![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
আসবে ভালোবাসার ডালি নিয়ে,
আসবে হৃদয়কোমল স্পর্শ নিয়ে,
আসবে নিয়ে বারাকাহ্ মাওলার,
আসবে দ্বীন পূর্ণ করিতে আমার ।
তোমার প্রীতিময় মধুর স্পর্শ নিয়ে,
করব রাঙা এ জীবন আমার ।
তোমার মায়াময় মুখপানে চেয়ে
পরিশ্রান্ত এই আমি, হব শান্ত বারেবার !
তোমার সিঞ্চিত আধেক জ্ঞান,
আর আমার অর্জিত আধেক,
করেই পুরো হিসেব সমেত;
করব মোদের পূর্ণাংগ এক !
তোমার মুখের ঐ মায়াময় বর্ণছটা,
করবে দূর আঁধার, মেঘের ঘনঘটা ।
তোমার চোখের ঐ দৃপ্ত চাহনি,
জানাবে এতদিন যে, কি পাইনি !
তোমার প্রেমের শত-সহস্র বারিসুধা,
করেই পান মিটাবো মনঃপ্রান ক্ষুধা ।
তোমার মুখের ঐ প্রানসঞ্চারি মুক্তো হাসি,
জানাবে, আল্লাহ্র অপার প্রেমেই বেঁচে আছি ।
ওহে প্রাণসখী ! ওহে প্রাণসখী !
করছি অধীর অপেক্ষা তোমার ।
আসবে আসবে জানি নিশ্চয়ই,
এই বর্ণহীন জীবনে আমার ।
___________________________________
রচনাকালঃ ২৬.০৩.২০১৩ ইং
©somewhere in net ltd.