![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্য কেন দেখা যায় না?
জ্ঞানী লোকেদের লেখায় পড়েছি, মানুষ চেষ্টা করলে ভাগ্যকে বদলাতে পারে। কিন্তু, এই ভাগ্য জিনিসটা কি, তার হিসাব আদৈ মিলাতে পারলাম না। প্রত্যেক মানুষই তার কর্মফল ভোগ করে। তাহলে ভাগ্যের ভূমিকা কি?
যদি তাই হয় তাহলে যারা ভাল মানুষ তাদের ভাগ্য তো চকচকে হওয়ার কথা! কিন্তু আসলে কি তাই ঘটে? নাকি ভাগ্য আর কর্মফল বিপরীত/সাংঘর্ষিক?
আসলে যা দেখা যায় তা হয় না, যা দেখা যায় না সেটাই হয়।
আমার মনে হয় অদৃশ্য ভাগ্যের চেয়ে দৃশ্যমান স্বীয় কর্মের দিকে মনোযোগী হওয়াই শ্রেয়। ভাগ্য না বদলাক অন্তত আপনার বিরুদ্ধে যাবে না।।
©somewhere in net ltd.