নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাদের হাট

অন্ধকারকে ঠেলে আলোকেই ভালোবাসি। যে আলো চাদর মতো স্নিগ্ধ। কোমল স্নেহে কাছে টেনে নেয়। সূর্যের মতো দগ্ধ করে অস্থির করে তোলে না।

নও হেলাল

নও হেলাল › বিস্তারিত পোস্টঃ

বছরটা শুরু হয়ে গেল......

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

বছরটা শুরু হয়ে গেল। ২০১৪ সাল। মনে হয় শুরুটা আর কদিন পর হলে ভালো হতো। কারণ, শুরুটা ধরতে ধরতেই আজ ১৮ তারিখ। সময়গুলো এতো দ্রুততায় চলে যে, তাল সামলিয়ে পারা যায় না। কেবলই মনে হয় আজকের দিনটা আর দশদিন পরে গেলে ভালো হতো না! এই মাসটা আর দশটা মাস বিলম্ব করে গেলেও তো পারতো!



এমন এলোমেলো ভাবনার মধ্য দিয়েই দিনগুলো, বছরগুলো হারিয়ে যায়। জীবনটা ফুরিয়ে আসে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনাগুলো দানা বাঁধে। আবারো সময় বাস্তবতার ফাঁদে পড়ে সবকিছু কেমন এলোমেলো, বিক্ষিপ্ত হয়ে যায়। তখন পিছন ফিরে তাকালো মনে হয়- এটাও একটা জীবন ছিল!



এরপরও ভাবি। ভাবতে দোষ কী? নতুন করে সাজবার, সাজাবার চেষ্টা করি। কারণ, স্রষ্টা ভাবনা ও চিন্তাগুলোকে কেবল ভাবার জন্যই হয়তো দেননি। বেঁচে থাকার উপায় হিসাবেও হয়তো দিয়েছেন।



২০১৪ টা শুভ হোক। সবার জন্যই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.