নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

9 Drawings from children in Gaza, Palestine (ছবি-ব্লগ)

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

ঈদ-উল-ফিতর উপলক্ষে, আমরা সবাই ভরপুর আনন্দ করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে এক এক করে নিজ নিজ গন্তব্যে/কর্মক্ষেত্রে ফিরছি। আর, যারা স্ব-স্থানেই ঈদের আনন্দ উপভোগ করেছি, তারাও হরেক রকমের উল্লাস-উদ্দীপনার রসদ দ্বারা নিজ কূলেই আবর্তিত হয়েছি । কিন্তু, এই কয়দিনে একবারের জন্যও কি মনে করেছি যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমার ওপর মুসলিম ভাইরা কেমন আছেন ? কি হাল-হকিকতে আছেন ? কিভাবে প্রতিদিনের দিন যাপন করছেন ?



না । না । না । কেন ভাবব ! এগুলো ভাবার সময় কই আমাদের ! আমরা আবার উন্নত প্রজাতির প্রাণী কিনা ! আমরা আমাদের নিয়েই সময় পাইনা ! আর, অপরের কথা ভাবার মত ফুসরত কোথায় !? ধিক আমাদের মনুষত্যকে ! ধিক আমাদের মানবতাকে ! ধিক আমাদের বিবেকবোধকে ! অথচ, আমরা কিনা দাবি করি আমরা মানুষ ! আমরা মুসলিম ! আমরা আল্লাহ্‌র সৃষ্ট শ্রেষ্ঠ মাখলুক !



আমি স্তব্ধ ! আমি ভাষাহীন ! আমি বাকরুদ্ধ ! আমি লজ্জিত, নিজের কাছে, সব মুসলিম ভাইদের কাছে এবং মহান আল্লাহু রব্বুল 'আলামিনের কাছে !



ফিলিস্তিনের বর্তমান অবস্থা কম বেশী আমাদের সবারই জানা । গাজা, ফিলিস্তিনের বাচ্চাদের আঁকা কয়েকটি ছবিই বলে দেয়, ভালোভাবেই বলে দেয়, তাদের প্রকৃত ও নিত্যনৈমেত্তিক জীবনাচার ব্যাবস্থা ।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: মুসলমান অপর মুসলিমের ভাই
খুজ খবর রাখা ছুন্নাত
বুকে বুক মিশানো মহব্বত
মন ভুলে কেন যে তা ভুলে যাই ।।

ভাললাগা পোষ্টে
ঈদি

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: ছন্দে ছন্দে সঠিক কথাটা ফুটিয়ে তোলার জন্য অনেক শুকরিয়া।


ঈদের শুভেচ্ছা রইল । :)

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

মেহেদী হাসান '' বলেছেন: পৃথিবীর সকল মুসলমানের বিপ্লবী চেতনা জেগে উঠুক। আমীন।
আর শোষকদের বিবেক বোধ জাগ্রত হোক।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আপনার দুয়ায়, আমীন ।



শুকরান, ভাইয়া :)


ঈদের শুভেচ্ছা রইল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.