নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুক্ত চিন্তা ধারার মানুষ । নিজে যা ভাল বুঝি তাই করি । যা মনে আসে তাই লিখি ।

রক্তাক্তর প্রান্তর

একজন মুক্ত চিন্তা ধারার মানুষ।

রক্তাক্তর প্রান্তর › বিস্তারিত পোস্টঃ

-----স্বপ্ন---

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

ওই দিন যখন তোমার বাসার সামনে দাড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। আমার অনেক কষ্ট হয়েছিল। তবুও দাড়িয়ে ছিলাম।
.
কেন যান ?
.
শুধু মাত্র পিচ্চিটাকে একটু দেখব বলে।
.
দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজলাম। এক মুহর্ত তোমাকে দেখার আশায়। ভেবেছিলাম তুমি আসবে। এসে আমার মাথা মুছিয়ে দিবে তোমার উড়না দিয়ে। তারপর একটা ছাতা দিয়ে বলবে " লক্ষী ছেলের মত বাসায় চলে যাও "
.
সবই ছিল কল্পনা।
.
তুমি আসলে না আমায় দেখতে। অবশেষ এ আমি বাসায় ফিরে এলাম। বাসার দরজা ধাক্কা দিতেই আম্মু হাজির। হাতে একটা তোয়ালে দিয়ে মাথা মুছতে বলল , আর সাথে এত্তগুলো বোকা ফ্রি।
.
ডাক্তার আমাকে বৃষ্টিতে ভিজতে নাকরেছে।বৃষ্টিতে ভিজলে তা আমার ব্রেইন এ আঘাত হানে। আমি জ্ঞান হারিয়ে ফেলি।ডাক্তার বলেছে , যে কোনো একদিন এই বৃষ্টিই আমাকে টেনে নিয়ে যাবে ওই অন্ধকার জগৎ এ।
.
আমি ডাক্তার এর কথা শুনিনি।
.
কিভাবে শুনব বল ?
.
ডাক্তার ও তো আমারই মত এক পাগল। এক পাগল কি অন্য এক পাগল এর কথা শুনতে পারে?
.
বৃষ্টিতে ভিজার ২ দিন পরে আমার জ্ঞান ফিরে। চোখ খুলে নিজেকে আবিস্কার করি হসপিটালের বিছানায়। মা পাশে বসে কাদছে। মুহুর্তেই আমি বুঝলাম কেন আমি এখানে।
.
হটাৎই তোমার কথা মনে এলো।
.
মাকে জিজ্ঞাসা করলাম। রিতু আসে নি?
.
মা বলল না।
.
বিশ্বাস কর। ওই সময় অনেক কষ্ট হয়েছিল আমার পিচ্চিটার জন্য। চিৎকার করে কাদতে ইচ্ছে হচ্ছিল।
.
কিন্তু আমি তা করি নি।
.
কেন যান ?
.
আমি যে ছেলে। ছেলেদের কাদতে নেই।
.
কিছুক্ষন আগে ডাক্তার আর নার্স এর কথা শুনলাম। আমার হাত এ নাকি আর বেশি সময় নেই।
.
কথাটা শুনে অনেকটাই আনন্দিত হয়েছিলাম। কিছুটা কষ্ট ও পেয়েছিলাম। কিন্তু আনন্দর কাছে কষ্টের পরাজয় হয়েছে।
.
আনন্দিত হওয়ার কারনটা কি যান ??
.
দুনিয়াকে মুক্তি দিচ্ছি,পরিবারকে মুক্তি দিচ্ছি, সাথে তোমাকেও।
.
আমার মৃত্যুর পর তুমি চির মুক্তি পেয়ে যাবে।
.
কিছুটা কষ্ট ও হচ্ছে মা বাবার জন্যে। কিন্তু এটা ভেবে ভালো লাগছিল যে ,আমার যন্ত্রণা আর কারো সয্য করা লাগবে না।
.
চারদিকে অন্ধকার মনে হচ্ছে।
.
হাত পা কেমন যেন অবোষ হয়ে যাচ্ছে।
.
লিখতে আমার অনেক কষ্ট হচ্ছে।
.
আমার জন্যে চিন্তা কর না। ওপারে অনেক ভালই থাকব আমি। তোমার জীবনটা গুছিয়ে নিয়ো তুমি। ভালো একট ছেলে দেখে বিয়ে করে নিয়ো। আর একটা কথা শুনো। যদি তোমার ছেলে হয় তাহলে তার নামটা ........................
.
কি যেন ??
.
মনে পরছে না। মাথাটা ঝিম ঝিম বেড়ে গেছে। দমটাও বন্ধ হয়ে আসছে। আমি চলে যাচ্ছি। দূর নীলিমায় যেয়ে খবর নিব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.