![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন স্বপ্ন নিয়ে বেচে থাকা অতি সাধারন মানুষ। আজীবন সুখী থাকতে চাই।
“১৫ ফেব্রুয়ারির আগে রাজীবের ব্লগে ধর্মবিদ্বেষী কিছু ছিল না। রাজীবকে হত্যার পর জামায়াত-শিবির তার ব্লগে ঢুকে অপপ্রচার চালিয়েছে। ধর্মীয় অনুভূতিকে আঘাত এনে দেশবাসীকে উস্কানি দিয়েছে। রামুর ঘটনায়ও তারা একই কাণ্ড করেছে।”
বোল্ড করা অংশটুকু পড়ে হাসতেই আছি। ব্লগ+মিডিয়ার তথ্য সন্ত্রাসের চাক্ষুস সাক্ষী হওয়ার গৌরব অর্জন করলাম [নাকি দূর্ভাগা হইলাম]।
মিথ্যা কখনো একটা জাতিকে এগিয়ে নিতে পারে না।
----------------------
বিদ্রঃ
রাজীব ওরফে ‘থাবা বাবা’ এবং কিছু অপ্রিয় সত্যকথন
খবর:
Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১
তামীম বলছি বলেছেন: এইটার নাম তথ্য সন্ত্রাস। আশা করি উদাহরণসহ ব্যাখ্যা পাইছেন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যাঁ, তা মরার পরে সবার কেন এতো চুলকে উঠলো যে রাজীব কি? ফেবু বলে সে নিশ্চিতভাবেই নাস্তিক। ব্লগ পোস্ট ও তাই বলে। কিন্তু তাতে চুলকাচ্ছে কেন এতো? এই ধান্দাবাজি ছাগুমি বাদ, আন্দোলন বাঙ্গালীর।
আর হ্যাঁ, নূরানি চাপা সমগ্র ব্লগ উদ্দেশ্যমুকল ভাবেই তৈরি করা হয়েছে, এবং একজন নাস্তিককে "নোংরা নাস্তিক" বানিয়ে বিতর্ক উস্কে দেয়ার জন্যেই। আর এই কিছু ছাগলের বাচ্চা ছাগু এইভাবে সেটা প্রমট করেছে এইভাবেই! শুধু আন্দোলন বানচাল ও আস্তিক নাস্তিক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরিতে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১
তামীম বলছি বলেছেন: আপনার আতে লাগল কেন? রাজীবকে নিয়ে এখনো কেন এইরকম হাস্যকর মন্তব্য করা হচ্ছে সংসদে? সংসদে এইরকম হাস্যকর কথাবার্তা না হলে তো এই ব্যাপারে আর কথাও উঠত না।
আপনার জন্য একটা পোষ্ট কপিপেষ্ট করে দিলাম।
====================
কে জামাত শিবিরকে এই সুজোগ করে দিয়েছে সাধারণ মুসল্লিদের আবেগকে নিয়ে খেলা করার?
একমাত্র দায় শাহবাগের তথাকথিত লিডারদের।
তারা যদি শাহবাগের মঞ্চে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষি নাস্তিকের জানাযা নিয়ে, "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের ডায়লগ না দিত, তবে আজকে জশিরা সাধারণ মুসলিমদের আবেগ নিজেদের পক্ষে টানার সুযোগটা পাইত না।
অথচ এখন দেখা যাচ্ছে যে থাবা বাবার মৃত্যুর পিছনে অন্য কোন কারণ এমনকি পরকীইয়াও থাকতে পারে। সুত্রঃ 'খুনী যদি শিবির না হয় তাইলেও তাদের খুনী বানায়া আসলগুলারে ছেড়ে দিবো?
চরম ইসলাম বিদ্বেষিকে "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের বাম মার্কা কথাবার্তা আর জামাতি ইসলামির বিরুদ্ধাচারণ করতে গিয়ে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলে জামাতি ইসলাম সহ নিজেদের বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দাড় করিয়ে দেবার ফল আজকের এই অরাজকতা।
জামাতি ইসলামি যে কিছু একটা করার চেষ্টা করবে এটা সহজেই বোধগোম্য। সরকারের বড় ভুল, জামাতি ইসলামকে সময় দেওয়া। সরকারের উচিত ছিল যত দ্রুত সম্ভব জামাতি ইসলামির বিরুদ্ধে একশনে যাওয়া। আর শাহবাগের নেতৃত্বের বড় ভুল, জামাতি ইসলামির সাথে অন্যান্য দলকেও এই আন্দোলনের বিপক্ষে দার করিয়ে দেওয়া। সাথে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষীকে বীরের মর্যাদা দেওয়া।
পোষ্টের লিঙ্ক
====================
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১
ইকবাল পারভেজ বলেছেন: এরকম লেখা গুলা মনে হয় রাজিবের নিজের ফেবুতে উপরের কমেন্টকারী লিখে দিয়ে আসছিলো। তবে থাবা বাবার একজন ফেবু ফলোয়ারের কাছে চেয়ে ভাল কমেন্ট কিই বা আশা করা যায়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
তামীম বলছি বলেছেন: হা হা হা, দিলেন তো একজনরে কট কইরা।
হনুর অন্যতম লক্ষণ হইল ইসলামের পক্ষে কিংবা রাজীবের বিপক্ষে কথা বললেই তাদের ছাগু ট্যাগাইতে উশখুশ করতে দেখা যায়।
এইখানে এইরকম খানিকটা গন্ধ পাওয়া যাইতেছে।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
সেচ্ছাসেবক বলেছেন: ওহে সত্যিবাদ , এখন তাহলে সত্যিটা বলুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান ...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
তামীম বলছি বলেছেন: কথায় শ্লেষের পরশ বুলিয়ে মিথ্যেটাকেই আকড়ে ধরতে চান! যার যেমন ইচ্ছে।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
জেলড্রিন বলেছেন: শালার বাবা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
তামীম বলছি বলেছেন: শ্বশুরকে এইভাবে অপমান করলেন! :পি
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
মির্জা জুনায়েদ বলেছেন: থাবা বাবার ফেসবুক পেজ এ কি লিখা আসে এখন এটা সবাই জানে, লুকানোর অবকাশ নাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
তামীম বলছি বলেছেন: এইটা সবাই জানলেও স্বীকার করে না। জলজ্যান্ত সত্য কিভাবে অস্বীকার করা যায়, সেটা মিডিয়া এই ইস্যুতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
মির্জা জুনায়েদ বলেছেন: সরকারের বিরুদ্ধে কোন কথা বললেই সে হয় রাজাকার অথবা ছাগু । এখন তো এই জমানাই চলতেছে, কি আর বলার আসে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
তামীম বলছি বলেছেন: সমস্যা এখন তৃমুখী।
একদিকে আওয়ামীলীগ + বামপন্থী ঘরনার নাস্তিককুল, একদিকে জামাত-শিবির, এবং আরেকদিকে সাধারণ মুসলিম।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
হুজাইফা আহমাদ বলেছেন: কয়েকটা সাধারণ প্রশ্ন ?
১/ রাজিবই যে 'থাবা বাবা' এই বিষয়টা কি সবাই আগে জানতো?
২/ রাজিবের মত একজন ইসলাম বিদ্বেষীকে যে শহীদ ঘোষনা করে জানাজার নাটক করা হবে এটা কি কেউ জানতো?
নিহত হবার পর আপনাকে 'শহীদ' ঘোষনা করা হয় এবং আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় তখন ধর্ম বিশ্বাসী মানুষ তো আপনার অপকর্মের খতিয়ান প্রকাশ করবেই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
তামীম বলছি বলেছেন: একমত।
এই সাধারণ কথাটাই অনেক দলান্ধ ব্যক্তি বুঝতে চায় না।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
মিশনারী বলেছেন: উপরে এক থাবা বাবা মনে হয় এসে গেছে । তার মাথা টা ঠিক নাই ।
আসিফ মহিউদ্দিনের নাম এই ব্লগে কে না জানে ?
তার মত ব্লগার শাহাবাগে নেতা ছিলেন না ?
এখন আর এসব কথা বলে লাভ নাই । জামাত কে বিরুদ্বিতা করতে গিয়ে ইসলামের বিরুধীতা করেছে, আওয়ামী নাম ধারী নাস্তিকরা । আল্লাহ ও রাসুলকে গালাগালি করছে, তাহলে তো ইসলামের লোকেরা ক্ষেপবে এইটাই স্বাভাবিক । কিছু মুসলমান নাম দারিদের এসব গালাগালিতে তাদের কিছু আসে যায় না বরং তাদের দলকে সাপোর্ট করে যাচ্ছে । তাদের মরার কথা ভুলে বসে আছে । আল্লাহ তাদের কে হেদায়াত নসিব করুক ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
তামীম বলছি বলেছেন: আল্লাহ তাদের কে হেদায়াত নসিব করুক ।
--- আমিন।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
সেচ্ছাসেবক বলেছেন: তাই যদি হয়, তাহলে সত্য বলতে আপনি এতো তেনা পেচাচ্ছেন কেন? আমি তো আপনাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করছি। আমার কথায় ক্লেশ থাকতে পারে কিন্তু মিথ্যাটাকে মিথ্যা হিসেবেই নিতে শিখেছি, আর সত্য শোনার সাহস আছে বলেই আহ্বান করছি। সত্যটি চিৎকার করে বলুন। রাজিব কে তা আপনি কবে থেকে জানতেন? আমি নিজেও ওকে চিনি না। সে নাস্তিক হোক, সে এন্টি-ইসলামিক(আমি এই গর্ধবটাকে তাই মনে করি, সে নাস্তিক না,সে এন্টি-ধার্মিক, বুঝার রেন্জের ভিতর থাকলে বুঝবেন পার্থক্যটা) আমার কিছু যায় আসে না, হয়তো আল্লাহ তাকে কোন এক সময় সত্যটি অনুধাবনের হেদায়েত দিত, আল্লাহর মর্জির বাইরেতো কিছু হয় না, তাই না ? কথা হলো আপনার-আমার ইমান কতটা শক্ত? যদি রাজিবের মত নাস্তিককে আপনার ধর্মের জন্য থ্রেট মনে হয় তাহলে দোষটা রাজিবের না, দোষ আপনার ইমানের, যা রাজিবের মত নাস্তিক হেলায় দিতে পেরেছে।
রাজীবরা আমাদের ধর্মের জন্য থ্রেট না কারন তারা চিন্হিত, থ্রেট হলো তারা যারা আমাদের ধর্মের ভিতর থেকে ধর্মকে কাস্টমাইজ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এরা আসল ইসলাম ধর্মকে জানা-বুঝা-শিখার জন্য প্রতিবন্ধকতা সরুপ।
আমরা জানি সে নাস্তিক, হয়তো সে নাস্তিকই(আমি তার পোষ্টগুলো পড়িনি,রুচি হয়নি) বা যাই হোক, কথা হলো সে এখন মারা গেছে, সে তার ভাল-মন্দ সবকিছু নিয়ে ই এই প্রথিবী থেকে চলে গেছে। এখন মৃত ব্যক্তিকে নিয়ে কেন এতো টানা-হেচরা বলেন। সে যা তার বিচার যে করবেন, রাজিব তো এখন তার সামনেই, তাই না? রাজিবের বিচার তিনিই করুক।
আমার কাছে এইটা সত্য, আপনার কাছে কোনটা ???
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
তামীম বলছি বলেছেন: মৃত রাজীবকে নিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু যখন এই নাস্তিক রাজীবকে যখন ধোয়া তুলসীপাতা সাজান হয়, সেখানেই সমস্যা।
সাদাত ভাই তার পোষ্টে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন আমার মনের কথাগুলি, তাই আমি এই পোষ্টে সেইটার লিঙ্ক দিয়ে রেখেছি।
http://www.shodalap.org/bngsadat/18105 [এখানে আবার দিলাম]
আর সেখানকার খানিকটা উদ্ধৃতিঃ
-----------------
৭.২
রাজীবকে নিয়ে মাতামাতিটা যতই হবে, বিপরীত প্রতিক্রিয়ার মাত্রা ততই বেশি হবে। ইসলামপ্রিয় জনতার একটা বড় অংশ নিভৃতেই প্রত্যাহার করে নেবেন শাহবাগের গণজাগরণের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন। কারণ ইন্টারনেট এবং ফেসবুকে বিচরণকারি মুসলিমদের অন্তরে 'থাবা বাবা'দের জন্য জমে আছে একরাশ ঘৃণা। বস্তুত ঘৃণার যে চাষাবাদ থাবা করে গেছে তাতে ঘৃণা ছাড়া আর কিছু তার প্রাপ্য নাই। তাকে যদি বলা হয় ‘জাতীয় বীর’ তবে আমরা তাকে বলবো ‘জাতীয় কুলাঙ্গার’; তাকে যদি বলা হয় ‘মুক্তিযুদ্ধের শহীদ’ তবে আমরা তাকে বলবো ‘ইসলামের রাজাকার’। (TIT FOR TAT)
রাজীবকে সত্যিকারের শহীদ বলা ইসলামের অবমাননা, আর তাকে মুক্তিযুদ্ধের শহীদ বলা মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননা।
-----------------
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
তামীম বলছি বলেছেন: সে নাস্তিক হোক, সে এন্টি-ইসলামিক(আমি এই গর্ধবটাকে তাই মনে করি, সে নাস্তিক না,সে এন্টি-ধার্মিক, বুঝার রেন্জের ভিতর থাকলে বুঝবেন পার্থক্যটা) আমার কিছু যায় আসে না, হয়তো আল্লাহ তাকে কোন এক সময় সত্যটি অনুধাবনের হেদায়েত দিত, আল্লাহর মর্জির বাইরেতো কিছু হয় না, তাই না ? কথা হলো আপনার-আমার ইমান কতটা শক্ত? যদি রাজিবের মত নাস্তিককে আপনার ধর্মের জন্য থ্রেট মনে হয় তাহলে দোষটা রাজিবের না, দোষ আপনার ইমানের, যা রাজিবের মত নাস্তিক হেলায় দিতে পেরেছে।
আপনি হয়ত এই কথা বলে নিজেকে প্রবোধ দিয়ে রাখতে পারবেন, কিন্তু আমার ঈমান কেমন সেটা আমি জানি আর সেটা আপনার সান্তনা পাওয়া মার্কা যুক্তি দিয়ে চুপ থাকতে চাই না।
যদি কোন মুসলিম বলে- ধর্মকারী মার্কা সাইট দেখার পরেও- যে আমার ঈমান থ্রেটের মাঝে পরে নাই জন্য চুপ থাকব, উপরন্তু যারা এর বিরুদ্ধে লেখার চেষ্টা করছে তাদেরকে ঈমানের নসিহত করব, তবে তাদের প্রতি আমার শুধু করুনাই থাকল।
ভাল থাকবেন।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
মিশনারী বলেছেন: আসিফ মহিউদ্দিন সহ অনেক ব্লগার এখন বেঁচে আছে, যারা এখন ও তাদের সাপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
তামীম বলছি বলেছেন: এই সংগ্রাম মানুষের বিরুদ্ধে নয়, বরং মতবাদের বিরুদ্ধে। তাই কোন মানুষকে হত্যা সমর্থন করি না, বরং কুচক্রি মতবাদগুলিকে যৌক্তিকভাবে খন্ডন করতে চাই।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
সেচ্ছাসেবক বলেছেন: আমি আপনার সাথে এই বক্তব্যতে একমত কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে কোন ধর্মীয় ঘটনাকে কেন্দ্র করে শাহবাগের জন্ম হয়নি। শাহবাগের ১০০% সমর্থক হলেও আমি নিজেই রাজিবের জানাজায় যাইনি, যেমন তেমন ভাবে দুইটা ঢিপ দেওয়া মানেই আমার কাছে নামাজ না তেমনি দাড়িয়ে সালাম ফিরালেই আমার কাছে জানাজা না। আর ওখানে অনেক অন্য ধর্মের লোকও ছিল। নামাজ-রোজা-বেহেশত এতো সোজা জিনিস না যে কোন এক পীর বললো যাও এখানে জান দেও তুমি "শহীদ" হবা, যাও গায়ে বোমা লাগিয়ে কিছু কাফির মারো তুমি "বেহেশত" পাবা আর তা করে পেয়ে গেলাম... কে বেহেশত পাবে- কে নরক তা একমাএ আল্লাহ ই নির্ধারন করেন।
আসিফ মহিউদ্দীন আজ থেকে ব্লগ করে না, কই তার বিরুদ্ধে তো কোন আন্দোলন দেখি না?(এখানে আপনে বলতে পারেন যে আমি কেন প্রতিবাদ করিনি, ভাই আমার যুক্তি হলো, আমাকে আমার বাবা-মা পবিএ কোরআনের আলোকে পুরোপুরি না হলেও কালেমা-নামাজ-রোজা-হজ্জ-জাকাত বুঝিয়েছেন,শিখিয়েছেন, ইসলাম ধর্মের ভিত্তিটা তারা গড়ে দিয়েছেন, এর পরে ইসলামকে পরিপূর্ন ভাবে জানা আমার দায়ীত্ব, আসিফ-রাজিব আমার কাছে, আমার ইমানের কাছে কোন থ্রেটই না। আমি তাদের সাথে কোন যুক্তুতেই যাব না। কারন তারা যেই মুহুর্তে ধর্মের অস্তিত্বের ব্যপারে প্রশ্ন করেছে সেই মুহুর্তে তারা শ্বীকার করে নিয়েছে যে "কেও একজন" আছে কারন যা কিছুর অস্তিত্ব নাই তা নিয়ে কেও তর্ক করে না, আমি তাদের পূরোপূরি এভয়েড করি)।
আমি বলবো শাহবাগ লিডারদের এটি একটি ভুল ডিসিশন ছিল। তার মানে এই না যে এটাকে ইস্যু বানিয়ে সারা বাংলাদেশে জ্বালাও পুড়াও শুরু করে দিব, তাই না? বা শাহবাগে যারা যাবে তারা সবাই নাস্তিক হবে?? তাই যদি হয় তাহলে ইসলাম তো নারী নেত্রীত্ব মেনে নেয় না, আর জামাত একবার হাসিনার আচলের নিচে আর একবার জিয়ার আচলের নিচে গিয়ে কি করছিল, ধর্ম উদ্ধার??
ভাই এই আলোচনা-সমালোচনা, যুক্তি-পালটা যুক্তি সারা জীবনই চলবে, আমরা যদি এই কথা খরচের দিকে নজর দেই তাহলে দুনিয়া ঠিকই এগিয়ে থাকবে কিন্তু আমরা যে পিছিয়ে ছিলাম সেই পিছিয়েই থাকবো।
শাহবাগের একটাই ইস্যু, আমি একটা ইস্যুতেই শাহবাগ যাই, ১৯৭১ এ যারা দেশদ্রোহীতার সাথে জরিত তাদের উপযুক্ত সাজা। "রাজাকারদের ফাঁসি চাই" আমি এই ইস্যুতেই যাই, এই ইস্যুতেই শাহবাগ থাকবো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
তামীম বলছি বলেছেন: ভাই এই আলোচনা-সমালোচনা, যুক্তি-পালটা যুক্তি সারা জীবনই চলবে, আমরা যদি এই কথা খরচের দিকে নজর দেই তাহলে দুনিয়া ঠিকই এগিয়ে থাকবে কিন্তু আমরা যে পিছিয়ে ছিলাম সেই পিছিয়েই থাকবো।
সেটাই। তাই আর কথা বাড়াতে চাচ্ছি না।
শাহবাগ নিয়ে আমার বক্তব্য/চিন্তা এই দুইটা পোষ্টে পেতে পারেন-
Click This Link
Click This Link
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১
ইকবাল পারভেজ বলেছেন: @সেচ্ছাসেবক: শাহবাগে আমিও যাই রাজাকারের ফাঁসির দাবীতে। কিন্তু শাহবাগের লিডাররা যে রাজিবের মত লোকদের যেভাবে হিরো বানাইয়ে ফেলতেছে সেটাও সাপোর্ট দিতে পারতেছি না। এই দেখেন এইখান তার স্মৃতিসৌধ নিয়েও লাফালাফি শুরু করে দিছে কিছু লোক; যেখানে রাজিব শাহবাগের কারনে খুন হইছে কিনা সেইটাও এখনও ক্লিয়ার না। এসব ব্যাপার মন থেকে মেনে নেওয়া কষ্টকর। আর শাহবাগ আন্দোলন নিয়ে আমার মনোভাব এই ভদ্রলোক আমার থেকে অনেক ভাল মত বুঝায়ে বলছেন; একটু কষ্ট করে পড়ে দেখেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
তামীম বলছি বলেছেন: ঐ পোষ্ট আগেই পড়েছি এবং কমেন্ট করেছি।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
সেচ্ছাসেবক বলেছেন: "আপনি হয়ত এই কথা বলে নিজেকে প্রবোধ দিয়ে রাখতে পারবেন, কিন্তু আমার ঈমান কেমন সেটা আমি জানি আর সেটা আপনার সান্তনা পাওয়া মার্কা যুক্তি দিয়ে চুপ থাকতে চাই না।"-
ভাই মাইন্ড করবেন না প্লিজ, আমি আপনাকে জানি না, চিনিও না কিন্তু একটা কথা না বলে পারছি না, আপনেরা এতদিন পর্যন্ত কিন্তু চুপই ছিলেন। আমি যদি নিজেকে সান্তনা দিয়েও থাকি তাহলে আমি নিজেকে এই বলে স্বান্তনা দিয়েছি যেদিন আমার ইমান সাড়া দিবে সেদিন আমি ধর্ম রক্ষার জিহাদে নামবো। এবং ঠিক তখনই যখন আমি একজন ইমানদার নেতার কাছ থেকে ডাক পাব। যখন বুঝবো যে আমি ধর্মের নামে কারও স্বার্থে ব্যবহার হচ্ছি না। "ধর্মকারী বা রাজিব বা আসিফ"রা কিন্তু আজ থেকে ধর্মকে আঘাত করে পোষ্ট দিচ্ছে না,এই সব অনেক আগে থেকেই চলছে। বলবেন এতোদিন কোথায় ছিলেন
? এতোদিন চোখে পরে নাই? আপনাদের ইমানে এতোদিনে খোচা লাগলো?? কি বলবো আপনাদের? গন্ডারের চামড়া? আমি নাস্তিকদের এসব পোষ্টকে এতো দিন এভোয়েট করছি, ভবিষ্যতেও করবো।
আপনের দিস্তায় দিস্তায় করুনা আছে, আপনে যাকে তাকে তা দিতেই পারেন, কিন্তু আমি শুধু আল্লাহর করুনাই চাই, আর কারও করুনা আমার দরকার নাই, আর আমি যাকে-তাকে বা নাস্তিকদের বা ধর্মান্ধদের করুনা করি না।
ভায়োলেন্স কখনোই ইসলাম রক্ষার পথ হতে পারে না। ইসলাম তা সমর্থন করেও না। ধন্যবাদ ...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
তামীম বলছি বলেছেন: এতোদিন চোখে পরে নাই? আপনাদের ইমানে এতোদিনে খোচা লাগলো?? কি বলবো আপনাদের? গন্ডারের চামড়া? আমি নাস্তিকদের এসব পোষ্টকে এতো দিন এভোয়েট করছি, ভবিষ্যতেও করবো।
হ্যা ভাই, আমাদের গন্ডারের চামড়া! কি আর করা।
তবে পোষ্টের শিরোনামটা খেয়াল করেছেন কিনা বুঝছি না। শিরোনামটা হল- আজকের কৌতুক।
আর সুত্র হিসেবে একটা খবরের কাগজের ওয়েবপেজের লিঙ্ক দেওয়া হয়েছে।
তা যে কৌতুকটা আজকে [সংসদে] হল - সেটার প্রতিক্রিয়া কেমন করে অতীতে করব সেটা বুঝে আসছে না। পারলে বুঝিয়ে দিয়েন।
রাজীবকে নিয়ে আমি সারাজীবনে একটা শব্দও খরচ করতাম না, যদি না, তাকে শাহবাগে হীরো বানানোর অশুভ পায়তারা শুরু না হোত। তাই - আপনাদের ইমানে এতোদিনে খোচা লাগলো? - এবার নিজেকেই প্রশ্ন করুন।
ঈমানে খোচা রাজীব দিতে পারে নাই, তাই এতদিন কোন পোষ্ট আসে নাই ওর বিরুদ্ধে, কিন্তু ঈমানে খোচাটা দিল শাহবাগে তাকে "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের টাইটেল, ব্লগ+সংবাদপত্রে তার ইসলাম বিদ্বেষী লেখা নিয়ে মিথ্যাচার, এবং আজকের প্রত্রিকার এই খবরটা, যেখানে একজন সাংসদ পর্যন্ত জ্ঞাতে অথবা অজ্ঞাতে যখন রাজীবকে ডিফেন্ড করে বক্তব্য দেয় - তখন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
তামীম বলছি বলেছেন: প্রসংগ উল্লেখ্য যে, রাজীব নামে না চিনলেও, ইসলাম বিদ্বেষী হিসেবে থাবা বাবাকে অনেক আগে থেকেই চিনি।
থাবা বাবা, আরিফুর রহমান [নিতাই ভট্টাচার্য যার নাম বলে জেনেছি কিছুদিন আগে] দাড়িপাল্লা, আল্লামা শয়তান - এই নিকগুলি নতুন না। আগে কোনটা নিয়েই কোন শব্দ খরচ করার প্রয়োজন হয় নাই, কিন্তু এইগুলির কোন একটিকে যখন জাতিয় বীর হিসেবে সর্বত্র উপস্থাপনের পায়তারা চলবে - তখন আমি অন্তত চুপ থাকব না। আমি আমার কথা বলেই যাব, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
ইকবাল পারভেজ বলেছেন: @সেচ্ছাসেবক: আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই। ভায়োলেন্স আমিও সাপোর্ট দেই না। আমি সব সময়ই বলে আসছি, কারন যেই হোক খুন কখনও মেনে নেওয়া সম্ভব না।
কিন্তু একজন মানুষ হিসাবেই আমার পক্ষে রাজিবের মত কাউকে হিরো বানানটাও মেনে নেওয়া সম্ভব না। কিন্তু সেই কাজটাই এখন করা হচ্ছে; রাজিবের সব নেগেটিভ পয়েন্ট মুছে তাকে হিরো বানানো হচ্ছে।
কোন প্রকার ভায়োলেন্স আমি যেমন সাপোর্ট করি না; তেমনি এই রকম একজনকে হিরো বানানোও সাপোর্ট করি না।
আপনার জন্য জানাচ্ছি আমি এখনও শাহবাগ আন্দোলনের সাথেই আছি। প্রধান দাবী দুইটাই, রাজাকারের ফাঁসী চাই আর জামাতের ব্যান চাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
তামীম বলছি বলেছেন: কোন প্রকার ভায়োলেন্স আমি যেমন সাপোর্ট করি না; তেমনি এই রকম একজনকে হিরো বানানোও সাপোর্ট করি না।
একমত।
এই অতি সাধারণ কথাটা যে কেন কারো কারো মাথায় ঢুকে না, সেটা একটা বড় প্রশ্ন।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
কে বা কারা বলেছেন: এখনো দেখি সত্য-মিথ্যা নিয়ে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব না চালিয়ে নিজে গিয়ে inurl:http://nuranichapa.wordpress.com লিখলেই তো হয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
তামীম বলছি বলেছেন: নুরানী চাপা সাইটটা প্রশ্নবিদ্ধ, কিন্তু তার ফেসবুকের মন্তব্যগুলি আর অন্যন্য ব্লগ এবং ধর্মকারীর পোষ্টগুলি প্রশ্ন বিদ্ধ নয়। অথচ দেশের মিডিয়া সচেতনভাবে সবকিছুই অস্বীকার করে যাচ্ছে।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
আগে নাকি ভালো ছিলাম বলেছেন: ভাইরে, ভেজাল ত অন্য জায়গায়।
ফেসবুক এ ত আর সামুর মত পোস্ট ডিলিট করা যায় না
আর আমরা ত জানি, সামু সবসময় নাস্তিকতার বিরুদ্ধে
খুনের বিচার চাই, কিন্তু অরে ধোয়া তুলসি পাতা বানাইলে গায়ে ত লাগবই.।।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
তামীম বলছি বলেছেন: আর আমরা ত জানি, সামু সবসময় নাস্তিকতার বিরুদ্ধ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১
ইকবাল পারভেজ বলেছেন: ভাই, এরকম একটা কৌতুক আমি অলরেডি ৭১ টিভিতে লাইভ শোতে দেখে ফেলছি। তবে হাসি আসার বদলে আমি পুরা তব্দা খায়া গেছিলাম।