নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারওয়ার জামান চন্দন

সারওয়ার জামান চন্দন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ভাল থাকিস...

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

খুব সকাল সকাল ফোন পেয়ে একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম হয়ত ভুলে ফোন এসেছে। ফোনটা হাতে নিয়ে ভাবছি, যেন ভুলভাবেই ফোনটা আসে। এরমধ্যেই আবার রিং হচ্ছে! রিসিভ করতেই ওপাশ থেকে মালেক বলল, নুরুজ্জামান আর নেই... মারা গেছে... আমি ঠিক কি শুনছি বুঝতে পারছি না। জামাল আবার ফোন দিল... একই কথা। কেমন যেন অসহায় অসহায় লাগছে।

নুরুজ্জামান গত কিছুদিন কোমরের প্রচন্ড ব্যাথায় ভুগছিল। ব্যাথায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। কর্মসুত্রে সে রংপুর এ থাকত তাই অনেক দিন দেখা নেই কিন্তু মাঝেমধ্যে কথা হত। এবার ঈদে গ্রামে গিয়ে শুনলাম নুরুজ্জামান অনেক অসুস্থ এবং আমার বাসা'র কাছেই হসপিটাল এ ভর্তি। মনটা অনেক খারাপ হল। আগে জানলে দেখা করে আসতাম। ফোনে কথা হল। ঢাকায় ফিরে ওর সাথে দেখা করার চেষ্টা করলাম। প্রথম দিন সে ফোন ধরেই হাউমাউ করে কাঁদতে লাগল। আমি স্বান্তনা দিলাম কিন্তু ডাক্তার দেখানোর ব্যস্ততায় সেদিন দেখা হল না। তারপর দুই তিন দিন রিং হয় কিন্তু কেউ রিসিভ করলোনা! পরে মালেক এর কাছে শুনলাম ও গ্রামের বাড়ি চলে গেছে।

আমার সাথে আর দেখা হল না.. কথাও হল না! সে যে এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে সেটা আমি এখনো ভাবতে পারছি না। নুরু, তোর সাথে দেখা না হওয়াতে হয়ত ভালই হয়েছে। দেখা হলে তোর প্রাণশক্তি ফুরিয়ে যাওয়া শয্যাশায়ী নুরুকে দেখতে হত। তারচেয়ে তোর প্রাণবন্ত অনেক স্মৃতি আমার কাছে রয়ে গেল। নুরু, তোর ফুলসাট এ হাতা গোটানা, তার উপর হাফ হাতা সোয়েটার পরা দৃশ্যটা বার বার আমার চোখের সামনে ভাসছে। এটা কোন এক শীতের সন্ধ্যায় পদ্মার ধারে ঘুরতে যাবার স্মৃতি। নুরু, এবারতো এখনো শীত আসেনি.. আর কিছুটা দিন অপেক্ষা করা যেত না... আমাদের জন্য... তোর বাচ্চাটার জন্য! বোকা ছেলে, তোর এত তাড়া কিসের হারিয়ে যাবার জন্য?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!!!!!!!!!

২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

আশাদুজ্জামান রােসল বলেছেন: আপনাদের গ্রুপটা সত্যি দারুন ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.