![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
দেখেছি ঘর, দেখেছি যে আপনপর
দেখেছি সৌহার্দ্য আর ঐক্য অকাতর ।
দেখেছি বিপ্লব, দেখেছি যে রক্ত
দেখেছি লাশ আর বিজয় উম্মুক্ত ।
দেখেছি স্বপ্ন, দেখেছি যে আশা
দেখেছি প্রেম আর কালজয়ী ভালোবাসা ।
দেখেছি পূর্ণিমা, দেখেছি যে চাঁদ
দেখেছি রাত আর রাঙা প্রভাত ।
দেখেছি তিক্ত, দেখেছি যে অমৃত
দেখেছি সুখ আর ঊচ্ছ্বাস কতশত ।
দেখেছি আধাঁর, দেখেছি যে আলো
দেখেছি কুসংস্কার আর জ্ঞানপ্রদীপ জ্বালো ।
দেখেছি মরন, দেখেছি যে জীবন
দেখেছি হানাহানি আর হিংসা অকারন ।
দেখেছি নাস্তিক, দেখেছি যে আস্তিক
দেখেছি ঈমান আর কণ্ঠস্বর দ্বীপ্তিক ।
দেখেছি ভাঙ্গন, দেখেছি যে গড়ন
দেখেছি অকারন আর সম্প্রীতি প্রয়োজন ।
দেখেছি ধ্বংস, দেখেছি যে সৃষ্টি
দেখেছি মানবতা আর সহমর্মিতার বৃষ্টি ।
উৎসর্গঃ সাভারে বহুতল ভবন ধসে আহত-নিহত ভাইবোনদের সাহায্যার্থে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া সকলকে ।
____________________________________________________________________________________
রচনাকালঃ ০৩.০৪.২০১৩ ইং
©somewhere in net ltd.