![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
ভুলেছে হিয়া, ভুলেছে প্রান-প্রিয়া; মহিমা তোমার
সত্য সুখ ছেড়ে, অসাড় ভালোবাসা খুঁজি; ভীড়ে সবার।
বুঝেও বুঝিনা, বুঝেও খুঁজিনা; সুকুনেরই সুখ
লক্ষ-কোটি পাপাচারে, হয়েছি হেরার রশ্নি বিমুখ।
তুমিতো ধরোনি, তুমিতো মারোনি; জীবিত এখনো!
পরীক্ষার প্রশ্নপত্র-উত্তরমালা, তুলেও নাওনি কখনো!
দেখি নাই প্রভু, দেখি নাই কভু; খুলিয়া একটিবার !
ক্বুর’আনের যত মধুমাখা বানী, ছেড়েছে সঙ্গ আমার !
কোন প্রানে, কোন খানে; ডাকিব তোমায় !
তব ভালোবাসার রহম পরশ, ঘিরিয়া আমায়।
উপলক্ষ শোক, উপলক্ষ হোক; আত্মউপলব্দির তরে
পাক কালামের মর্মকথা জাগুক মনে, হেদায়েত পরে।
আসুক কানে, আসুক প্রানে; তোমারই ভালোবাসা
তোমারি বানী, রসূলের (সঃ) কথায়, কাটুক যত অমানিশা।
_____________________________________________________
রচনাকালঃ ০২.০৮.২০১৩ ঈসায়ী
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আলহামদুলিল্লাহ্! শুকরান, ভাইয়া।
আপনার জন্যও হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
আহেমদ ইউসুফ বলেছেন: আসুক কানে, আসুক প্রানে; তোমারই ভালোবাসা
তোমারি বানী, রসূলের (সঃ) কথায়, কাটুক যত অমানিশা।
ওয়াও অসাধারন কবিতা। চমৎকার থিম ও অসাধারন উপস্থাপনা। হৃদয়ের অন্তস্থল থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।