নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভূতের বাড়ি

Raindrops falling from heaven.. Will never wash away my misery..

ভুত.

.......

ভুত. › বিস্তারিত পোস্টঃ

চির অচেনা মানুষ

১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩১

মানুষ খুব বিচিত্র এক জীব। দু'জন মানুষ সারা জীবন একসাথে থাকার পরেও একজন আরেক জনের মনের কতটা গভীরে পৌছাতে পারে? পরস্পরের চিন্তা সম্পর্কে কতটা ধারনা লাভ করতে পারে? ৫০% হয়ত তারও কম। একজন মানুষ দিনে যা চিন্তা করে তার সব কিছু যদি আরেকজনকে জানানো হয় সম্ভবত তবুও বলা যাবে না যে মানুষটা সেই মানুষটার চিন্তা সম্পর্কে ধারনা রাখে। দেখা যাবে যে মানুষটা চিন্তা করছে সে একভাবে চিন্তা করছে আবার যে মানুষটা চিন্তা সম্পর্কে জানছে সে জিনিসটা তার মত করে ব্যাখা করছে। দু'জনের চিন্তার অনেক পার্থক্য। কত অদ্ভূত!



আবার একজন মানুষ নিজেই বা নিজের সম্পর্কে কতটা জানে? ১০০% হয়ত না। যদি তাই হত তবে কেন নিজেকেই নিজের কাছে মাঝে মাঝে অচেনা লাগে? প্রত্যকটা মানুষই একসময় নিজেকে নিজের কাছে অচেনা অনুভব করে। কিন্তু কেন? হঠাৎ করে নিজের কাজগুলো, নিজের অনুভূতিগুলো, চিন্তাগুলোকে অচেনা মনে হয়। মনে হয় এই আমিকে তো আমি চিনি না। নিজের মাঝেই যেন অন্য এক মানুষের অস্তিত্ব অনুভব করা, যে কখন নিজের মাঝে প্রবেশ করেছে মানুষটা নিজেই জানে না।



যদি কোন পশু-পাখির কথা চিন্তা করা হয় তবে দেখা যাবে একই পরিস্থিতিতে একই পশু-পাখি একই রকম আচরন করে কিন্তু দু'জন মানুষ ভিন্ন ভিন্ন আচরন করে।



এই জন্যই বোধহয় মানুষকে চিনতে কষ্ট হয়, হয়তবা কখনও চিনতে পারাও যায় না।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪০

বড় বিলাই বলেছেন: কাউকে চেনার প্রচেষ্টা চলছে নাকি? ;)

শুভ কামনা রইল।

১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪১

ভুত. বলেছেন: না আপু কাউকে চেনার প্রচেষ্টা চলছে না, একটা গান শুনতে শুনতে হঠাৎ করে কথা গুলো মনে হল।

২| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪০

জাফরিন বলেছেন: মানুষকে বেশি না চেনাই ভাল। বেশি চিনলে কষ্ট পেতে হয়। এজন্যই বোধহয় সৃষ্টিকর্তা আমাদের মনের কথাগুলো অন্যের শোনার উপায় রাখেননি

১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

ভুত. বলেছেন: মনে হয়...

৩| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

রিয়েল ডেমোন বলেছেন: ওরে বাবা........

ভূত দেখি আবার মানুষ , মানুষের চিন্তা ধারা, অনুভুতি,অস্তিত্ব নিয়া ভাবে।


দারুন বুদ্ধিমতী ভূতনী তো.........


খুব ভালো লাগলো আপনার চিন্তা ধারা।

১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০২

ভুত. বলেছেন: আমার এইসব আজাইরা এলোমেলো চিন্তা ভাল লাগার জন্য ধন্যবাদ.... :)

৪| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৮

ঝটিকা বলেছেন: জাফরিন বলেছেন: মানুষকে বেশি না চেনাই ভাল। বেশি চিনলে কষ্ট পেতে হয়। এজন্যই বোধহয় সৃষ্টিকর্তা আমাদের মনের কথাগুলো অন্যের শোনার উপায় রাখেননি

সহমত, যত কম চেনা যায় ততই ভাল। কস্টও কম পাওয়া যায়।

১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

ভুত. বলেছেন: হুম......

৫| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

পুরাতন বলেছেন: অনেক জ্ঞাণী চিন্তা ভাবনা 8-|

যাই হোক , আগামীকাল ভালো না খেললে কিন্তু ইকবাল ভাইয়ের খপরাছে :P

১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:১৭

ভুত. বলেছেন: ভাই আমি তো তামিম ইকবাল না, আমারে কেন খবর করবেন? :(( :((

৬| ১৮ ই মার্চ, ২০১১ রাত ৮:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
আমরা একজন অপরকে খুব সামন্যই জানি।
ভালো লাগলো আপনার এই ভিন্নতর চিন্তা।

প্রথাগত চিন্তার বাইরে তো সাধারনত কেউ চিন্তা করেনা। এত ভাবার দরকার নেই। জীবনে জটিলতা বাড়বে অনেক। সহজ চিন্তা করুন।

প্রথম ভালো লাগলোটা আমারই দিতে হলো :)

১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:১৯

ভুত. বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

৭| ১৮ ই মার্চ, ২০১১ রাত ৮:১৮

সরলতা বলেছেন: জিশান আঙ্কেলের সাথে একমত ভূতনি!

আমি তোমাকে আগেও বলছি না আপু হাসি খুশি লেখা দিতে?

আর কেমন আছ? এক্‌টু ব্যস্ত হয়ে গেছি তাই ব্লগে কম আসছি এখন। :(

এই লেখায় ভালো লাগা দিলাম না! বাকি গুলোতে দিয়েছি কিন্তু! :)

১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:২১

ভুত. বলেছেন: আপু এটা আমি মন খারাপ করে লেখি নি তো :D :D এমনি একটা গান শুনতে শুনতে মনে আসল তাই লিখলাম :) :)

আমি ভাল আছি। তুমি কেমন আছ?

৮| ১৯ শে মার্চ, ২০১১ ভোর ৪:৩১

কুমকুম বলেছেন: খুব চেনা চেনা তবু অচেনা ।

১৯ শে মার্চ, ২০১১ সকাল ৭:৫৫

ভুত. বলেছেন: মানে?

৯| ১৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:০৯

চর্যা পদ বলেছেন: ভাল লাগছে লেখাটা পড়তে ।

১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৫

ভুত. বলেছেন: :)

১০| ১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩০

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগা রইল ।

১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩৬

ভুত. বলেছেন: ধন্যবাদ আপু :)

১১| ২৫ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৪

হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: ভাবনাটা ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪০

ভুত. বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.