নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভূতের বাড়ি

Raindrops falling from heaven.. Will never wash away my misery..

ভুত.

.......

ভুত. › বিস্তারিত পোস্টঃ

নিজের জন্য ঘৃনা..

০২ রা মে, ২০১১ দুপুর ১২:১৭

জীবনে সুখি হওয়ার জন্য কি খুব বেশী কিছু প্রয়োজন? মনে হয় না। তবে কিছু কিছু মানুষ আছে যারা কখনও সুখ খুঁজে নিতে চায় না, তার মাঝে একজন আমি। আামার জীবনের ছোট বড় সুখগুলো আমি গলা টিপে খুন করি। নিজেকে অসুখী ভেবে নির্মম আনন্দ পাই। তবে আমার কাছের মানুষ গুলোকে সুখ দিতে চাই আমি। তাই পারি না। নিজের উপরে প্রচন্ড ঘৃনা হয়।



দিন দিন আমি কি হচ্ছি? আমি কি নিজে নিজেকে চিনি? যে আমি ভাবি আমার পাশের মানুষ গুলো আমাকে বুঝবে? না, আমি তো নিজেই নিজেকে বুঝি না। আমি নিজেই জানি না, আমি কি চাই? সুখ নাকি দুঃখ। মনে হয় আমার জন্য দুঃখই ভাল। সারা জীবন আমি দুঃখ রোগে আক্রান্ত রোগী হয়ে থাকতে চাই। অন্তত এই কথাগুলো বলে আমি একজন মানুষকে সুখ দিতে পারব। সে নিশ্চয়ই সুখী হবে, কারন তার যুক্তি যে আমাকে হার মানালো।



আমার প্রত্যেকটা ইচ্ছে, স্বপ্ন এক একটা বিশধর সাপ। এগুলো দিন রাত আমাকে ছোবল দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত করে, মনে করিয়ে দেয় স্বপ্ন গুলো আমার জন্য নয়। তবুও আমি বার বার ভুলে যাই, নতুন নতুন আশার ঘর বাঁধি, সেগুলো আবার একটা বিষধর সাপে পরিনত হয়ে আমার ক্ষত বিক্ষত করতে থাকে। তিল তিল করে মেরে ফেলতে থাকে আমাকে।



মাঝে মাঝে মনে হয়, এত কিছু সহ্য করা, মানুষকে কষ্ট দেওয়ার থেকে জীবনের অবসান অনেক ভাল। তবে সৃষ্টিকর্তা সে শক্তির পুরোটাই নিজের কাছে নিয়ে রেখেছে, একটু একটু করে মেরে ফেলার জন্য........

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:২১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তবে সৃষ্টিকর্তা সে শক্তির পুরোটাই নিজের কাছে নিয়ে রেখেছে, একটু একটু করে মেরে ফেলার জন্য........


আসলেই

০২ রা মে, ২০১১ দুপুর ১২:২৭

ভুত. বলেছেন: সৃষ্টিকর্তাও নিষ্ঠুর হয়ে গেছেন।

২| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৪

আদ্রিতা বলেছেন: বাহ্! বেশ তো। লেখটা বেশ। কিন্তু ঘৃণাটা খারাপ। তুমিও জানো সেটা। ব্যাপার না। ইউ উইল লার্ন

০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪২

ভুত. বলেছেন: থ্যাঙ্কু আপু :) :)

ঠিক আমিও জানি ঘৃনাটা খারাপ...... কিন্তু......

৩| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৬

আরিয়ানা বলেছেন: দুঃখে থাকা সহজ। সুখ তৈরী করতে হয় ও তাকে লালন পালন করতে হয় এর জন্য পয়সা লাগেনা শুধু লাগে ভাল একটা মন। আর সুখ তৈরি করে তাকে লালন পালন করাটা কঠিন ও চ্যালেন্জিং। জীবনে চ্যালেন্জ ভাল বাসলেই শুধু সুখ তৈরি কারা যায়। যারা চ্যালেন্জ নিতে জানে না তারা কাপুরুষ ছারা আর কিছু নয় আমার কাছে। ঐ জীবনে থাকা না থাকা সমান। ডিসিশন এখন আপানার আপনি নিজে কি তা জানুন ও সেভাবে জীবনকে সাজান।

০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪৫

ভুত. বলেছেন: আপনি যা বলেছেন তা ঠিক বলেছেন, সুখ পেতে হলে সুখকে লালন করতে হয়, সেই সুখটা আমি লালন করতে পারছি না সেটা আমি বুঝতে পারছি।
চ্যালেন্জ ভাল বাসলে সুখ তৈরী করা যায়, কিন্তু আমার মনে হয় সেটা সব ক্ষেত্রে নয়, মাঝে মাঝে চ্যালেন্জ করার মতই কিছু পাওয়া যায় না।

৪| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৮

খন্ডকাব্য বলেছেন: তাইলে আর ভুতনী হয়ে লাভ কি.....ভুতদের ও যদি মানুষের মত এত সমস্যা থাকে ;) ;) :P :P

০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪৬

ভুত. বলেছেন: ভূতনী হয়েও বোধহয় মানুষই রয়ে গেলাম :| :|

৫| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪৬

হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: আমার প্রত্যেকটা ইচ্ছে, স্বপ্ন এক একটা বিশধর সাপ। এগুলো দিন রাত আমাকে ছোবল দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত করে, মনে করিয়ে দেয় স্বপ্ন গুলো আমার জন্য নয়।
ঠিক ঠিক মিলে যাচ্ছে।



বিশধর = বিষধর

০২ রা মে, ২০১১ দুপুর ২:২১

ভুত. বলেছেন: আমাদের মানুষদের মাঝে অনেক মিল, আবার অনেক অমিল। এই ব্যাপারটাও অদ্ভুত।

ভূলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ :) :)

৬| ০২ রা মে, ২০১১ দুপুর ২:১১

আরিশ ময়ুখ বলেছেন: ্নিজেকে অসুখী দেখতে ভালো লাগে। আসলেই ভালো লাগে।

০২ রা মে, ২০১১ দুপুর ২:২২

ভুত. বলেছেন: হয় আমরা দুঃখ বিলাসী না হয় দুঃখ রোগী।

৭| ০২ রা মে, ২০১১ দুপুর ২:২৩

বৃষ্টিধারা বলেছেন: নিজেকে ঘৃণা করি না তবে অভিশাপ দেই অহরহ .... /:) /:)

০২ রা মে, ২০১১ দুপুর ২:৩০

ভুত. বলেছেন: আপু নিজেকে অভিশাপ দিবেন না, অন্তত আপনার ফুটফুটে বাবুটার কথা ভেবে।

৮| ০২ রা মে, ২০১১ দুপুর ২:৪১

আমিনুল ইসলাম বলেছেন: আরিয়ানা আপুর কমেন্টে শেখার মতো অনেক কিছু আছে।

০২ রা মে, ২০১১ বিকাল ৪:১২

ভুত. বলেছেন: আমার নিজের শত্রু সুখের হয়ে থাকতে খারাপ লাগতেছে না, তোরও খারাপ লাগার কথা না।

কথা সত্যি আমি নিজেই দুঃখে থাকি। এখন তো তোর খুশি হওয়ার কথা।

৯| ০২ রা মে, ২০১১ বিকাল ৩:২৮

ফাইরুজ বলেছেন: লেখাটা পড়ে মনে হচ্ছে ভুত আপুর আজ মন খারাপ।

০২ রা মে, ২০১১ বিকাল ৪:১৫

ভুত. বলেছেন: মন খারাপ আমার রোগ হয়ে গেছে।

১০| ০২ রা মে, ২০১১ বিকাল ৪:০৬

ডেইফ বলেছেন:
সুখ পাওয়া এখন বেশ সাধনার ব্যাপার হয়ে গিয়েছে।
কালে-ভদ্রে হয়তো দেখা দিয়ে যায় ক্ষণিকের জন্য।

০২ রা মে, ২০১১ বিকাল ৪:১৭

ভুত. বলেছেন: হুম.. মাঝে মাঝে একটা ঝলক দেখিয়ে যায়। তখন তাকে পাওয়ার আকাঙ্খা আরো তীব্র আর সে আরো বেশী পালিয়ে বেড়ায়।

১১| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:৩১

রিয়েল ডেমোন বলেছেন: ভূতাপু

আমি বাজারে বাজারে যেয়ে পাইকারী সুখের সন্ধান করছি,

পাইলে তোমাকেও জানাব :D

০২ রা মে, ২০১১ রাত ৮:৩৯

ভুত. বলেছেন: আচ্ছা.... :D :D

১২| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

সরলতা বলেছেন: দুঃখবিলাসী মেয়েটা! :) :) :)

০২ রা মে, ২০১১ রাত ৮:৩৯

ভুত. বলেছেন: হুম.... :( :(

১৩| ০২ রা মে, ২০১১ রাত ৮:৫৪

অনিক বলেছেন: "সুখ" শব্দটাই যেন রহস্যময় কিছু। সুখের সঠিক সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কারণ সুখ কথাটাই আপেক্ষিক, এটা সম্পূর্ণ বোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। আর ব্যক্তি বিশেষে তার রকমফের ভয়ানকভাবে চোখে পড়ে। তাই প্রকৃত সুখ আর সুখী মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কাজ। আর তাই যে কোন ব্যাপারে নিজেকে সুখী ভাবাটাই সুখকে বশ করার একমাত্র উপায়। কেননা মনের রাজ্যে সুখকে কখনই সিংসাহনে বসাতে হয়না তাহলে সে দিনকে দিন ব্যভিচারী হয়ে ওঠে। তাই সুখকে সাবধানে আগলে রাখতে হয়- দুঃখ দিয়েই সুখকে শায়েস্তা করতে হয়। কারণ সুখের বুঝা উচিৎ জীবনে দুঃখ না থাকলে সুখের কানাকড়ি মূল্য নেই।

০২ রা মে, ২০১১ রাত ৯:০২

ভুত. বলেছেন: চমৎকার একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

সুখ জিনিসটা আসলেই ভয়ানক আপেক্ষিক, যে জিনিস টা কাউকে সুখ দিতে পারে সেটাই অন্য কাউকে দিতে পারে দুঃখ। যেকোন ব্যপারে নিজেকে সুখী ভাবা আমার পক্ষে সম্ভব হয় না, দিন দিন বড় বেশী দুঃখ বিলাসী হয়ে যাচ্ছি আমি। আমি খুব সহজেই কষ্ট পেয়ে যাই। আমি জানি জিনিসটা ঠিক না।

আঁধার না থাকলে যেমন আলোর মর্ম বোঝা যেত না, তেমন দুঃখ না থাকলেও সুখের মর্ম বোঝা যায় না।

১৪| ০২ রা মে, ২০১১ রাত ১০:৪৭

সায়েম মুন বলেছেন: ঘৃণা করা ঠিক্না কিন্তু। :-*

০৩ রা মে, ২০১১ ভোর ৬:৫৪

ভুত. বলেছেন: হুম....

১৫| ০৩ রা মে, ২০১১ রাত ১২:৩৫

কাদা মাটি জল বলেছেন: কোনটা দুঃখ বিলাস আর কোনটা সুখ বিলাস, সেটা নিয়েই আজকাল অনেক দ্বন্দে পড়ে যাই।
ভালো লাগলো।

০৩ রা মে, ২০১১ ভোর ৬:৫৬

ভুত. বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ কাদা মাটি জল।

সারা জীবন ছোট থাকতে পারলে ভাল হত এমন দ্বন্দে পড়তে হত না।

১৬| ০৩ রা মে, ২০১১ সকাল ১১:৩৮

স্বদেশ হাসনাইন বলেছেন: আমরা বসবাস করি ঘটনায়। সুখগুলো যত বেশি দেখা যায় উপভোগ করা যায়। ভাল জিনিস কম হলেও মূল্যবান।

ধন্যবাদ

০৩ রা মে, ২০১১ দুপুর ১:৪৭

ভুত. বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ০৩ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৪০

খুশবু বলেছেন: এত্ত মন খারাপ করে না ।স্বপ্ন দেখো আর সেটা অবশ্যই পূরন করার চেষ্টা কর ।যদি একেবারেই না পারো তাহলে কাছাকাছি কিছু একটা বেছে নাও । আমার মনে হয় আমার স্বপ্নের জন্য দরকার হলে সবার সাথে মারামারি করবো । আর ভুলে হলেও আমার একটা শিক্ষা হবে ।এভাবে মন ছোট করে না ।আচ্ছা??

০৩ রা মে, ২০১১ রাত ৮:০২

ভুত. বলেছেন: আপু আপাতত মনটা ভাল। এখন আপনার মন্তব্যটা পড়ে মনে হচ্ছে, স্বপ্নের জন্য মারামারা হলেও করতে পারব :) :)

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য :) :)

১৮| ০৪ ঠা মে, ২০১১ রাত ১২:২২

পটল বলেছেন:


ভালোবাসু নিজেকে। :) :)

ভূতনী হইচু তাতে কি
নিজের জন্য নিজের পুরোটা ভালোলাগা সাথে রাখবা। বুঝলে ভূতনী X(( X((

০৪ ঠা মে, ২০১১ রাত ১:১৩

ভুত. বলেছেন: বুঝলাম, কিন্তু প্রায়ই আমি নিজের জন্য ভালবাসা হারিয়ে ফেলি :( :(

১৯| ০৪ ঠা মে, ২০১১ রাত ১:১৯

পটল বলেছেন:


পথ যতই সরল বলি!
পথ কি আর এতাই সরল!!! একটু একটু তো পিছলাবাই!
বাট, ট্যাক যেন ঠিক থাকে, ওডাই আসুল! :) B-)

০৪ ঠা মে, ২০১১ রাত ১:২৫

ভুত. বলেছেন: হুম....

২০| ০৪ ঠা মে, ২০১১ রাত ১:২০

পটল বলেছেন: ট্র্যাক


ট্রাক না কিনত :P

০৪ ঠা মে, ২০১১ রাত ১:২৬

ভুত. বলেছেন: বুঝছি :-P :-P

২১| ০৪ ঠা মে, ২০১১ রাত ১০:৫১

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: প্রিয়তে..

০৪ ঠা মে, ২০১১ রাত ১১:৩৩

ভুত. বলেছেন: প্রিয়তে!!!!

অনেক ধন্যবাদ আপু :) :)

২২| ০৫ ই মে, ২০১১ সকাল ৭:৩৮

যোগিনী বলেছেন: পড়তে পড়তে মনে হচ্ছিল আমার মনের কথাগুলোই বুঝি পড়ছি

০৫ ই মে, ২০১১ দুপুর ১:৪১

ভুত. বলেছেন: তাহলে আপনার সাথে আমার বোধহয় অনেক মিল আছে :) :)

২৩| ০৬ ই মে, ২০১১ রাত ১২:২৬

সৈয়দ রাকিব বলেছেন: হে সমস্ত ভুত সমাজের ব্লগার প্রতিনিধি, সালাম নিও আমার।

নিজেকে চেনাও অনেক কঠিন, আর কষ্ট লালন পালন যাই করি না কেন আমরা আসলে সুখ পিয়াসি মানুষ।তুমি প্রতিদিন মাত্র দশ মিনিট একান্তে নিজের সাথে কথা বল... কি করা উচিত কি না করা। সব ঠিক হয়ে যাবে ভুত।

০৬ ই মে, ২০১১ রাত ১:১৩

ভুত. বলেছেন: সুখ পিয়াসি বলেই তো আমরা সুখের পিছনে এত ছুটি।

পরামর্শের জন্য অনেক ধন্যবাদ :) :)

২৪| ১৬ ই মে, ২০১১ রাত ২:২৭

কথক পলাশ বলেছেন: সুখি অসুখী নিয়ে আমার ছোট্ট দুটি থিওরী আছে।

১. "পরবর্তী অভাববোধে পৌঁছানোর আগের নামই হচ্ছে সুখ।"
২. "মানুষের অসুখী হবার সবচে সহজ উপায় হচ্ছে অন্যের সাথে নিজের তুলনা করা।"

কথাগুলো আপনার পোস্টের সাথে খাপে খাপে যায়না যদিও। এমনি বলতে ইচ্ছে করলো।

তবে, অবাক হবেন না।
সুখী হওয়া খুব সহজ।
ঘুম থেকে ওঠার মতই সহজ।

১৬ ই মে, ২০১১ রাত ১০:৪০

ভুত. বলেছেন: হুম.. আপনার থিওরী দুটো বেশ ভাল। সুখী হওয়া সহজ সেটা আমিও মানি, আমরা কঠিন করি বলেই সেটা কঠিন হয়ে যায়।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.