![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
সত্যের সন্ধানী হয়ে তুমি এসেছো
এক আল্লাহ্’র প্রিয় দূত হয়ে তুমি,
ধরার বুকে নেমেছো ।
এসেছো এসেছো তুমি
ছড়াতেই মোহনীয় সৌরভ;
শাশ্বত ইসলামী বাগানের ।
এসেছো তুমি অর্জিতে লুকায়িত জ্ঞান
এসেছো তুমি জানিতে ক্বুরানের আহ্বান
আর ছড়াতে বানী, প্রতিপালকের ।
তুমি হবে অনুকরণীয়
তুমি হবে অনুসরনীয়
নওতো তুমি অন্ধ মুসাফির !
তুমিতো নও কারো মুখাপেক্ষী
তুমিতো নও কারো সাহায্যপ্রার্থী
ব্যাতীত এক আল্লাহ্র ।
তোমার পরশে হবে সব সোনা
তোমার পরশে হবে আলোকিত, সব জ’না
তুমিতো আলোর দিশারী ।
তুমি বলো, মহান আল্লাহ্ এক
তুমি বলো, মেকি সুখ দূরে থাক
তুমিতো রহমত ভিখারী ।
তুমি থাকো শান্তিতে
নিদারুণ দুখ আর ক্লান্তিতে
তুমিতো সুকুনের আভারী ।
তুমি কাঁদো গভীর রাতে
তুমি কাঁদো সুখ-দুখ সাথে
তুমিতো পিয়াসী নাজাতের ।
তুমি জানো, বিশ্ব ক্ষনিকের
এসেছো নিয়ে বেশ বনিকের
করতে সওদা জান্নাতের ।
________________________________________________________________________________________
রচনাকালঃ ২৯.০৪.২০১৩ ইং
©somewhere in net ltd.