![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক (রাহঃ) তাঁর পিতার এক ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার পিতা কোন এক লোকের বাগানে মালীর কাজ করতেন। বহুদিন তিনি ঐ বাগানেই বসবাস করেন। একদা তাঁর মালিক বাগানে এসে তাঁর নিকট মিষ্টি আনার চাইলেন। তিনি কোন এক গাছ হতে একটি আনার নিয়ে তাঁর হাতে তুলে দিলেন। আনারটি ছিলো খুবই টক। তাই তিনি রেগে বললেন, আমি তোমার কাছে মিষ্টি আনার চাইলাম আর তুমি আমাকে টক আনার দিলে? যাও মিষ্টি আনার নিয়ে এসো। তিনি অন্য একটি গাছ থেকে আরেকটি আনার আনলেন। ঘটনাক্রমে সেটাও খুব টক ছিলো। মালিক এতে আরো বেশি রেগে গেলেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটলো। তখন,
মালিক : তুমি কি জানো না কোন গাছের ফল মিষ্টি, আর কোন গাছের ফল টক?
মোবারক : না জানি না।
মালিক : কেন ?
মোবারক : কিভাবে চিনবো? আমি তো কখনো তা খেয়ে দেখিনি।
মালিক : কেন খাওনি?
মোবারক : আপনি তো আমাকে কখনোফল খাওয়ার অনুমতি দেননি।
অতঃপর মালিক তাঁর কথার সত্যতা যাচাই করে আসল রহস্য বুঝতে পেরে খুবই অবাক হলেন এবং স্বীয় কন্যাকে তাঁর সাথে বিবাহ দিলেন। আব্দুল্লাহ ইবনুল মোবারক এই নারীর গর্ভেই জন্ম গ্রহণকরেন।
{ওয়াফাআতুল আয়ান : ২/১৬} [ সংগৃহীত ]
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: শুকরিয়া, কষ্ট করে পড়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
মাহিরাহি বলেছেন: Thanks