![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
মেঘমালাতে লুকায়ে থাক তুমি,
মেঘের দেশের সকল শান্তি চুমি ।
শ্বেত-শুভ্র হাজার মেঘরাশি নিয়ে,
কেন তবে ধরায়, আসোনা তুমি ?
কেনো আসো ক্ষুদ্র-স্ফীত ধারা হয়ে,
কেনো আসোনা অবারিত বান লয়ে !
কেনো আসো দু’কূল বাতাস চাপিয়ে,
কেনো আসোনা সিংহাসন দাপিয়ে !
আসো নিয়ে তুমুল জোয়ার; চারিধার
আসো করতে প্রশান্ত হৃদয়; সবার ।
আসো নিয়ে এক উচ্ছ্বল, দৃপ্ত দিন
আসো, করতে সবার মন রঙিন ।
কি বলো, রাখবে কি মোর আহ্বান ?
জাগবে কি তোমার দেহ, মনঃপ্রান ?
হবে কি এইটুকুন দয়াদ্রভার তুমি ?
করতে শান্ত, পিয়াসী-আদ্র-অস্থির ভূমি ।
___________________________________________________________________________________________________________________________
রচনাকালঃ ১৮.০৪.২০১৩ ইং
©somewhere in net ltd.