নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

পুড়ে যাচ্ছি আমি, পুড়ে যাচ্ছে অন্তপুর

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮


পুড়ে যাচ্ছে অন্তপুর।। কবি ও আবৃত্তিকার।। মেহেদী হাসান তামিম।।



আমার চোখে পড়েছে তোর চোখ
তাতেই পুড়ে চৌচির, তাতে শুরু সকল দুঃখ শোক
অবিরাম রচে চলেছি দুঃখ সমার্থক
পুড়ে পুড়ে হই আমি অঙ্গার তিলক।
ফিরিয়ে নিয়ে চোখ, করেছো তুমি বেশ
বেশ করেছ! পুড়ে আমি হয়েছি শেষ।
ভ্রষ্টপাখি হারায় না নষ্ট দীপান্তরে।
ভেবে দেখ, দৃষ্টি তুমি ফিরিয়ে নিয়েই
বাঁধন ছিঁড়ে মিটিয়ে দিয়ে, সকল নিয়ে
দিয়েছো দিশা নতুন পথ, গড়েছ আগুনবাজ।
বেশ করেছো ঠিক করেছো, অগ্নি করে রাজ।
হতনা কভু যে নিরিবিলি সড়কসন্ধান
তপ্ত ছোঁয়ায় তাপের আঁচে সৃষ্টি যত
যাচ্ছে পুড়ে পুড়ে,
পুড়ছে সুর তাল, পুড়ে বিবেক শান্তিপুকুর।
পুড়ে হচ্ছি ছাড়খার, পুড়ে চুরচুর।
চোখ ফিরিয়ে বাঁচিয়ে দিয়ে
বেশ করেছো। আহাহা বেশ।
আবেগসাগরে ভাসিয়ে নিয়ে।
বেশ করেছো! বেশীরকম বেশ।
বেঁচে আছি তাই দেখছি যে ছল
মিছিলে দেখেছি পাখিদের মৃত্যুঢল
ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলে
ভালোবাসি ঠিক কত বেশী !
বাসি ভাল ঐ আঁখিকোণে কাজল।
ছিলেনা তুমি হৃদয়হীণা
ছিলেনা কভু পাষানবীণা
তুমিই, শুধু তুমি অতুলনীয়া।
নওতো তুমি আমার এখন
তুমি আমার নিঃস্ব জীবন
হৃদি নাচাও তুমিই,
দুঃখহাসি দিনের মতো,
জ্বালিয়ে রাখ আমায় তুমি
বহ্নিশিখা যত, বন পলাশের মত।
পুড়ে যাচ্ছে সবকিছু -
পুড়ে যাচ্ছি আমি, পুড়ছে জেনো শহর
পুড়ে যাচ্ছে মেঘ, পুড়ে যাচ্ছে নদী
পুড়ে যায় ঘর, পুড়ছে তপ্ত দুপুর
গ্রাম বন্দর, পুড়ে চলেছে অন্তপুর।
অবিরত পুড়ে নিঃশঙ্ক চিত্ত, মনবিত্ত
পুড়ে যাচ্ছে সন্ধ্যা পুড়ে যাচ্ছে ভোর
পুড়ে যাচ্ছে বাহুডোর পুড়ছে অন্তর
পুড়ে যায় ঝিনুক, পুড়ে যায় চিবুক।
পুড়ে যায় প্রতিবাদ, পুড়ে নিত্যঅশ্রু
পুড়ে জন্মজন্মান্তর, পুড়ছে অজাতশ্মশ্রু
যায় পুড়ে যৌবনবতী ইরাবতী পুড়ে দ্রৌপদী
পুড়ে ধর্মতলা আগরতলা,পুড়ে ধ্রুপদী।
পুড়ে নেশা, পুড়েছে সন্ধ্যারাগ কুসুমবাগ
নিয়নআলো, নিৎসে গুলশান কলকাতা
পুড়ে চক্রব্যূহ ইন্দ্রধেনু, পুড়ে ধর্মতলা ঢাকা
পুড়ে ইশ্বরী, পুড়ছে পথ, নিত্য পুড়ে চাকা।
পুড়েছে শৈশব, পুড়ে যায় মাঠ ধুধু ফাঁকা
পুড়ে আমার ব্রক্ষপুত্র,পুড়ে বিশাখা, যমুনা
পুড়ে চলে দুধভাত, পুড়ে স্বপ্ন যার যার
পুড়ে ভূমি রাষ্ট্র সরকার, পুড়ে অঙ্গীকার।
পুড়ে যাস তুই, পুড়ে চলি আমি
পুড়ে যায়না নষ্ট বুকের কষ্ট শুধু...
(পুড়ে চলে সবকিছু, অন্তহীন)
১৭/০৯/১



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

মেহেদী হাসান তামিম বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.