![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
রহমত-বরকত-মাগফেরাত নিয়ে
সমুচ্চ রমাদ্বান এলো মোদের ঘরে ।
করেছি, করবো মোবারক গ্রহন
থাকব না, গোমরাহীর পথ ধরে !
গুনাহের ভারে-ভারে জর্জরিত যখন,
রমাদ্বান এসেছে মাফির কথা বলে ।
পাবো জানি, মালিকের অতুলন ক্ষমা
হব না শামিল, ধ্বংসপ্রাপ্তদের দলে !
শৃঙ্খলিত-মহাপাপী শয়তান থেকে,
পেয়েছি কি মুক্তির একটুকু স্বাদ ?
ছেড়েছি কি পাপাচারের করাল গ্রাস ?
নাকি হয়েছি, পূর্ণ্যই বরবাদ !
আমার সলাত, আমারই সিয়াম
কবুল হলো কিনা, কিছুই জানিনা !
মহিমান্বিত রমাদ্বান, নিচ্ছে বিদায়
কেউতো, কোনো খবর রাখিনা !
হে রহিম ! রহম দাও, এ অভাগারে
আমি যে, তব জান্নাতের আভারী ।
হে রহমান ! দয়া কর, ঘোর পাপীরে
আমি যে, সর্বোচ্চ ক্ষমার ভিখারী !
_____________________________________________
রচনাকালঃ ০৮.০৮.২০১৩ ঈসায়ী
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
©somewhere in net ltd.