![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার আপামর নারীকুলের প্রতি একটাই আহবান, যদি ক্রিমিনালি আর চোখে চোখ রেখে মিথ্যে বলার কৌশল শিখতে চান, তাহলে সন্ধ্যে সাড়ে ছ'টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ভারতের চ্যানেল 'স্টার জলসা' আর 'জি বাংলা' দেখুন! সংসারে যাদের আপনি দু'চোখে দেখতে পারেন না তাদের জীবনটা 'হেল' করে দিতে পারবেন। কি আছে এই সব সিরিয়ালে?
১। পারিবারিক ক্রিমিনালি শেখার সহজ পাঠ।
২। অনর্গল মিথ্যে বলার আর্ট।
৩। কি করে অন্যকে বিপদে ফেলা যায় সেই শিক্ষা।
৪। স্বার্থপরতা শেখার কলাকৌশল।
৫। ভিলেন চরিত্রটি বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা!
ইত্যাদি.....ইত্যাদি।
কি নেই??
পরিবার তথা সমাজের ভাল করার মত কোন শিক্ষা।
তার পরেও কেন যে আমরা এসব ছাই পাশ হামলে পড়ে দেখি????
ঐ চ্যানেলগুলোতে ভাল কি কিছুই নেই??
'স্টার জলসা'-তে নেই তবে এতো কিছুর পরেও 'জি বাংলা'তে নির্মল আনন্দ পাওয়ার এবং শেখার মত কিছু অনুষ্ঠান আছে। উল্লেখযোগ্যঃ দাদাগিরি, সারেগামাাপা, ডান্স বাঙলা ডান্স, মিরাক্কেল, হ্যাপি প্যারেন্টস ডে, রান্নাঘর, দিদি নং-১ ইত্যাদি যা সন্ধ্যে সাড়ে ছয়টার আগে এবং রাত সাড়ে দশটার পরে প্রচারিত হয়।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: