়ে ইসলামের ক্ষতি সাধনে রত । এদের বয়কট চাই , রাজাকারের ফাসি চাই ।

ইসলামের বিরুদ্ধে না জেনে না বুঝে কেউ কমেন্ট করবেন না ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

তামীম বলছি বলেছেন: জামাতি ইসলামি নিষিদ্ধ আর ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ কি এক জিনিস? বামরা জামাতী ইসলামী নিষিদ্ধের দাবীর সাথে "ধর্মীয় রাজনীতি" মিশায়ে সাধারণ জনগণেকে খাওয়ানোর পায়তারা করছে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

মাহফুজশান্ত বলেছেন: ভাল চিন্তা-
শাহবাগ চত্বরে "নিরপেক্ষ গণমঞ্চে" উপস্থিত সুধীদের বলছি-

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

তামীম বলছি বলেছেন: জামাতের বিরুদ্ধে ইসলামিক চেতনার মানুষগুলোও মাঠে নেমেছিল। এখন এই গণজোয়ারকে জামাতের সাথে সাথে পুরো ইসলামের বিরুদ্ধে কাজে লাগান কি বুদ্ধিমানের কাজ হবে?

বরং এটা আন্দোলনকে খন্ডে খন্ডে বিভক্ত করে ফেলবে।

Click This Link

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: আপনার সর্বশেষ পোস্টে কমেন্ট অফ কেনো

থাবা ধর্মকারীতে গত ১৫ দিন আগেও কমেন্ট করছে।

ওগুলো অবশ্যই তার লেখা।

এখন এদের কারনে আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজাকারের ফাঁসি হবেই হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

তামীম বলছি বলেছেন: গতকাল একটা পোষ্ট ছিল যেটার মূল বক্তব্য ছিল এইরকম > থাবা বাবার সমস্ত ইসলাম বিদ্বেষি কর্মকান্ড যে জামাতের সেইটার প্রমাণ। সেখানে nuranichapa.wordpress.com/author/thabababa/ এই সাইটের বিরুদ্ধে কিছু যুক্তি তুলে ধরা হয়।

আমি কমেন্টে বলেছিলাম, নুরানীচাপা যে থাবা বাবার- তার প্রমাণ থাবা বাবার ফেসবুকের কমেন্টেই আছে। সাথে এই লিঙ্কটাও দিয়েছিলাম

কিছুক্ষণ পরে দেখি আমাকে গালিগালাজ করে কমেন্ট খানা মুছে দিয়েছে বেচারী [!] আমারে তার পোষ্টে ব্যান করে রাখছে।

সেটার জন্য একটা পোষ্ট দিলাম তার সেই পোষ্ট উল্লেখ করে, কিছুক্ষণ পরে দেখি যে আমার সেই পোষ্টখানা গায়েব।

এইটার প্রতিবাদ স্বরুপ থাবা বাবার ধর্মকারীতে যেইসব লেখা আছে- সেগুলোর থেকে দুইটা লিঙ্ক দিয়ে কারো নাম উল্লেখ না করে একটা পোষ্ট দিলাম- ফলাফলঃ আজ সকালে দেখি আমার নিক ব্যান!

বুঝতে পারলাম ঐ পোষ্টদাতা আসলে সামুর মডারেটর টাইপের কিছু একটা হবে।

আরো বুঝতে পারলাম- তথ্য সন্ত্রাস কত প্রকার এবং কি কি। একই সাথে বাকস্বাধীনতার সংজ্ঞাটাও হারে হারে টের পেলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

তামীম বলছি বলেছেন: আর হ্যা, অবশ্যই যাই হোক না কেন - যুদ্ধাপরাধীর নিস্তার নাই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

খুব সাধারন একজন বলেছেন: সকল ইসলামি দলই কি জামাতে ইসলামি নাকি?
না।

ইসলাম মানেই কি জামাত শিবির?

না।

তবে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা কেন বলা হল?

ভয় যারা পাচ্ছে তারা বোকা। বুঝতে পারছে না, জামাত নিষিদ্ধের পর যদি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় তাও তারা রাজনীতি করবে, ধর্মভিত্তিক রাজনীতি হষিদ্ধ করলেও রাজনীতি করবে।

প্রয়োজন ব্যক্তি ব্যক্তি ধরে জামাত ও তার নীতিগত সমর্থকদের বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আজীবন ব্যান করা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

তামীম বলছি বলেছেন: প্রয়োজন ব্যক্তি ব্যক্তি ধরে জামাত ও তার নীতিগত সমর্থকদের বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আজীবন ব্যান করা।

১০০০% সহমত।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

আলতামাশ বলেছেন: যদি এদেশে নাস্তিকতাভিত্তিক বাম রাজনীতি চলতে তবে কেন রাজনীতি বন্ধের দাবি ওঠে?
যদি নকশালবাদিদের কারণে মেনন ইনুদের রাজনীতি নিষিদ্ধ করা না হয় তবে কেন জামাতের দোহাই দিয়ে সকল ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.