নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্যামটেমি

আমি মজা পেতে ও দিতে ভালবাসি। বন্ধু হতে চাইলে হাতটা বাড়িয়েই দেখো না।

ট্যামটেমি › বিস্তারিত পোস্টঃ

http://www.educationboardresults.gov.bd কি কাজে লাগে??

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ছাত্র/ছাত্রী, যারা বোর্ড পরীক্ষায় বসে, তারা জানে রেজাল্টের দিনের টেনশনটা কেমন। http://www.educationboardresults.gov.bd

সাইটটি সেই রেজাল্ট প্রকাশের গুরু দায়িত্ব পালন করে বলে ঢাকঢোল পেটায়। কিন্তু আসলে এদের কচ্ছপ গতি। সবাই যখন স্কুল থেকে রেজাল্ট জেনে উৎফুল্ল হয়ে বাসায় ফিরে মিস্টি বিতরণ অথবা বা হতাশ হয়ে বাবা মায়ের বকুনীর ভয়ে বাসায় না ফিরে রাস্তায় ঘুরছে তখনও এই সাইটটিতে তাদের অমোঘ শান্তনার বাণী (The result will be published soon) এই কথাটি উজ্জ্বল লাল রঙের অক্ষরে শোভা পেতে থাকে। অথচ তার অনেক আগেই মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে রেজাল্ট পাওয়া যায়। ২/৩ ঘন্টা পর থেকেই সেই মোবাইলেই যখন বিস্তারিত রেজাল্ট পাওয়া যাচ্ছে, এই মহান সাইটটি তখন কেবলমাত্র সংক্ষিপ্ত রেজাল্ট যোগাড় করতে পেরেছে। অথচ ফল প্রকাশের দু তিন দিন আগে থেকেই পত্র পত্রিকার মাধ্যমে ফলাও করে প্রচার করা হয় যে, এখানে রেজাল্ট পাওয়া যাবে। কার্যত এই এই যদি হয় এই সাইটের সেবা, তাহলে এটি না রেখে বরং বন্ধ করেই দেওয়া উচিৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.