![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮ শে জুলাই, বিকেল ৬ টা ১৫ মিনিট।
আমি আজ অফিসের বাস থেকে শ্যামলী নামলাম। কারন এক বন্ধুর সাথে দেখা করা। বন্ধুকে ফোন করতেই জানতে পারলাম ঢাকা শহরের চিরাচরিত জ্যামের কারনে তার আসতে আরো এক ঘন্টা দেরি। মাথা তখন খুব সহজেই বুঝে নিল কিছু একটা করে এই সময়টা কাটাতে হবে। একটু নিজের মত করে থাকার জন্য চলে গেলাম আশা ইউনিভার্সিটির পিছনের মাঠে। সময় টা কিভাবে যে কেটে গেলো টেরই পেলাম না। আমি প্রায় অনেক দিন পর এই ব্যস্ত শহরের মাঝে কিছু উচ্ছল কিশোরের প্রাণবন্ত ফুটবল খেলা উপভোগ করলাম। খেলা দেখতে দেখতে আমার মন হঠাৎ হঠাৎ চলে গেলো আমার কিশোর বেলায়, আবার ফিরে আসলো বর্তমানে।
আসলে আমরা এই কর্মব্যস্ততার মাঝে কতটুকু সময় পাই নিজেদের চিত্ত কে একটু বিনোদন দিতে? চিত্ত অর্থ মন, হৃদয়। চিত্ত-বিনোদন এর নামে আজ শহরের মানুষের কাছে কতিপয় ব্যবসায়ীরা যে বিনোদন কেন্দ্র খুলে রেখেছেন তা সত্যিকার অর্থে টাকার ছড়াছড়ি ছাড়া আর কিছু নয়। কারন সেখানে আমাদের হিসাবে বসতে হয় বিনোদন টুকু কতটা খরচের সাথে সংগতিপূর্ণ তা নিয়ে। কিন্তু মনকে বিনোদন দেয়া তো মূল্য দিয়ে হিসাব করা সম্ভব না। জীবনের ব্যস্ততার কারনে আমাদের মন ছুটি চায়, পালাতে চায় নির্মল আনন্দের খোঁজে। আমি চিন্তা করে দেখলাম আজকের এই সময়ে এরকম নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ একদম নেই বললেই চলে। আমরা ছোটবেলায় খেলা করে অনেক সময় দালানের কাঁচ ভেঙ্গেছি। আজও ভাঙ্গে তবে তা আর খেলা করে নয়, হয়তবা অধিকার আদায়ের আন্দোলনের নামে কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে। এই ব্যস্ততম জীবনে মানুষের স্বাভাবিক বিকাশের জন্য তাই নির্মল আনন্দ আজ তাই খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে।
তানিম তানভীর
অফিসার
এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ই আর পি)
সাভার ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
ইয়াংওয়ান কর্পোরেশন,
ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডি ই পি জেড), সাভার।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪১
খেয়া ঘাট বলেছেন: সুন্দর উপলব্ধি।
নির্জন প্রকৃতির কাছে ছাড়া নির্মল আনন্দ আর কোথাও পাবেননা।
আর নাগরিক শহরে আনন্দের নামে যা হয় তা হলো টাকা দিয়ে যন্ত্রণা কেনা।