নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজিব

Man revives according to what he carries of thought about man, life and the universe, and about their relationship as a whole, with what preceded this life and what comes after it.

তানজিব › বিস্তারিত পোস্টঃ

V J Day

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

২ সেপ্টেম্বর ১৯৪৫, দিনটি ইতিহাসের পাতায় V J Day বা Victory over Japan Day হিসেবে স্হান করে নিয়েছে। জাপানের আত্মসমর্পনের মাধ্যমে অফিশিয়ালি ২য় বিশ্ব যুদ্ধের সমাপ্তি ঘটে।



যদি ও ব্রিটিসরা August 15 কে অফিশিয়ালি V J Day বা Victory over Japan Day হিসেবে উজ্জ্বাপন করে থাকে।



6 এবং 9 August 1945 এ আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা আর নাগাসাকি তে আনবিক বোমা নিক্ষেপ করে massacre করে। তার পরপরই 9 August,USSR জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে আর দখল করে নেয় Manchuria।



আর এসব ঘটনা দিবা স্বপ্ন দেখতে থাকা জপানী সমর নায়কদের বোধষয় ঘটায়। সম্রাট Showa অচলবস্হানের অবসান ঘটিয়ে আত্মসমর্পনের ঘোষনা দেয়। সম্রট তার কাউন্সিলের উদ্দেশ্যে বলেন

''এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে আমি কোন ভাবেই কোন রকম সফল উপসংহারে পৌছানোর সম্ভাবনা দেখছিনা। এ কারনেই আমি কারো কোন রকম প্ররোচনা ছাড়াই এই যুদ্ধের সমাপ্তি টানার স্বীদ্ধান্ত নিয়েছি। আমি আরো শত শত হাজার হাজার মানুষ মারার কথা চিন্তা করতে পারছিনা , কিংবা এটা ও মেনে নিতে পারছি না যে ভবিষ্যৎে আমাদেরকে বিশ্ব শান্তির জন্য চিহ্নিত করা হবে। আমার অনুগামী, যাদের উপর আমি নির্ভর করতাম বা যারা ছিল আমার শরীরের অংশের মত তাদেরকে মিত্র শক্তির হাতে তুলে দেওয়াটা আমার জন্য খুব কষ্টকর কিন্তু সামগ্রিক পরিস্হিতি বিবেচনা করে আমি Potsdam ঘোষণার শর্তাবলী মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ''



ইতিহাসে জাপানের আত্মসমর্পনের আনুষ্ঠেনিকতা Tokyo Bay Surrender Ceremony নামে পরিচিত।







Signed at TOKYO BAY, JAPAN at 0904 on the SECOND day of SEPTEMBER, 1945



MAMORU SHIGEMITSU

By Command and on Behalf of the Emperor of Japan and the Japanese Government



YOSHIJIRO UMEZU

By Command and on Behalf of the Japanese Imperial General Headquarters



Accepted at TOKYO BAY, JAPAN at 0908 on the SECOND day of SEPTEMBER, 1945, for the United States, Republic of China, United Kingdom and the Union of Soviet Socialist Republics, and in the interests of the other United Nations at war with Japan.



DOUGLAS MAC ARTHUR

Supreme Commander for the Allied Powers



C.W. NIMITZ

United States Representative



HSU YUNG-CH'ANG

Republic of China Representative



BRUCE FRASER

United Kingdom Representative



KUZMA DEREVYANKO

Union of Soviet Socialist Republics Representative



THOMAS BLAMEY

Commonwealth of Australia Representative



L. MOORE COSGRAVE

Dominion of Canada Representative



JACQUES LE CLERC

Provisional Government of the French Republic Representative



C.E.L. HELFRICH

Kingdom of the Netherlands Representative



LEONARD M. ISITT

Dominion of New Zealand Representative



এদের সবার সাক্ষর শেষে MacArthur যদ্ধের আনুষ্ঠানিক সমাপতই টানেন এ কথা বলে "Let us pray that peace be now restored to the world, and that God will preserve it always. These proceedings are closed."





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.