![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
আমি শুধু তোমারই কাছে আসি
আর, একমাত্র তোমাকেই ভালোবাসি
কতটুকু? একটিবার, দুটিবার; না, না!
অজস্রবাররে চেয়েও একটু বেশী।
কি ভাবছ? আমি বাড়িয়ে বলছি?
আরে না! তা হতে যাবে কেন?
তোমার মন আঙ্গিনার পথ ধরেইতো,
এই আমি, অপার পথে হেঁটে চলছি।
এখনো বিশ্বাস হচ্ছেনা আমায়?
ধুর বোকা! এতটা প্রত্যয়হীন হলে চলে?
অনন্যা এই তোমায় ভালো না বেসে,
কোথায়-ই-বা রাঙ্গা হবো, প্রেম ছোঁয়ায়!
এখন আবার বসে বসে কি ভাবছ?
কিভাবে শোধ করবে এই ভালোবাসা?
বোকা! সব কিছু কি শোধ করা চলে?
কিচ্ছু লাগবে না! শুধু বলো আমারই আছো!
আরে! আরে! কাঁদছ কেন আবার?
আমি কি বেশি কিছু চেয়ে ফেলেছি?
থাক! থাক! তা-ও বলা লাগবে না!
মনে মনে বল, তুমি শুধুই আমার।
কি হলো! কান্না আরো বাড়ছে কেন?
এই মেয়ে! এতটা খেয়ালী কেন তুমি?
চাইলেই মেঘবিহীন ঝরঝর বৃষ্টি নামাও!
চাইলেই রোদের বন্যায় ভাসাও যেন!
এবার শান্ত-স্থির হয়ে, একটু হাসো!
আর, শুধু আমারই পাশে থাকবে কিনা বলো!
আমি আর কিচ্ছু চাইনা! না, কিচ্ছু না!
এতেই মহাখুশি, যদি জীবনভর পাশে বসো।
_______________________________________________________________
রচনাকালঃ ২১.০৯.২০১৩ ঈসায়ী
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: সুইট বেশী খাবেন না যেন! নয়তো আবার ডায়াবেটিস হবে!
:-D :-D
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
লাবনী আক্তার বলেছেন: সুইট খেলে ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস হলে সুইট খাওয়া নিষেধ, বুঝলেন??
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আমিতো ভাই ডাক্তার না! তাই, একটু কম বুঝি কিনা!
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ !!! সুন্দর, সুন্দর।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: শুকুরাল্লাহ
সতত শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২
লাবনী আক্তার বলেছেন: কি হলো! কান্না আরো বাড়ছে কেন?
এই মেয়ে! এতটা খেয়ালী কেন তুমি?
চাইলেই মেঘবিহীন ঝরঝর বৃষ্টি নামাও!
চাইলেই রোদের বন্যায় ভাসাও যেন!
এবার শান্ত-স্থির হয়ে, একটু হাসো!
আর, শুধু আমারই পাশে থাকবে কিনা বলো!
আমি আর কিচ্ছু চাইনা! না, কিচ্ছু না!
এতেই মহাখুশি, যদি জীবনভর পাশে বসো।
সো সুইট!