![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
অফিসের বিপরীতে অবস্থিত মসজিদে যোহরের ফরয নামাজ আদায় শেষে ইমাম সাহেব ঘোষনা দিলেন, “বাইরে একজন কিডনী রোগে আক্রান্ত রোগী আছে, সবাই সাধ্যমত সহায্যের চেষ্টা করবেন ।“
নামাজ শেষে কোন এক অজানা কারনে, এই কথাটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম ! যেই না দরজা দিয়ে বের হতে যাবো, তখনি নুরানী চেহারার শুশ্রুমন্ডিত, পাঞ্জাবী-পায়জামা পরা ভদ্রলোককে দেখলাম একেবারে জবুথবু হয়ে, মাথা নিচু করে বসে আছে । কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই জানা গেলো, উনিই সেই লোক যার কথা ইমাম সাহেব ঘোষনা দিয়েছিলেন ! পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করে দেখি, সেখানে পর্যাপ্ত টাকা নেই ! তখন, উনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলে দ্রুত পদে অফিসে রওয়ানা দিলাম আমার ব্যাগে রক্ষিত টাকার সদ্বব্যাবহার করার জন্য ।
উনাকে দেখেই একরকম কান্নায় ভেঙ্গে পড়লাম আর আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করলাম, নিজের সুস্থ্যতার জন্য এবং এস্তেগফার করলাম ভবিষ্যতে যেন এমন অসুখ না হয় । সাথে সাথে উনার দ্রুত আরোগ্য কামনা করলাম মহান আল্লাহ্র কাছে ।
ফিরে এসে দেখি উনি নফল নামাজ আদায় করছেন ! সুবহা'নাল্লাহ ! নামাজ অনেক ধীরে ধীরে আদায় করছিলেন সম্ভবত অসুস্থতার কারনে অথবা নামাজে বিশুদ্ধতা অর্জনের লক্ষে । অপেক্ষা করতে লাগলাম । আমার মতই আর দুই ভাই উনার জন্য অপেক্ষারতঃ ছিলেন । নামাজ শেষে উনারা (দুই ভাই) অসুখের বিস্তারিত বিবরন জানতে চাইলেন আর প্রেসক্রিপশনও দেখতে চাইলেন । এতে জানা গেলঃ
উনি হাফেজ মাওলানা মোস্তফা, বয়স ৪০, বাড়ি পিরোজপুর, গত ৬ বছর ধরে কিডনী রোগে আক্রান্ত । প্রতিদিন ঔষধ বাবদ খরচ প্রায় ৯০০ টাকা মানে মাসে প্রায় ২৭,০০০ টাকা । উনি BSMMU/PG Hospital এ চিকিতসারতঃ এবং পর্যাপ্ত টাকার অভাবে যথাযথ চিকিৎসা না করাতে পেরে ৬ বছর যাবত এই রোগে ভুগছেন । আর, লজ্জার কারনে মানুষের কাছে হাত পাততে পারছিলেন না বলে গত প্রায় ১ বছর ধরে ডাক্তারের কাছে চেক আপ ও চিকিৎসা নিতে পারছিলেন না ! কোনমতে ঔষধ খেয়ে যাচ্ছিলেন !
(যারা বিস্তারিত বিবরন আর প্রেসক্রিপশনের ব্যাপারে জানতে চাইলেন তারা উনাকে সত্যিকারের অসুস্থ্য বলে স্বীকার করলেন, উনি যাওয়ার পর । কথপোকথন এর মাধ্যমে জানতে পারলাম, দুজনের একজন বায়োকেমিষ্টির ছাত্র ছিলেন এবং আরেকজন মসজিদের খাদেম ছিলেন যিনি কিনা উনাকে এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন)
আমাদের সমাজের একজন আলেম বিনা/অপ্রতুল চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যাবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব ! এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয় ! আখিরাতে মহান আল্লাহ্র কাছে আমরা কি জবাব দেব ! কোন মুখ নিয়ে তাঁর সামনে হাজির হবো ! হে আল্লাহ্ ! আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা যে অতি তুচ্ছ, নাদান ও অবুঝ বান্দা । হে আল্লাহ্ ! আপনি আমাদেরকে পুর্ন হেদায়েত দান করুন এবং একমাত্র আপনার সন্তুষ্টির লক্ষে সহিহ-শুদ্ধভাবে কাজ করার তাওফিক দান করুন । আমীন
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আমীন, ছুম্মা আমীন
২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
মোমেরমানুষ৭১ বলেছেন: : আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক... আমিন
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আমীন, আমীন
৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাজ হাসান বলেছেন: প্রথমেই উনার সুস্থতা কামনা করি মহান আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুক।
দ্বিতীয়ত উনার প্রতিদিন ৯০০ টাকা লাগে ঔষধ বাবদ এখানে আমার প্রশ্ন উনার কিডনীজনিত যেই সমস্যা সেটা কি???যেমন কিডনী কি ড্যামেজড কিংবা পাথর অথবা অন্যা কোনো ধরনের সমস্যা কিনা???
যদি কিডনী ড্যামেজড হয় তাহলে উনার ডায়ালাইসিস প্রয়োজন হবে সপ্তাহে দুই থেকে তিনটি,আর উনি যদি CAPD প্যশেন্ট হন সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি এটা মিলাতে পারলাম না তার প্রতিদিনের ঔষধের খরচ কেন ৯০০টাকা হবে???
আমি তার কিডনী রোগের ধরণ সম্পর্কে জানতে চাচ্ছি।
২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৫
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আমীন আমীন।
ভাইয়া, আমি আসলে বিস্তারিত জানিনা তবে যেই ভাই বাযোকেমিষ্টতে পড়েছেন বলে আমি উল্লেখ করেছিলাম তিনি বলেছেন, অবস্থা অনেক গুরুতর তবে ডায়ালাইসিসের পর্যায়ে যায়নি ।
অনেকেই উনাকে সাহায্য করার ইচ্ছা পোষন করেছেন । তাই, আমি গতকাল ঐ মসজিদে আবার গিয়েছিলাম উনার সম্পর্কে বিস্তারিত তথ্য ও সাহায্য পাঠাবার মাধ্যম সংগ্রহের জন্য । খাদেম সাহেবকে অনুরোধ করে এসেছি । উনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন । আল্লাহ্ আমাদের সহায় হোন ।
৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১২
লাবনী আক্তার বলেছেন: বেলাল আহমেদ রাসেল বলেছেন: আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক... আমিন
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আমীন, ইয়া রব ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬
বেলাল আহমেদ রাসেল বলেছেন: আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক... আমিন