নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

ছুটি উপাখ্যান

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

- আসসালামু ‘আলাইকুম !

-: ওয়ালাইকুমুস সালাম ।

- স্যার, ৩ দিনের ছুটি লাগবে ।

-: কেন ?

- নানা বাড়ি বেড়াতে যাব ।

-: আপনার নানা বাড়ি কোথায় ?

- 'অমুক' যায়গায় ।

-: আপনি কি জানেন, ঐ যায়গায় যে আমার বাড়ি ? আর, আমি প্রতিদিন ওখান থেকে অফিসে আসা-যাওয়া করি । :O

- জ্বী, জানি ।

-: তাহলে, ওখানে যেতে ৩ দিনের ছুটি কেন ?

- স্যার, আমি ১০ বছর ধরে নানা বাড়ি যাই না !

-: কি বলেন ! আপনার বাসা কই ?

- বাড্ডা ।

-: তাহলে, এত কাছে থেকেও ১০ বছর ধরে যান না, মানে কি !?

- আসলে সময় পাই না তো, তাই !

-: হুম, তো, এত বছর পর এখন কি মনে করে !

- নানু অনেক করে যেতে বলেছে, তাই…

-: আচ্ছা, ঠিক আছে, যান । ১০ বছর পরে যাচ্ছেন, ভালো করে বেড়িয়ে আসবেন, কেমন !

- জ্বী, স্যার । আসসালামু ‘আলাইকুম !

-: ওয়ালাইকুমুস সালাম ।



[ পুনচ্চঃ আমি প্রতিদিন অফিসে আসা-যাওয়া করতে প্রায় ৫ ঘন্টা সময় ব্যায় করি (ট্র্যাফিক জ্যামের কারনে) । তবে চেষ্টা করি, সময়গুলোকে গঠনমূলক কাজে লাগানোর জন্য । যেমনঃ পত্রিকা পড়া, কবিতা লেখা, ইসলালিক লেকচার শুনা, ইসলামিক সংগীত শুনা, মোবাইলে অনলাইন ইসলামিক রেডিও শুনা (IRB24.net, Ummah Radio, Islamic channel, Islam2Day Radio ইত্যাদি - via TuneIn Radio Pro Apps) এবং সুযোগ পেলে কিছু সময় ঘুমিয়ে নেয়া ! :P ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.