নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

ছেলেসন্তান. ------------ মেহেদী হাসান তামিম

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩


এক.

- শালা হেলমেট পরে কাজ করতে পারিসনে বানচোত! মারবি নাকি বে বৌটাকে। এ নিয়ে কয়বার খসালি।
- কি করবো বলো মাগীটাই তো খালি মিয়েছিলে বাঁধায়। গুরু মাইরি বলছি, আর হপ্পেনা এ-এ-ই শেষ। এই একহাজার রাখো। আর আসবনা বলছি।
- না, ওতে হবেনা। এ কাজে রিস্ক ওহন বাইড়া গেছে। খবর হইলে সোজ্জা চোদ্দ শিক। আরো ৫০০ লাগবো।
- গুরু তাই দেব। করে দাও এইবার।

দুই.

- খানকি মাগি। আর কতোবার আমার হোগাটা মারবি। তোর পেট খসাতে খসাতেই শালি মিসকিন হয়ে গেলাম।
আমি তোকে বলে দিচছি এই তোর শেষ। এবারো যদি মেয়ে আনিস পেটে, তোকেও খেদাব তোর বেটিকেও খেদাব।

তিন.

তুই কিমন মিইয়েছিলেরে বিলকিছ। তর মরদ রাইতবিরাইতে পিরিত কইরে বেড়াছে আর তু বছরবছর খালি পেট বানাছিস।

চার.

গুরু এইবার তুমি ওপরঅলার নাম নিয়া টেস্ট কইরা দেখো। তুমি শুধু বলবে আমার ছিলে হবে। তুমি যা চাইবপে তাই দেব, আমাকে ছিলে বলে দাও গুরু।

পাঁচ.

বিলকিছ আমার সোনাময়না পাক্খি তোকে কিন্তু একন থেইকে ভাল খাবার সব খাইতে হইবে। তুই আমার ছিলের মা হবিরে, মা।

ছয়.

খালা গো, আমার ছিলে হবে বইলে আমি কি অন্য বিলকিছ হয়া গেছি ক্যা! আমার চিহারা কি সোন্দর হয়া গ্যেচে গো খালা, শরীর দিয়া কি সুগন্ধি ভুরভুর করে খালা। আমার মরদ আমাক শুধু এখনে আদোর করহে যে। আমাকে চুলির মুঠি ধইরে আর মারেনা কেনে খালা। ছিলে হপে বলে!!
হেই ছিলেও কি তার বাপের মুতো হপে??

সাত.

দিব হারামজাদা, তুরে আমি ছিলেই দেব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.