নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

তুমি

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

হেন গতিরুদ্ধ বায়ুতটে, স্তব্ধ-নিথর, তব হৃদ সীমান্তে !

হস্তযুগল রেখে তোমা হাতে, থাকবই সর্বদা একসাথে

জীবন মোহনায়, তীব্র-ভয়াল যন্ত্রণায়; যবে রুদ্ধবাক !

ভালোবাসার ইন্দ্রজালে, তরঙ্গিত হবে একরাশ স্বপ্নঝাঁক



অস্বচ্ছ আবরণে, আড়াল যদবধি প্রতিচ্ছবিময় প্রীতি !

নিখুঁত প্রেম সাম্রাজ্যে হবে, বিশ্বাসের উজ্জ্বল উপস্থিতি

হারানোর ভয়ে তটস্থ, শান্ত-স্নিগ্ধ তোমারই মন বন্দর !

কালপুরুষ হয়ে আন্দোলিত হবো, কোমল মহল-অন্দর।



কুয়াশার পুরু চাদরে ছেয়েছে উচ্ছ্বাস; শ্যাম উঠোন, সঙিন !

সূর্যদীপ্তি ভালোবাসার পরশে, প্রাণ পাবে, তোমার ঐ জমিন

ব্যাথার শৃঙ্খলে পিষ্ট, অঙ্কুরিত মানস অরণ্যের পাটে, খাঁ খাঁ !

শিশির ভেজা কুহকী পরশে, বিলীন; ভাসমান কষ্টের ঝাঁকা



মুমূর্ষু মন নীলিমায়, ওষ্ঠাগত তুমি; শিখাহীন ঝিলমিল প্রদীপ !

অনুরাগ স্পর্শে, প্রাণের স্পন্দনে; পূর্নতা পাবে প্রীতম, মনঃদ্বীপ

অক্ষিতটে বইবে যখন নীলাভ স্রোতের ঢেউ, বিক্ষুব্ধ-পাগলপারা

নিমিষেই, মায়াবী জোয়ারের উত্তাল সৈকতে, জাগাব দুরন্ত পাড়া



প্রীতিময় চাহনি, মননের ইশারায়, সুস্পষ্ট আহ্বান; অচেনা তোমায়

ইন্দ্রধনুর সাতটি রঙের তুলির আঁচড়ে, প্রাণ জাগাব মনীষা পাড়ায়

একাকি, অন্ধকারে; নীল শিখা-নক্ষত্র হয়ে, প্রহর গুনছি; জীবন সাথী !

সন্ধানে, তুমি আসবেই, এলে বলে; বন্ধনে জ্বলবে সৌভিক প্রেম বাতি



____________________________________________________

রচনাকালঃ ০৫.০৯.২০১৩ ঈসায়ী



[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.