![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কৃষ্ণ পক্ষের লোক। ভ্রমর আমার নিত্য সজ্ঞী। আমিও কালো সেও কাল। দুজনের মধ্যে গভীর ভাব। কারণ, দুজনেই ভ্রমচারী। ভ্রমচারীরা পেছনের দিকে তাকায় না, সামনের কিছু নিয়েও ভাবে না। লোকে এদের সাধক বলে থাকে। কেউ কেউ সর্বহারাও বলে থাকেন।
সর্বহারাদের এই একটা সুবিধা, ঈশ্বর এদের একটু করুণা বাড়িয়ে দেন। ফলশ্রুতিতে এরা উদ্ভাস্তু জীবন-যাপনে অভ্যস্ত হয়ে যায়। এদের কোন দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, অনুভূতি কিছুই থাকে না। পরবর্তীতে এরা একমাত্র মানুষ পরিচয়েই বাঁচতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
#সর্বাজ্ঞীন_কল্যান_কাম্য
©somewhere in net ltd.